নেইমার ও এমবাপ্পেকে সম্ভবত এভাবে আর দেখা যাবে না
কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তি নবায়নের পর পিএসজি’র পরিবেশ পরিস্থিতি বদলে যাওয়ায় সেখানে থেকে আগামী মৌসুমের আগেই অন্যত্র চলে যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০১৭ সালে রেকর্ড পরিমান ২২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। তার ট্রান্সফার ফি’র রেকর্ড এখনো অক্ষুণœ। আগামী ১ জুলাই হলেই পিএসজির সাথে সক্রিয়ভাবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন হয়ে যাবে নেইমারের। তার পরেও তিনি হয়তো চলে যাবেন অন্য কোথাও।
আরএমসির তথ্যানুযায়ী পিএসজি আগেই ঠিক করেছিল নেইমারকে বিক্রি করে দেয়ার। তখন নেইমার দল ছাড়তে রাজী ছিলেন না। তবে পরিস্থিতি বদলে যাওয়ায় নেইমার এখন দল ছাড়তে সম্মত হয়েছেন। এখন ক্লাব এবং নেইমার ঠিক করবেন তার পরবর্তী গন্তব্য।
মূলত পিএসজির মালিক নাসের আল খেলাইফি সম্প্রতি নেইমারের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন সংবাদ মাধ্যমে। এ কারণেই ক্ষুব্দ হয়েছেন তিনি। নেইমারের দল বদলের সম্ভাবনা সম্পর্কে খেলাইফি বলেন, ‘আসন্ন গ্রীষ্মে নেইমারের দল বদলের সম্ভাবনা? আপনাদের আমি শুধু বলতে চাই আমরা আশা করছি দলের সবাই গত মৌসুমের চেয়ে অনেক বেশী ভাল খেলবে।’ খেলাইফির এ মন্তব্যেই বোঝা যায় যে নেইমার গত মৌসুমে ভাল খেলতে পারেননি। তিনি মোট ২৮টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৩টি। এক সময় মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যার তুলনা করা হতো সেই নেইমারের কাছ থেকে আরো অনেক ভাল পারফরমেন্স আশা করেছিল ক্লাব।
আরএমসি আরো জানিয়েছে, এবার বিশ^কাপ সামনে। তাই নেইমার চেয়েছিলেন ক্লাবের হয়ে ভাল খেলে জাতীয় দলের প্রস্তুতি সারতে। কিন্তু এমবাপ্পেকে কেন্দ্র করে গড়ে তোলা পিএসজিতে নেইমার হয়ে পড়েছেন গুরুত্বহীন। তাই তিনি দল বদলের প্রস্তাব গ্রহণে প্রস্তুত।
নেইমার ৫ বছর ধরে আছেন পিএসজিতে। তাকে দলে নেয়ার মূল কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এ ৫ বছরে তারা একবার ফাইনালে উঠেছিল। এছাড়া তেমন ভাল করতে পারেনি। পিএসজি এখন মনে করছে এমবাপ্পেকে কেন্দ্র করে আক্রমণভাগ সাজালে সাফল্য পাবে তারা এবং জিততে পারবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
পিএসজি চাইলেই যে নেইমারকে অন্য কোন দলের কাছে দিয়ে দেয়া যাবে তা নয়। কারণ নেইমারের বিপুল বেতন ভাতা দেয়ার ক্ষমতা খুব কম দলেরই আছে। তাছাড়া সাম্প্রতিক অতীতে নেইমার খুব একটা ভাল করতে না পারায় কোন ক্লাব তাকে বিপুল বেতন দিয়ে দলে নিবে কিনা তা নিয়েও আছে সংশয়।
শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে নেয়ার আগ্রহ দেখাচ্ছে। শেষ পর্যন্ত নেইমারকে কোন দল নিতে পারবে তা সময়ই বলে দেবে।
নেইমার ও এমবাপ্পেকে সম্ভবত এভাবে আর দেখা যাবে না
সোমবার, ২৭ জুন ২০২২
কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তি নবায়নের পর পিএসজি’র পরিবেশ পরিস্থিতি বদলে যাওয়ায় সেখানে থেকে আগামী মৌসুমের আগেই অন্যত্র চলে যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০১৭ সালে রেকর্ড পরিমান ২২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। তার ট্রান্সফার ফি’র রেকর্ড এখনো অক্ষুণœ। আগামী ১ জুলাই হলেই পিএসজির সাথে সক্রিয়ভাবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন হয়ে যাবে নেইমারের। তার পরেও তিনি হয়তো চলে যাবেন অন্য কোথাও।
আরএমসির তথ্যানুযায়ী পিএসজি আগেই ঠিক করেছিল নেইমারকে বিক্রি করে দেয়ার। তখন নেইমার দল ছাড়তে রাজী ছিলেন না। তবে পরিস্থিতি বদলে যাওয়ায় নেইমার এখন দল ছাড়তে সম্মত হয়েছেন। এখন ক্লাব এবং নেইমার ঠিক করবেন তার পরবর্তী গন্তব্য।
মূলত পিএসজির মালিক নাসের আল খেলাইফি সম্প্রতি নেইমারের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন সংবাদ মাধ্যমে। এ কারণেই ক্ষুব্দ হয়েছেন তিনি। নেইমারের দল বদলের সম্ভাবনা সম্পর্কে খেলাইফি বলেন, ‘আসন্ন গ্রীষ্মে নেইমারের দল বদলের সম্ভাবনা? আপনাদের আমি শুধু বলতে চাই আমরা আশা করছি দলের সবাই গত মৌসুমের চেয়ে অনেক বেশী ভাল খেলবে।’ খেলাইফির এ মন্তব্যেই বোঝা যায় যে নেইমার গত মৌসুমে ভাল খেলতে পারেননি। তিনি মোট ২৮টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৩টি। এক সময় মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যার তুলনা করা হতো সেই নেইমারের কাছ থেকে আরো অনেক ভাল পারফরমেন্স আশা করেছিল ক্লাব।
আরএমসি আরো জানিয়েছে, এবার বিশ^কাপ সামনে। তাই নেইমার চেয়েছিলেন ক্লাবের হয়ে ভাল খেলে জাতীয় দলের প্রস্তুতি সারতে। কিন্তু এমবাপ্পেকে কেন্দ্র করে গড়ে তোলা পিএসজিতে নেইমার হয়ে পড়েছেন গুরুত্বহীন। তাই তিনি দল বদলের প্রস্তাব গ্রহণে প্রস্তুত।
নেইমার ৫ বছর ধরে আছেন পিএসজিতে। তাকে দলে নেয়ার মূল কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এ ৫ বছরে তারা একবার ফাইনালে উঠেছিল। এছাড়া তেমন ভাল করতে পারেনি। পিএসজি এখন মনে করছে এমবাপ্পেকে কেন্দ্র করে আক্রমণভাগ সাজালে সাফল্য পাবে তারা এবং জিততে পারবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
পিএসজি চাইলেই যে নেইমারকে অন্য কোন দলের কাছে দিয়ে দেয়া যাবে তা নয়। কারণ নেইমারের বিপুল বেতন ভাতা দেয়ার ক্ষমতা খুব কম দলেরই আছে। তাছাড়া সাম্প্রতিক অতীতে নেইমার খুব একটা ভাল করতে না পারায় কোন ক্লাব তাকে বিপুল বেতন দিয়ে দলে নিবে কিনা তা নিয়েও আছে সংশয়।
শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে নেয়ার আগ্রহ দেখাচ্ছে। শেষ পর্যন্ত নেইমারকে কোন দল নিতে পারবে তা সময়ই বলে দেবে।