প্যারিস সেন্ট জার্মেইয়ে নেইমারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন ক্লাব সে দিকে তীক্ষœ দৃষ্টি রাখা শুনু করেছে। এর সাথে সর্বশেষ যুক্ত হয়েছে চেলসি এবং তারা তাদের ব্রাজিলীয় ডিফেন্ডার থিয়াগো সিলভার মাধ্যমে নেইমারকে চেলসিতে যোগ দিতে উৎসাহিত করছে।
এক সময়ে রেকর্ড পরিমান ২২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে নিয়েছিল পিএসজি। সম্প্রতি মেসি যোগ দেয়ায় এবং কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তি নবায়ন করতে সমর্থ হওয়ায় নেইমারকে আর তেমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মনে করছেনা তারা। পরোক্ষভাবে নেইমারকে দল ছাড়তেও বলেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
চেলসি যদি শেষ পর্যন্ত নেইমারকে দলে নিতে পারে তাহলে থিয়াগো সিলভার সাথে আবার ক্লাব ফুটবলে একত্রে খেলবেন দুই ব্রাজিলিয়ান। চেলসিতে যোগ দেয়ার আগে থিয়াগো ছিলেন পিএসজির অধিনায়ক এবং নেইমার ছিলেন মূল স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় দলেও দুজন একত্রে খেলছেন অনেক দিন ধরেই।
থিয়াগো সিলভা চেলসিতে যোগ দেয়ার পর খেলছেন দারুন ফুটবল। ২০২১ সালে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বিশেষ ভুমিকা পালন করেন অভিজ্ঞ এ ডিফেন্ডার। পিএসজির আচরণে খুবই কষ্ট পেয়েছিলেন সিলভা। তিনি চেয়েছিলেন সেখানেই থাকতে। কিন্তু পিএসজি তাকে রাখার কোন উদ্যোগই নেয়নি। সে প্রসঙ্গে সিলভা বলেন, ‘তারা আমাকে কোন প্রস্তাবই দেয়নি। এমনকি এক ইউরোর প্রস্তাবও না। কোন কথাই বলেনি। যা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমার সাথে আলোচনা করার জন্য তারা তিনমাস সময় পেয়েছিল। কিন্তু কোন কথাই বলেনি। এমন নয় যে আমি অল্প কিছুদিন সেখানে ছিলাম। আমি সেখানে খেলেছি দীর্ঘ আটটি বছর এবং অধিনায়ক হিসেবে অনেকগুলো ট্রফি জিততে ক্লাবকে সাহায্য করেছি। তাদের কাছ থেকে আমার আরো বেশী সম্মান প্রাপ্য ছিল। একই ঘটনা ঘটে এডিসন কাভানির ক্ষেত্রেও।’
নেইমারকে যে তিনি চেলসিতে দেখতে চান তা গোপন করেননি। তিনি বলেন, ‘নেইমার চেলসিতে যোগ দিতে পারে। যদি সে চেলসিতে আসে তাহলে দারুন হবে ব্যাপারটি। এখন পর্যন্ত এ নিয়ে কোন কথা হয়নি। তবে ভবিষ্যতে হতেও পারে।’
সব শেষ জানা গেছে নেইমারের জন্য পিএসজি অন্তত ২০ কোটি ইউরো আশা করছে। তার সাথে পিএসজির চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। বিশেষ শর্ত অনুযায়ী ১ জুলাইয়ের পর সে মেয়াদ বেড়ে হবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
বুধবার, ২৯ জুন ২০২২
প্যারিস সেন্ট জার্মেইয়ে নেইমারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন ক্লাব সে দিকে তীক্ষœ দৃষ্টি রাখা শুনু করেছে। এর সাথে সর্বশেষ যুক্ত হয়েছে চেলসি এবং তারা তাদের ব্রাজিলীয় ডিফেন্ডার থিয়াগো সিলভার মাধ্যমে নেইমারকে চেলসিতে যোগ দিতে উৎসাহিত করছে।
এক সময়ে রেকর্ড পরিমান ২২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে নিয়েছিল পিএসজি। সম্প্রতি মেসি যোগ দেয়ায় এবং কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তি নবায়ন করতে সমর্থ হওয়ায় নেইমারকে আর তেমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মনে করছেনা তারা। পরোক্ষভাবে নেইমারকে দল ছাড়তেও বলেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
চেলসি যদি শেষ পর্যন্ত নেইমারকে দলে নিতে পারে তাহলে থিয়াগো সিলভার সাথে আবার ক্লাব ফুটবলে একত্রে খেলবেন দুই ব্রাজিলিয়ান। চেলসিতে যোগ দেয়ার আগে থিয়াগো ছিলেন পিএসজির অধিনায়ক এবং নেইমার ছিলেন মূল স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় দলেও দুজন একত্রে খেলছেন অনেক দিন ধরেই।
থিয়াগো সিলভা চেলসিতে যোগ দেয়ার পর খেলছেন দারুন ফুটবল। ২০২১ সালে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বিশেষ ভুমিকা পালন করেন অভিজ্ঞ এ ডিফেন্ডার। পিএসজির আচরণে খুবই কষ্ট পেয়েছিলেন সিলভা। তিনি চেয়েছিলেন সেখানেই থাকতে। কিন্তু পিএসজি তাকে রাখার কোন উদ্যোগই নেয়নি। সে প্রসঙ্গে সিলভা বলেন, ‘তারা আমাকে কোন প্রস্তাবই দেয়নি। এমনকি এক ইউরোর প্রস্তাবও না। কোন কথাই বলেনি। যা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমার সাথে আলোচনা করার জন্য তারা তিনমাস সময় পেয়েছিল। কিন্তু কোন কথাই বলেনি। এমন নয় যে আমি অল্প কিছুদিন সেখানে ছিলাম। আমি সেখানে খেলেছি দীর্ঘ আটটি বছর এবং অধিনায়ক হিসেবে অনেকগুলো ট্রফি জিততে ক্লাবকে সাহায্য করেছি। তাদের কাছ থেকে আমার আরো বেশী সম্মান প্রাপ্য ছিল। একই ঘটনা ঘটে এডিসন কাভানির ক্ষেত্রেও।’
নেইমারকে যে তিনি চেলসিতে দেখতে চান তা গোপন করেননি। তিনি বলেন, ‘নেইমার চেলসিতে যোগ দিতে পারে। যদি সে চেলসিতে আসে তাহলে দারুন হবে ব্যাপারটি। এখন পর্যন্ত এ নিয়ে কোন কথা হয়নি। তবে ভবিষ্যতে হতেও পারে।’
সব শেষ জানা গেছে নেইমারের জন্য পিএসজি অন্তত ২০ কোটি ইউরো আশা করছে। তার সাথে পিএসজির চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। বিশেষ শর্ত অনুযায়ী ১ জুলাইয়ের পর সে মেয়াদ বেড়ে হবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।