জার্মান বুন্দেস লিগা
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৬-১ গোলের বিশাল বড় জয় দিয়ে বুন্দেস লিগার নতুন মৌসুম শুরু করেছে। শুক্রবার ২০২২-২৩ মৌসুমের প্রথম দিন বায়ার্ন হারিয়ে দেয় এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। বায়ার্ন প্রথমার্ধেই করে ৫টি গোল। গত ১১ মৌসুম ধরে টানা লিগ শিরোপা জয়ী বায়ার্ন যে এ মৌসুমেও ঘরোয়া ফুটবলে অপ্রতিদ্বন্দ্বী হবে তার আভাস দিয়েছে প্রথম দিনেই। দলে নতুন যোগ দেয়া সাদিও মানে করেছেন গোল।
জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের বিপক্ষেও গোল করেছিলেন মানে। এ ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেছেন ৫জন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। মানে তার গোলটি করেন ৩৮টি মিনিটে। বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘আমাকে বলতেই হবে যে প্রথমার্ধটা ছিল অসাধারণ। আমি মনে করি না যে প্রতিটি ম্যাচই এক রকম হবে। আরো দুটি ম্যাচ খেলার পর আমরা বুঝতে পারবো প্রকৃত অবস্থা।’
বায়ার্নের জশুয়া কিমিখ ৫ মিনিটে করেন প্রথম গোলটি ফ্রি কিক থেকে। এর ছয় মিনিট পর দ্বিতীয় গোল করেন বেঞ্চামিন পাভার্ড। এর পর পরই ফ্রাঙ্কফুর্টের টুটার শট পোস্টে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় তারা। টমাস মুলার দিনের সহজতম সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। তার প্রথম শট পোস্টে লেগ ফেরত যায় এবং ফিরতি বলও তিনি পোস্টে রাখতে ব্যর্থ হন। সার্গি গনাব্রির ক্রস থেকে ২৯ মিনিটে গোল করেন মানে। ৩৫ মিনিটে জামাল মুসিয়ালার গোলের সুযোগটিও সৃষ্টি করে দেন মানে। বিরতির দুই মিনিট আগে গনাব্রি করেন একটি গোল। খেলার ৬৪ মিনিটে কোলো মুনাই একটি গোল পরিশোধ করেন। খেলা শেষ হওয়ার সাত মিনিট বাকি থাকতে মুসিয়ালা করেন শেষ গোল।
জার্মান বুন্দেস লিগা
শনিবার, ০৬ আগস্ট ২০২২
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৬-১ গোলের বিশাল বড় জয় দিয়ে বুন্দেস লিগার নতুন মৌসুম শুরু করেছে। শুক্রবার ২০২২-২৩ মৌসুমের প্রথম দিন বায়ার্ন হারিয়ে দেয় এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। বায়ার্ন প্রথমার্ধেই করে ৫টি গোল। গত ১১ মৌসুম ধরে টানা লিগ শিরোপা জয়ী বায়ার্ন যে এ মৌসুমেও ঘরোয়া ফুটবলে অপ্রতিদ্বন্দ্বী হবে তার আভাস দিয়েছে প্রথম দিনেই। দলে নতুন যোগ দেয়া সাদিও মানে করেছেন গোল।
জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের বিপক্ষেও গোল করেছিলেন মানে। এ ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেছেন ৫জন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। মানে তার গোলটি করেন ৩৮টি মিনিটে। বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘আমাকে বলতেই হবে যে প্রথমার্ধটা ছিল অসাধারণ। আমি মনে করি না যে প্রতিটি ম্যাচই এক রকম হবে। আরো দুটি ম্যাচ খেলার পর আমরা বুঝতে পারবো প্রকৃত অবস্থা।’
বায়ার্নের জশুয়া কিমিখ ৫ মিনিটে করেন প্রথম গোলটি ফ্রি কিক থেকে। এর ছয় মিনিট পর দ্বিতীয় গোল করেন বেঞ্চামিন পাভার্ড। এর পর পরই ফ্রাঙ্কফুর্টের টুটার শট পোস্টে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় তারা। টমাস মুলার দিনের সহজতম সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। তার প্রথম শট পোস্টে লেগ ফেরত যায় এবং ফিরতি বলও তিনি পোস্টে রাখতে ব্যর্থ হন। সার্গি গনাব্রির ক্রস থেকে ২৯ মিনিটে গোল করেন মানে। ৩৫ মিনিটে জামাল মুসিয়ালার গোলের সুযোগটিও সৃষ্টি করে দেন মানে। বিরতির দুই মিনিট আগে গনাব্রি করেন একটি গোল। খেলার ৬৪ মিনিটে কোলো মুনাই একটি গোল পরিশোধ করেন। খেলা শেষ হওয়ার সাত মিনিট বাকি থাকতে মুসিয়ালা করেন শেষ গোল।