দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদের খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ডের মোড়কে বাছাইপর্ব! শুধু তাই নয়, ‘বাছাইপর্ব’ খেলেই দেশে ফিরতে হয়েছে নিকোলাস পুরানের দলকে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুপার টুয়েলভ খেলতে না পারাটার ছিল চরম হতাশার। এমন কিছু অধিনায়ক পুরানও মেনে নিতে পারেননি। তাইতো বিশ্বকাপ ব্যর্থতা মাথা পেতে নিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড।
কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত মে মাসে স্থায়ীভাবে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব দেওয়া হয় পুরানকে। সবমিলিয়ে তার নেতৃত্বে ৪০ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে জয় মাত্র ১২টি। তার নেতৃত্বে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় নেই ক্যারিবিয়দের। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ক্যারিবিয়রা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছাড়ার পর এক বিবৃতিতে পুরান বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে অনেক ভেবেছি। গত এক বছরে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। কেবল একটি বিশ্বকাপে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স হিসেব করার সুযোগ নেই। দল হিসেবে আমাদের নতুন করে শুরু করতে হবে। তার আগে অধিনায়ক হিসেবে আমি সরে দাঁড়াচ্ছি। দক্ষিণ আফ্রিকা সিরিজের এখনো কয়েক মাস সময় আছে। তার আগে আমি মনে করি অধিনায়ক নির্বাচনে বোর্ড যথেষ্ট সময় পাবে।’
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুরান, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়াটা সম্মানের। দলের প্রতি পুরোপুরি নিবেদন থাকবে আমার, এ নিয়ে সংশয় নেই। সিনিয়র ক্রিকেটার হিসেবে সব সময় সহায়তা করতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ব্যক্তিগত স্বার্থেই এখন আমার সরে যাওয়া উচিত। খেলোয়াড় হিসেবে কী দিতে পারি, সেদিকে পুরো মনোযোগ দেওয়া দরকার। নিজের সাফল্য উপভোগ করতে মরিয়া আমি।’
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদের খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ডের মোড়কে বাছাইপর্ব! শুধু তাই নয়, ‘বাছাইপর্ব’ খেলেই দেশে ফিরতে হয়েছে নিকোলাস পুরানের দলকে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুপার টুয়েলভ খেলতে না পারাটার ছিল চরম হতাশার। এমন কিছু অধিনায়ক পুরানও মেনে নিতে পারেননি। তাইতো বিশ্বকাপ ব্যর্থতা মাথা পেতে নিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড।
কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত মে মাসে স্থায়ীভাবে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব দেওয়া হয় পুরানকে। সবমিলিয়ে তার নেতৃত্বে ৪০ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে জয় মাত্র ১২টি। তার নেতৃত্বে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় নেই ক্যারিবিয়দের। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ক্যারিবিয়রা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছাড়ার পর এক বিবৃতিতে পুরান বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে অনেক ভেবেছি। গত এক বছরে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। কেবল একটি বিশ্বকাপে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স হিসেব করার সুযোগ নেই। দল হিসেবে আমাদের নতুন করে শুরু করতে হবে। তার আগে অধিনায়ক হিসেবে আমি সরে দাঁড়াচ্ছি। দক্ষিণ আফ্রিকা সিরিজের এখনো কয়েক মাস সময় আছে। তার আগে আমি মনে করি অধিনায়ক নির্বাচনে বোর্ড যথেষ্ট সময় পাবে।’
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুরান, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়াটা সম্মানের। দলের প্রতি পুরোপুরি নিবেদন থাকবে আমার, এ নিয়ে সংশয় নেই। সিনিয়র ক্রিকেটার হিসেবে সব সময় সহায়তা করতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ব্যক্তিগত স্বার্থেই এখন আমার সরে যাওয়া উচিত। খেলোয়াড় হিসেবে কী দিতে পারি, সেদিকে পুরো মনোযোগ দেওয়া দরকার। নিজের সাফল্য উপভোগ করতে মরিয়া আমি।’