স্পেনিশ লা লিগা
রিয়াল মাদ্রিদ আবারো পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে। রবিবার রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে। রিয়াল অবশ্য এ ম্যাচে অপেক্ষাকৃত ভাল খেলেও কোন গোল করতে পারেনি।
বার্সেলোনা আগের দিন ১-০ গোলে জিরোনাকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে পৌছেছিল। শিরোপার লড়াইয়ে তাদের উপর চাপ বজায় রাখার জন্য রিয়ালের দরকার ছিল জয়ের। তারা চেষ্টা করেও কোন গোল করতে না পারায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয়। বিশ^কাপের পর থেকেই রিয়ালের খেলায় জয়ী হওয়ার তীব্র প্রত্যয়ের অভাব দেখা যাচ্ছে। মাঝ মাঠে কোন সৃষ্টিশীলতা নেই। আক্রমনভাগের ধারও কমেছে। যদিও এ ম্যাচে ভিনিসিয়ুস, বেনজেমা এবং রড্রিগো মিলে বেশ চেষ্টা করেছেন। কিন্তু সোসিয়েদাদের গোলরক্ষকের দৃঢ়তার কারণে কোন গোল পায়নি তারা।
অনেক দিন পর ভিনিসিয়ুস ভাল খেলেছেন। তাদের দুটি প্রচেষ্টা অবিশ্¦াস্য দৃঢ়তায় রুখে দেন গোলরক্ষক। ফেদে ভালভার্দে গোল করার মতো জায়গায় বল পেয়েও ঠিকমতো শট মারতে না পারায় সুযোগ হাত ছাড়া হয়। খেলার একেবারে শেষ সময়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুসের নেয়া শট রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। অপর দিকে ইনজুরি টাইমে তাকেফুসা কুবোর শট রুখে দিয়ে রিয়ালকে গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
এ ম্যাচে জিততে না পারলেও খেলোয়াড়দের পারফরমেন্সে খুশী কোচ কার্লো অ্যানচেলোত্তি। তিনি মনে করেন খেলোয়াড়রা ইতিবাচক পরিবর্তন দেখাতে সমর্থ হয়েছেন। লিগের এখনো অনেক খেলা বাকি। কাজেই তাদের ঘুরে দাড়ানোর সুযোগ আছে।
স্পেনিশ লা লিগা
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
রিয়াল মাদ্রিদ আবারো পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে। রবিবার রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে। রিয়াল অবশ্য এ ম্যাচে অপেক্ষাকৃত ভাল খেলেও কোন গোল করতে পারেনি।
বার্সেলোনা আগের দিন ১-০ গোলে জিরোনাকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে পৌছেছিল। শিরোপার লড়াইয়ে তাদের উপর চাপ বজায় রাখার জন্য রিয়ালের দরকার ছিল জয়ের। তারা চেষ্টা করেও কোন গোল করতে না পারায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয়। বিশ^কাপের পর থেকেই রিয়ালের খেলায় জয়ী হওয়ার তীব্র প্রত্যয়ের অভাব দেখা যাচ্ছে। মাঝ মাঠে কোন সৃষ্টিশীলতা নেই। আক্রমনভাগের ধারও কমেছে। যদিও এ ম্যাচে ভিনিসিয়ুস, বেনজেমা এবং রড্রিগো মিলে বেশ চেষ্টা করেছেন। কিন্তু সোসিয়েদাদের গোলরক্ষকের দৃঢ়তার কারণে কোন গোল পায়নি তারা।
অনেক দিন পর ভিনিসিয়ুস ভাল খেলেছেন। তাদের দুটি প্রচেষ্টা অবিশ্¦াস্য দৃঢ়তায় রুখে দেন গোলরক্ষক। ফেদে ভালভার্দে গোল করার মতো জায়গায় বল পেয়েও ঠিকমতো শট মারতে না পারায় সুযোগ হাত ছাড়া হয়। খেলার একেবারে শেষ সময়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুসের নেয়া শট রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। অপর দিকে ইনজুরি টাইমে তাকেফুসা কুবোর শট রুখে দিয়ে রিয়ালকে গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
এ ম্যাচে জিততে না পারলেও খেলোয়াড়দের পারফরমেন্সে খুশী কোচ কার্লো অ্যানচেলোত্তি। তিনি মনে করেন খেলোয়াড়রা ইতিবাচক পরিবর্তন দেখাতে সমর্থ হয়েছেন। লিগের এখনো অনেক খেলা বাকি। কাজেই তাদের ঘুরে দাড়ানোর সুযোগ আছে।