শুরুতেই প্রতিপক্ষ ওমান। জুনিয়র এশিয়া কাপ হকিতে একটা চ্যালেঞ্জই ছিল বাংলাদেশের জন্য। তবে সে চ্যালেঞ্জ সহজেই পেরিয়ে গেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা। মঙ্গলবার রাতে ওমানের সালালাহ শহরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ সহজেই ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
বাংলাদেশ দুটি গোলই করেছে দ্বিতীয় কোয়ার্টারে। ২২ মিনিটে তাসিন আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মামুন উর রশীদের শিষ্যরা।
ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও উজবেকিস্তান। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে।
‘এ’ গ্রুপের ৫ দেশ হচ্ছে-পাকিস্তান, জাপান, ভারত, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বুধবার, ২৪ মে ২০২৩
শুরুতেই প্রতিপক্ষ ওমান। জুনিয়র এশিয়া কাপ হকিতে একটা চ্যালেঞ্জই ছিল বাংলাদেশের জন্য। তবে সে চ্যালেঞ্জ সহজেই পেরিয়ে গেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা। মঙ্গলবার রাতে ওমানের সালালাহ শহরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ সহজেই ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
বাংলাদেশ দুটি গোলই করেছে দ্বিতীয় কোয়ার্টারে। ২২ মিনিটে তাসিন আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মামুন উর রশীদের শিষ্যরা।
ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও উজবেকিস্তান। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে।
‘এ’ গ্রুপের ৫ দেশ হচ্ছে-পাকিস্তান, জাপান, ভারত, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।