alt

মতামত » উপ-সম্পাদকীয়

আধুনিক চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ফিজিওথেরাপি

মো. কামরুজ্জামান

: বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

সারা বিশ্বে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার একযোগে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যালথেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসাপদ্ধতি’।

বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোকজনিত হ্যামিপ্লেজিয়া, বয়সজনিত ও হাড় ক্ষয়জনিত ব্যথা ও শারীরিকভাবে অক্ষম, জিবিএস, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, আঘাত ও স্পোর্টস ইঞ্জুরিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচিত।

বাংলাদেশে ফিজিওথেরাপি:-১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্ঠায় তৎকালীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা চালু করেন। আমেরিকান বিখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আর জে গার্স্টসহ কয়েকজন অর্থোপেডিক সার্জন ও ফিজিওথেরাপিস্টদের নিয়ে যৌথ টিম চিকিৎসা কার্যক্রম শুরু করেন। হাজার হাজার পঙ্গু মুক্তিযোদ্ধা এবং বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। প্রয়োজন পড়ে দক্ষ প্রশিক্ষিত চৌকস জনবল। সেই লক্ষ্যে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে এম এস অর্থোপেডিকস এবং ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদি ব্যচেলর অব ফিজিওথেরাপি প্রফেশনাল ডিগ্রি কোর্স চালু করেন। সেই থেকে শুরু।

বর্তমানে সরকারি-বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাকোর্স চালু আছে। এর বাইরে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) শিক্ষা চালু করা হয়েছে। তারা মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)/ রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট হিসেবে ফিজিওথেরাপিস্ট/ রিহ্যাবিলিটেশন প্র?্যাকটিশনারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি সেবা প্রদান করে যাচ্ছেন।

‘বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন’-এর জরিপে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলাতে যেনতনভাবে যত্রতত্র গড়ে উঠছে ফিজিওথেরাপি সেন্টার। অনেক ফিজিওথেরাপি সেন্টারেই বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ এর নির্দেশনা মানা হচ্ছে না। এমন স্পর্শকাতর চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। অনেক সেন্টারে অদক্ষ-অল্পশিক্ষিত ব্যক্তি নিজের পরিচয় গোপন করে নামের আগে বিপিটি- ফিজিও লিখে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিতে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিজেকে ফিজিওথেরাপিস্ট/টেকনিশিয়ান/ ফিজিও পরিচয় দিয়ে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে ক্ষেত্রবিশেষে নিজের অজান্তেই অপচিকিৎসা প্রদান করে অপরাধ করে যাচ্ছেন।

ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা বিবেচনা করে চিকিৎসা পেশায় জড়িত অনেকেই নিজেদের চেম্বারে অথবা অনেক চিকিৎসা সেবাকেন্দ্রে ফিজিওথেরাপি সেন্টার চালু করেছে। যেখানে রিহ্যাব কাউন্সিল আইন অনুসারে ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ ফিজিওথেরাপিস্ট/রিহ্যাবিলিটেশন প্র?্যাকটিশনারের মাধ্যমে দিচ্ছেন না। এ নিয়ে দেশের বিভিন্ন পত্র-পত্রিকা মিডিয়া এসব ভ্রান্তি নানাভাবে জনগণের সামনে তুলে ধরছে।

ফিজিওথেরাপি পেশায় জড়িত সবার প্রতি অনুরোধ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ফিজিওথেরাপিস্ট হিসেবে রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।

[লেখক: ফিজিওথেরাপিস্ট, চিকিৎসাকেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়]

জমি কী মূলে রেকর্ড হয়েছে, দলিল মূলে না উত্তরাধিকার মূলে?

কার্বন-নিরপেক্ষ শিশুর অনুপ্রেরণায় দেশ

এবার আমরা সভ্য হলাম!

সোনার প্রাসাদের দেয়ালে ঘামের দাগ

নিরাপদ সড়ক চাই কিন্তু কার্যকর উদ্যোগ কোথায়?

অবহেলিত শিক্ষার দুর্দশা বাড়ছে

টেকসই উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সড়ক

বাংলার সংস্কৃতি কি মূলধারা হারিয়ে ফেলবে?

ছবি

সমদৃষ্টি, বহুত্ববাদী সমাজ এবং সহিষ্ণুতা

খাদ্য অপচয় : ক্ষুধার্ত পৃথিবীর এক নিঃশব্দ ট্র্যাজেডি

টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংস্কার কেন অপরিহার্য

সে এক রূপকথারই দেশ

উপকূলের খাদ্যসংকট নিয়ে ভাবছেন কি নীতিনির্ধারকেরা?

মানসিক স্বাস্থ্য: মানবাধিকারের নতুন চ্যালেঞ্জ

ঢাকার যানজট ও বিকেন্দ্রীকরণ

নির্বাচনী মাঠে জামায়াতী হেকমত

শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য ও জাতির অগ্রযাত্রাধ

উপমহাদেশে সমাজতন্ত্রের স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ

এইচএসসি ফল: সংখ্যার খেল না কি শিক্ষার বাস্তব চিত্র?

বিনা ভোট, নিশি ভোট, ডামি ভোটের পরে এবার নাকি গণভোট!

কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী

কত মৃত্যু হলে জাগবে বিবেক?

বৈষম্যের বিবিধ মুখ

মানসিক স্বাস্থ্য রক্ষায় জরুরি আইনি সহায়তা

গাজা : এখন শান্তি রক্ষা করবে কে?

দোসর, বাই ডিফল্ট!

জমি কেনা দাগে দাগে কিন্তু ভোগদখল একদাগে

রাষ্ট্র কি শুধু শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে যাচ্ছে?

শতরঞ্জ কি খিলাড়ী

শিক্ষক থাকে রাজপথে, আর পুলিশ ছাড়ে থানা

উচ্চমাধ্যমিক শিক্ষা : স্কুল অ্যান্ড কলেজের ভবিষ্যৎ কী?

ছবি

শ্লীলতা, অশ্লীলতার রাজনৈতিক সংস্কৃতি

সৈয়দ মনজুরুল ইসলাম: অবক্ষয়ের চোরাবালিতে আলোর দিশারী

অটোমেশন ও দেশের যুব কর্মসংস্থানের ভবিষ্যৎ

দুর্যোগে ভয় নয়, প্রস্তুতিই শক্তি

বৈষম্যহীন সমাজের স্বপ্ন

tab

মতামত » উপ-সম্পাদকীয়

আধুনিক চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ফিজিওথেরাপি

মো. কামরুজ্জামান

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

সারা বিশ্বে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার একযোগে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যালথেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসাপদ্ধতি’।

বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোকজনিত হ্যামিপ্লেজিয়া, বয়সজনিত ও হাড় ক্ষয়জনিত ব্যথা ও শারীরিকভাবে অক্ষম, জিবিএস, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, আঘাত ও স্পোর্টস ইঞ্জুরিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচিত।

বাংলাদেশে ফিজিওথেরাপি:-১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্ঠায় তৎকালীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা চালু করেন। আমেরিকান বিখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আর জে গার্স্টসহ কয়েকজন অর্থোপেডিক সার্জন ও ফিজিওথেরাপিস্টদের নিয়ে যৌথ টিম চিকিৎসা কার্যক্রম শুরু করেন। হাজার হাজার পঙ্গু মুক্তিযোদ্ধা এবং বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। প্রয়োজন পড়ে দক্ষ প্রশিক্ষিত চৌকস জনবল। সেই লক্ষ্যে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে এম এস অর্থোপেডিকস এবং ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদি ব্যচেলর অব ফিজিওথেরাপি প্রফেশনাল ডিগ্রি কোর্স চালু করেন। সেই থেকে শুরু।

বর্তমানে সরকারি-বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাকোর্স চালু আছে। এর বাইরে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) শিক্ষা চালু করা হয়েছে। তারা মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)/ রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট হিসেবে ফিজিওথেরাপিস্ট/ রিহ্যাবিলিটেশন প্র?্যাকটিশনারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি সেবা প্রদান করে যাচ্ছেন।

‘বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন’-এর জরিপে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলাতে যেনতনভাবে যত্রতত্র গড়ে উঠছে ফিজিওথেরাপি সেন্টার। অনেক ফিজিওথেরাপি সেন্টারেই বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ এর নির্দেশনা মানা হচ্ছে না। এমন স্পর্শকাতর চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। অনেক সেন্টারে অদক্ষ-অল্পশিক্ষিত ব্যক্তি নিজের পরিচয় গোপন করে নামের আগে বিপিটি- ফিজিও লিখে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিতে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিজেকে ফিজিওথেরাপিস্ট/টেকনিশিয়ান/ ফিজিও পরিচয় দিয়ে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে ক্ষেত্রবিশেষে নিজের অজান্তেই অপচিকিৎসা প্রদান করে অপরাধ করে যাচ্ছেন।

ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা বিবেচনা করে চিকিৎসা পেশায় জড়িত অনেকেই নিজেদের চেম্বারে অথবা অনেক চিকিৎসা সেবাকেন্দ্রে ফিজিওথেরাপি সেন্টার চালু করেছে। যেখানে রিহ্যাব কাউন্সিল আইন অনুসারে ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ ফিজিওথেরাপিস্ট/রিহ্যাবিলিটেশন প্র?্যাকটিশনারের মাধ্যমে দিচ্ছেন না। এ নিয়ে দেশের বিভিন্ন পত্র-পত্রিকা মিডিয়া এসব ভ্রান্তি নানাভাবে জনগণের সামনে তুলে ধরছে।

ফিজিওথেরাপি পেশায় জড়িত সবার প্রতি অনুরোধ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ফিজিওথেরাপিস্ট হিসেবে রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।

[লেখক: ফিজিওথেরাপিস্ট, চিকিৎসাকেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়]

back to top