alt

উপ-সম্পাদকীয়

সেতু-কালভার্টে নদীপথে বাড়ছে সংকট

খন রঞ্জন রায়

: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রান্তরজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী ও তার শাখা-প্রশাখা। কৃষিপ্রধান বাংলাদেশের সেচ কাজের জন্য নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নদীকে উপজীব্য করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে। নদী ও তার আশপাশের মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরে দেশের বিশিষ্ট সাহিত্যিকের কলমে রচিত হয়েছে তাদের জীবনগাথা। ‘তিতাস একটি নদীর নাম’ কাঁদো নদী কাঁদো, ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য।

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক তার আত্মপরিচয় দিতে গিয়ে এ দেশের নদীর কথা বলেছেন কবিতায়- ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলিপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরো শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? কবির হিসাব ধরলে তেরো শত নদীর এই বাংলাদেশ। মঙ্গলকাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে। ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্য হাজারো নদী এ দেশের ইতিহাসকে করেছে সমৃদ্ধ। নদীগুলো এ দেশকে করেছে সৌন্দর্যময়, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা। শ্যামল মাটির অঙ্গে এ নদীগুলো এ দেশের প্রাণ। হাজারও গানের উপজীব্য নদী। ‘এই পদ্মা এই মেঘনা, এই যমুনা সুরমানদী তটে/ আমার রাখাল মন গান গেয়ে যায়/ এ আমার দেশ / এ আমার প্রেম/ আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে...। নদীকে কেন্দ্র করে এমন সমৃদ্ধ গানের সংখ্যা অনেক। কবিতা তো নদীকে আরেক রূপ দিয়েছে।

চিত্রশিল্পে নদী, নদীর বুকে পাল তোলা নাও, নদীর ঢেউ, নদী ও নারীর ছবি এঁেকছেন চিত্রশিল্পীরা। এ দেশের নদীর পাড়ের দৃশ্য পর্যটকদের মন কাড়ে। নদীর কাছে প্রেরণা আছে, অফুরন্ত রূপ আছে, রূপের মহিমা আছে। তাই তো নদীতে নৌকার মাঝি আপন মনে গেয়ে ওঠেন ভাটিয়ালি, মারফতি আর মুর্শিদি গান। পদ্মা নদী নিয়ে বিখ্যাত গান রচনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- ‘পদ্মার ঢেউ রে / মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে...। বিখ্যাত গানের শিল্পী আবদুল আলীম গাইলেন- সর্বনাশা পদ্মা নদী/ তোর কাছে শুধাই / বল আমাদের তোর কিরে আর / কূলকিনারা নাই।’

ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, প্রাণস্পন্দনের নদী আর খালবিলের অনেকগুলোই এখন মৃত। প্রাকৃতিক কারণে নয়, মানুষের কারণে এসব মৃত। অবশিষ্ট আছে যেসব ধারা বা জলা সেগুলো কেবল বর্ষাকালে জেগে ওঠে, হাঁটুজল থাকে। বৈশাখে তারা একেবারেই মৃত। অথচ সহ¯্র সহ¯্র বছর ধরে বাঙালির জীবন-সমাজ-সংস্কৃতি-ঐতিহ্য ও অর্থনীতিতে নদীই প্রধান ভূমিকা পালন করে। বাঙালির গ্রাম-গঞ্জ শহরগুলোও নদীর পাড়ে পাড়ে, বারো মাসে তেরো পার্বণের রসদ বয়ে নিয়ে আনে নদী। নদী যাতায়াতের পথ ও নদী মাল পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থনীতিকে রাখে সচল। নদী কেবল আমাদের দেহের খাদ্যই দেয় না; মনের খাদ্যের জোগানও দিয়ে থাকে। নদীর স্নেহ-মমতা, ভালবাসা, শাসন-শোষণ জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের শৈশব-কৈশোরে, জীবন-যৌবনে। নদীর চোখের সামনেই বেড়ে উঠেছে অসংখ্য মানুষ। নদী থেকে প্রাপ্ত সম্পদ মাছ আমাদের প্রধান খাদ্য।

বাঙালির মাছে ভাতে জীবন। এই মাছ ও ভাত উভয়ই আনে নদী। বাঙালি তাই জ্ঞান হওয়ামাত্র সবার আগে যাকে চেনে সে নদী। বাংলাদেশে এমন কিছু নদী আছে যার তুলনা নেই সারা বিশ্বে। পদ্মা, মেঘনা, যমুনা। এই তিনটি নদীর বিশালত্ব পুরো বাংলাকেই আলাদা অঞ্চলে ভাগ করে দিয়েছে। পদ্মার পশ্চিমে পশ্চিমবঙ্গ, দক্ষিণে দক্ষিণবঙ্গ, উত্তরে উত্তরবঙ্গ। যমুনার পূর্বে মধ্যবঙ্গ, মেঘনার পূর্বে পূর্ববঙ্গ। অতীতে এসব এলাকার নানা নাম ছিলো যথা রাঢ়, গৌড়, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, হরিকেল, সমতট ইত্যাদি। এখন এসব এলাকা ভারত ও বাংলাদেশের অংশ। কিছু অংশ রাজ্যেও বিভক্ত।

ভৌগোলিকভাবে বাংলাদেশের প্রায় ৬৪টি জেলাই একটি আরেকটির সঙ্গে ছোট-বড় নদী দ্বারা সংযুক্ত। বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। স্বাধীনতার পর বিআইডব্লিউটিএ যে জরিপ করে, তাতে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। দেশের মোট আয়তনের ৭ শতাংশ। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে দেখা যায়, দেশের নৌপথের দৈর্ঘ্য হচ্ছে মাত্র চার হাজার কিলোমিটার। শুষ্ক মৌসুমে তা আরও নিচে নেমে আসে। ইতোমধ্যে হারিয়ে গেছে দেশের ২০ হাজার কিলোমিটার নদীপথ। নদী বোবা। তাদের ভাষা নেই। তারা তাদের দুরবস্থার কথা বলতে পারে না। মানুষই মেরে ফেলছে নদীগুলোকে। দেশের প্রতিটি নদীই মানুষের আক্রমণের শিকার। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপে নদী তার গতি ও ছন্দ হারিয়ে ফেলছে। এগুলো স্রোতহীন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। রূপসী বাংলার অমর কবি জীবনান্দ দাশের অমর কবিতা ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে।’ সেই ধানসিঁড়ি নদীটি কেবল কবিতায় আছে। চর পরে ভরাট হয়েছে তার দেহ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদও অধিকাংশ স্থানে তার নাব্য হারিয়েছে। নদীগুলোর উজানে মানবসৃষ্ট বাধার জন্য নদীর প্রবাহ কমে যাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। সারা দেশে অনেক নদীতে সেতু নির্মাণ করে নদী প্রবাহে বাধা দেয়া হচ্ছে, আর তাতেই ভরাটের সুযোগ তৈরি হয়েছে।

পৃথিবীর উন্নত, স্বল্পোন্নত, মধ্য-উন্নত প্রতিটি দেশে জাতীয়, আঞ্চলিক নির্বাচনে বয়ে আনে কল্যাণ। আমাদের দেশে নির্বাচনে সস্তায় জনপ্রিয়তা অর্জনে প্রয়োজনে অপ্রয়োজনে নদী-নালায়, খালে-বিলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করা হয়। পারলে নদীতে কার্পেট/লালগালিচা বিছিয়ে ভোটে জয়লাভ করতে দ্বিধাবোধ করে না। ১৯১২ সালে পাবনার পাকশি ও কুষ্টিয়ার ভেড়ামারার মধ্যে ১৮০০ মিটার দৈর্ঘ্য হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণকালে নদী শাসন প্রকল্পে দুই পার্শ্বে ৪২৭ মিটার নদীর কূল ভরাট করা হয়। সংকুচিত করা হয়েছিল প্রমত্তা পদ্মাকে। নদীশাসনের নামে দুই পার ভরাট আর স্লুইস গেইট বসানোতে ভারত থেকে শুষ্ক মৌসুমে কাঁদতে থাকে জলবিহীন চোখে পদ্মা। তার বুকে জমা পড়েছে বালু আর পলি। কোথাও কোথাও হারিয়েছে নাব্য। নৌযান চলাচল বিঘ্নিতপ্রায়। আবার কোথাও কোথাও ভেঙে নিয়ে যাচ্ছে মানুষের বসতি, স্থাপনা কলকারখানা। অববাহিকার প্রায় এক কোটি লোকের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। পদ্মা শুকিয়ে যে জমি উঠেছে, তা এখন নানাজনের দখলে। বিভিন্ন নদীর মরণদশা হলে ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর লাভ। দুর্বল হয়ে গেলে নদী ক্রমাগত জমিতে রূপান্তরিত হয়। তখন তা দখল করা সহজ। নদী বাঁচলে তার মূল্য টাকার অঙ্কে পরিমাপ করা যায় না; কিন্তু মরলে তার থেকে উঠে আসা জমির দাম শত হাজার কোটি টাকা হয়ে যায়। সেজন্যই নদী বিধ্বংসী উন্নয়ন ধারা বহাল রাখতে অনেকেই আগ্রহী। খোদ রাজধানীতে বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীর মৃতপ্রায় কাহিনী এখন রাষ্ট্রের মাথাব্যথার কারণ। ভৌগোলিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নদীর পানিপ্রবাহের ওপরই বদ্বীপ বাংলাদেশের জন্ম, নদী বিপন্ন হলে বাংলাদেশের অস্তিত্বও বিপন্ন হয়। নদী হারানোর সর্বনাশ ১-২ বছরে, ১-২ দশকে বোঝা যায় না। এর প্রভাব মহাকালের।

ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, প্রাণস্পন্দনের নদী আর খালবিলের অনেকগুলোই এখন মৃত। প্রাকৃতিক কারণে নয়, মানুষের কারণে এসব মৃত

সাম্প্রতিক সময়ে খাল-বিলে নদীতে সেতু নির্মাণ করায় পানিসম্পদ ব্যবস্থায় মানবসৃষ্ট পরিবর্তন সংঘটিত হচ্ছে। প্রাকৃতিক পানি চক্র বাধাগ্রস্ত হচ্ছে। এতে পানির গুণগত মান ও প্রাপ্যতা কমে যাচ্ছে; লবণাক্ততা বেড়ে যাচ্ছে। মিঠা পানির স্বল্পতা ক্রমেই বাড়ছে। এক্ষেত্রে নদী বা জলাশয়ে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করতে দেয়া যাবে না। কারিগরিভাবে পরিকল্পনা প্রণয়ন সম্ভব হয় কিন্তু প্রশাসনিকভাবেই এর নিশ্চয়তা দেয়া যায় না। বিশ্ব পরিস্থিতির কারণে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ওপর ক্রমে চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নকে সহায়তার জন্য সরকারের আন্তরিকতায় প্রণীত হয়েছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০।

বাংলাদেশের নদী, নদীপথ, মানুষের জীবন-জীবিকার গতিপথ অনেকখানি বদলে গেছে। হারিয়ে গেছে প্রাচীন ঐতিহ্য। ইতিহাস হয়েছে নদী সম্পর্কিত গল্প আর কল্পকাহিনী। এরপরও মন্দের ভালো, আমরা শুরু করতে পেরেছি। নদীর গতিপথ ফিরে আনার চেষ্টা করা হচ্ছে।

[লেখক : উন্নয়নকর্মী]

সর্বজনীন শিক্ষার বলয়ের বাইরে আদিবাসীরা : অন্তর্ভুক্তির লড়াইয়ে বৈষম্যের দেয়াল

শোনার গান, দেখার টান : অনুভূতির ভোঁতা সময়

ছবি

ছিন্নপত্রে বাংলাদেশের প্রকৃতি ও রবীন্দ্র চেতনা

ভেতরের অদৃশ্য অপরাধ : সমাজের বিপন্ন মানসিকতা

দারিদ্র্য ও বৈষম্য নিরসনে খাসজমি ও জলার গুরুত্ব

অবহেলিত কৃষক ও বাজার ব্যবস্থার বৈষম্য

রাক্ষুসে মাছের দাপটে বিপন্ন দেশীয় মাছ : করণীয় কী?

বজ্রপাতের আতঙ্কে জনজীবন

তাহলে কি ঘৃণায় ছেয়ে যাবে দেশ, মানবজমিন রইবে পতিত

কর্পোরেট ও ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা

‘রাখাইন করিডর’ : একটি ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

ভিন্নমতের ভয়, নির্বাচনের দোলাচল ও অন্তর্বর্তী সরকারের কৌশলী অবস্থান

সমুদ্রসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা

কৃষি শিক্ষা হোক উদ্যোক্তা গড়ার মাধ্যম

রঙ্গব্যঙ্গ : কোটের কেবল রং বদলায়

মে দিবসের চেতনা বনাম বাস্তবতা

শ্রম আইন ও অধিকার প্রতিষ্ঠায় চাই আন্তরিকতা

বাসযোগ্যতা সূচকে ঢাকা কেন এত পিছিয়ে

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল : নিরাপদ যাত্রার প্রত্যাশা

কর ফাঁকি : অর্থনীতির জন্য এক অশনি সংকেত

১৯৯১ সালের ঘূর্ণিঝড় : উপকূলীয় সুরক্ষার শিক্ষা

যখন নদীগুলো অস্ত্র হয়ে ওঠে

বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান উন্নয়নে গবেষণা ও উদ্ভাবন

বজ্রপাত ও তালগাছ : প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা

কুষ্ঠ ও বৈষম্য : মানবাধিকারের প্রশ্নে একটি অবহেলিত অধ্যায়

ছবি

প্রান্তজনের বাংলাদেশ

অতীতের ছায়ায় নতুন বাংলাদেশ : দুর্নীতি, উগ্রপন্থা ও সরকারের দায়

সাইবার নিরাপত্তা : অদৃশ্য যুদ্ধের সামনে আমাদের প্রস্তুতি

ছবি

বাহান্নর গর্ভে জন্ম নেয়া এক ঝড়ের পাখি

প্রবাসী শ্রমিক : অর্থের যন্ত্র নয়, রাষ্ট্রের সহযোদ্ধা

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ

ভোগবাদের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের জলবায়ু বার্তা

রম্যগদ্য : হাসি নিষেধ...

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন : দাবি ও সমাধানের পথ

সিরিয়ার পতন কিভাবে আমেরিকার স্বার্থকে হুমকিতে ফেলছে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : বিকল্প রাষ্ট্রচিন্তার সন্ধানে

tab

উপ-সম্পাদকীয়

সেতু-কালভার্টে নদীপথে বাড়ছে সংকট

খন রঞ্জন রায়

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রান্তরজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী ও তার শাখা-প্রশাখা। কৃষিপ্রধান বাংলাদেশের সেচ কাজের জন্য নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নদীকে উপজীব্য করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে। নদী ও তার আশপাশের মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরে দেশের বিশিষ্ট সাহিত্যিকের কলমে রচিত হয়েছে তাদের জীবনগাথা। ‘তিতাস একটি নদীর নাম’ কাঁদো নদী কাঁদো, ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য।

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক তার আত্মপরিচয় দিতে গিয়ে এ দেশের নদীর কথা বলেছেন কবিতায়- ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলিপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরো শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? কবির হিসাব ধরলে তেরো শত নদীর এই বাংলাদেশ। মঙ্গলকাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে। ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্য হাজারো নদী এ দেশের ইতিহাসকে করেছে সমৃদ্ধ। নদীগুলো এ দেশকে করেছে সৌন্দর্যময়, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা। শ্যামল মাটির অঙ্গে এ নদীগুলো এ দেশের প্রাণ। হাজারও গানের উপজীব্য নদী। ‘এই পদ্মা এই মেঘনা, এই যমুনা সুরমানদী তটে/ আমার রাখাল মন গান গেয়ে যায়/ এ আমার দেশ / এ আমার প্রেম/ আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে...। নদীকে কেন্দ্র করে এমন সমৃদ্ধ গানের সংখ্যা অনেক। কবিতা তো নদীকে আরেক রূপ দিয়েছে।

চিত্রশিল্পে নদী, নদীর বুকে পাল তোলা নাও, নদীর ঢেউ, নদী ও নারীর ছবি এঁেকছেন চিত্রশিল্পীরা। এ দেশের নদীর পাড়ের দৃশ্য পর্যটকদের মন কাড়ে। নদীর কাছে প্রেরণা আছে, অফুরন্ত রূপ আছে, রূপের মহিমা আছে। তাই তো নদীতে নৌকার মাঝি আপন মনে গেয়ে ওঠেন ভাটিয়ালি, মারফতি আর মুর্শিদি গান। পদ্মা নদী নিয়ে বিখ্যাত গান রচনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- ‘পদ্মার ঢেউ রে / মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে...। বিখ্যাত গানের শিল্পী আবদুল আলীম গাইলেন- সর্বনাশা পদ্মা নদী/ তোর কাছে শুধাই / বল আমাদের তোর কিরে আর / কূলকিনারা নাই।’

ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, প্রাণস্পন্দনের নদী আর খালবিলের অনেকগুলোই এখন মৃত। প্রাকৃতিক কারণে নয়, মানুষের কারণে এসব মৃত। অবশিষ্ট আছে যেসব ধারা বা জলা সেগুলো কেবল বর্ষাকালে জেগে ওঠে, হাঁটুজল থাকে। বৈশাখে তারা একেবারেই মৃত। অথচ সহ¯্র সহ¯্র বছর ধরে বাঙালির জীবন-সমাজ-সংস্কৃতি-ঐতিহ্য ও অর্থনীতিতে নদীই প্রধান ভূমিকা পালন করে। বাঙালির গ্রাম-গঞ্জ শহরগুলোও নদীর পাড়ে পাড়ে, বারো মাসে তেরো পার্বণের রসদ বয়ে নিয়ে আনে নদী। নদী যাতায়াতের পথ ও নদী মাল পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থনীতিকে রাখে সচল। নদী কেবল আমাদের দেহের খাদ্যই দেয় না; মনের খাদ্যের জোগানও দিয়ে থাকে। নদীর স্নেহ-মমতা, ভালবাসা, শাসন-শোষণ জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের শৈশব-কৈশোরে, জীবন-যৌবনে। নদীর চোখের সামনেই বেড়ে উঠেছে অসংখ্য মানুষ। নদী থেকে প্রাপ্ত সম্পদ মাছ আমাদের প্রধান খাদ্য।

বাঙালির মাছে ভাতে জীবন। এই মাছ ও ভাত উভয়ই আনে নদী। বাঙালি তাই জ্ঞান হওয়ামাত্র সবার আগে যাকে চেনে সে নদী। বাংলাদেশে এমন কিছু নদী আছে যার তুলনা নেই সারা বিশ্বে। পদ্মা, মেঘনা, যমুনা। এই তিনটি নদীর বিশালত্ব পুরো বাংলাকেই আলাদা অঞ্চলে ভাগ করে দিয়েছে। পদ্মার পশ্চিমে পশ্চিমবঙ্গ, দক্ষিণে দক্ষিণবঙ্গ, উত্তরে উত্তরবঙ্গ। যমুনার পূর্বে মধ্যবঙ্গ, মেঘনার পূর্বে পূর্ববঙ্গ। অতীতে এসব এলাকার নানা নাম ছিলো যথা রাঢ়, গৌড়, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, হরিকেল, সমতট ইত্যাদি। এখন এসব এলাকা ভারত ও বাংলাদেশের অংশ। কিছু অংশ রাজ্যেও বিভক্ত।

ভৌগোলিকভাবে বাংলাদেশের প্রায় ৬৪টি জেলাই একটি আরেকটির সঙ্গে ছোট-বড় নদী দ্বারা সংযুক্ত। বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। স্বাধীনতার পর বিআইডব্লিউটিএ যে জরিপ করে, তাতে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। দেশের মোট আয়তনের ৭ শতাংশ। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে দেখা যায়, দেশের নৌপথের দৈর্ঘ্য হচ্ছে মাত্র চার হাজার কিলোমিটার। শুষ্ক মৌসুমে তা আরও নিচে নেমে আসে। ইতোমধ্যে হারিয়ে গেছে দেশের ২০ হাজার কিলোমিটার নদীপথ। নদী বোবা। তাদের ভাষা নেই। তারা তাদের দুরবস্থার কথা বলতে পারে না। মানুষই মেরে ফেলছে নদীগুলোকে। দেশের প্রতিটি নদীই মানুষের আক্রমণের শিকার। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপে নদী তার গতি ও ছন্দ হারিয়ে ফেলছে। এগুলো স্রোতহীন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। রূপসী বাংলার অমর কবি জীবনান্দ দাশের অমর কবিতা ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে।’ সেই ধানসিঁড়ি নদীটি কেবল কবিতায় আছে। চর পরে ভরাট হয়েছে তার দেহ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদও অধিকাংশ স্থানে তার নাব্য হারিয়েছে। নদীগুলোর উজানে মানবসৃষ্ট বাধার জন্য নদীর প্রবাহ কমে যাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। সারা দেশে অনেক নদীতে সেতু নির্মাণ করে নদী প্রবাহে বাধা দেয়া হচ্ছে, আর তাতেই ভরাটের সুযোগ তৈরি হয়েছে।

পৃথিবীর উন্নত, স্বল্পোন্নত, মধ্য-উন্নত প্রতিটি দেশে জাতীয়, আঞ্চলিক নির্বাচনে বয়ে আনে কল্যাণ। আমাদের দেশে নির্বাচনে সস্তায় জনপ্রিয়তা অর্জনে প্রয়োজনে অপ্রয়োজনে নদী-নালায়, খালে-বিলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করা হয়। পারলে নদীতে কার্পেট/লালগালিচা বিছিয়ে ভোটে জয়লাভ করতে দ্বিধাবোধ করে না। ১৯১২ সালে পাবনার পাকশি ও কুষ্টিয়ার ভেড়ামারার মধ্যে ১৮০০ মিটার দৈর্ঘ্য হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণকালে নদী শাসন প্রকল্পে দুই পার্শ্বে ৪২৭ মিটার নদীর কূল ভরাট করা হয়। সংকুচিত করা হয়েছিল প্রমত্তা পদ্মাকে। নদীশাসনের নামে দুই পার ভরাট আর স্লুইস গেইট বসানোতে ভারত থেকে শুষ্ক মৌসুমে কাঁদতে থাকে জলবিহীন চোখে পদ্মা। তার বুকে জমা পড়েছে বালু আর পলি। কোথাও কোথাও হারিয়েছে নাব্য। নৌযান চলাচল বিঘ্নিতপ্রায়। আবার কোথাও কোথাও ভেঙে নিয়ে যাচ্ছে মানুষের বসতি, স্থাপনা কলকারখানা। অববাহিকার প্রায় এক কোটি লোকের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। পদ্মা শুকিয়ে যে জমি উঠেছে, তা এখন নানাজনের দখলে। বিভিন্ন নদীর মরণদশা হলে ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর লাভ। দুর্বল হয়ে গেলে নদী ক্রমাগত জমিতে রূপান্তরিত হয়। তখন তা দখল করা সহজ। নদী বাঁচলে তার মূল্য টাকার অঙ্কে পরিমাপ করা যায় না; কিন্তু মরলে তার থেকে উঠে আসা জমির দাম শত হাজার কোটি টাকা হয়ে যায়। সেজন্যই নদী বিধ্বংসী উন্নয়ন ধারা বহাল রাখতে অনেকেই আগ্রহী। খোদ রাজধানীতে বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীর মৃতপ্রায় কাহিনী এখন রাষ্ট্রের মাথাব্যথার কারণ। ভৌগোলিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নদীর পানিপ্রবাহের ওপরই বদ্বীপ বাংলাদেশের জন্ম, নদী বিপন্ন হলে বাংলাদেশের অস্তিত্বও বিপন্ন হয়। নদী হারানোর সর্বনাশ ১-২ বছরে, ১-২ দশকে বোঝা যায় না। এর প্রভাব মহাকালের।

ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, প্রাণস্পন্দনের নদী আর খালবিলের অনেকগুলোই এখন মৃত। প্রাকৃতিক কারণে নয়, মানুষের কারণে এসব মৃত

সাম্প্রতিক সময়ে খাল-বিলে নদীতে সেতু নির্মাণ করায় পানিসম্পদ ব্যবস্থায় মানবসৃষ্ট পরিবর্তন সংঘটিত হচ্ছে। প্রাকৃতিক পানি চক্র বাধাগ্রস্ত হচ্ছে। এতে পানির গুণগত মান ও প্রাপ্যতা কমে যাচ্ছে; লবণাক্ততা বেড়ে যাচ্ছে। মিঠা পানির স্বল্পতা ক্রমেই বাড়ছে। এক্ষেত্রে নদী বা জলাশয়ে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করতে দেয়া যাবে না। কারিগরিভাবে পরিকল্পনা প্রণয়ন সম্ভব হয় কিন্তু প্রশাসনিকভাবেই এর নিশ্চয়তা দেয়া যায় না। বিশ্ব পরিস্থিতির কারণে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ওপর ক্রমে চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নকে সহায়তার জন্য সরকারের আন্তরিকতায় প্রণীত হয়েছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০।

বাংলাদেশের নদী, নদীপথ, মানুষের জীবন-জীবিকার গতিপথ অনেকখানি বদলে গেছে। হারিয়ে গেছে প্রাচীন ঐতিহ্য। ইতিহাস হয়েছে নদী সম্পর্কিত গল্প আর কল্পকাহিনী। এরপরও মন্দের ভালো, আমরা শুরু করতে পেরেছি। নদীর গতিপথ ফিরে আনার চেষ্টা করা হচ্ছে।

[লেখক : উন্নয়নকর্মী]

back to top