alt

মতামত » উপ-সম্পাদকীয়

শিশুমৃত্যু রোধে করণীয় কী

প্রশান্ত কুমার বর্মন

: বুধবার, ২৪ জুলাই ২০২৪

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু পরবর্তী প্রজন্মের এই কর্ণধারের প্রতি আমরা কতটুকু সচেতন? কিংবা আমরা এই বিষয়ে আদৌও সজাগ কিনা? কিন্তু দেশের শিশুমৃত্যুর হার তা আমাদেরকে স্পষ্টভাবে ভয়ানক পরিস্থিতির অভিব্যক্তি দেয়। নবজাতকের মৃত্যু যেন কোনো ভাবেই থামছে না। আর এর যথাযথ কারণ হিসেবে আমরা উপলব্দি করতে পারি যে বাল্যবিবাহ শিশুমৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। কারণ অপরিণত বয়সে কোনো মেয়ের বিয়ে হলে আবার অপ্রাপ্ত বয়সেই সন্তান সন্তানাদি প্রসব করে যা গর্ভের শিশু ও মায়ের জন্য অত্যধিক ঝুঁকিপূর্ণ। পিতা- মাতার অজ্ঞতা-অবহেলা, সামাজিক কুসংস্কার কিংবা ভুল চিকিৎসা ব্যবস্থার জন্য নবজাতকের মৃতু্যুর অনেক ঘটনা ঘটছে। তাই শিশুমৃত্যুর জন্য মূলত বাল্যবিবাহ এবং পরিবারের অসচেতনতা দায়ী।

কোনো মেয়ের গর্ভধারণের সময় থেকে সন্তান প্রসব করার পর পর্যন্ত ধাপকে মাতৃত্বকালীন সময় বলে। এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ গর্ভধারণের এই সময়ে মায়ের অসাবধানতা এবং প্রসূতি বিষয়ে অজ্ঞতা মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। গর্ভের সন্তানের নিরাপত্তার দায়দায়িত্ব এবং মায়ের স্বাস্থ্যসেবা, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণসহ আরও অনেক কার্যাবলীতে প্রত্যেক প্রসূতি মায়ের খেয়াল রাখা উচিত। এই ধাপে কোনো মায়ের গুরুতর সমস্যা অর্থ হলো তার গর্ভের সন্তানের জন্যও তা ঝুঁকিপূর্ণ।

শিশুর উত্তম স্বাস্থ্য নিশ্চিত করার জন্য মায়ের গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা আবশ্যক। কিন্তু অনেক সময় পরিবারের অন্যান্য সদস্যরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় না কিংবা অর্থসংকটে তা এড়িয়ে যায়। ফলে জন্ম নেয়া শিশুটি নিরাপদ খাদ্যের অভাবে মৃত্যুঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করেন। অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে মায়ের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। পুষ্টিহীনতা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে। অনেক সময় মায়ের অপুষ্টি কিংবা প্রতিবন্ধী হওয়ার ফলে শিশুর স্বাস্থ্য ঝুঁকিটা বেশি হয়ে থাকে। মায়ের দুধ খাওয়ানোর সঙ্গেও শিশু মৃত্যুর সম্পর্ক রয়েছে। কাজেই তাদেরকে বিশেষ নজরে রাখতে হবে। শিশু স্বাস্থ্যের প্রতি অবহেলাই শিশু মৃত্যুর কারণ। এক বিশেষ জরীপে দেখা গিয়েছে বাংলাদেশে প্রতি দশজন শিশুর মধ্যে সাতজন শিশু উপযুক্ত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকে। তাই শিশুর গর্ভধারণের শুরু থেকে ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত নিরাপদ খাদ্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশের শিশুমৃত্যুর পরিসংখ্যান মতে- প্রায় ২৪ শতাংশ শিশুর মৃত্যু ঘটে নিউমোনিয়ায়, অপরিণত বয়স ও স্বল্প ওজনের হওয়ায় মৃত্যু হয় ২২ শতাংশ শিশুর এবং জন্মের সময় শ্বাস কষ্ট হয়ে মারা যায় ১৮ শতাংশ শিশু। এছাড়াও আঘাত, পানিতে ডুবে ও ডায়রিয়ায় মারা যায় প্রায় ৩৬ শতাংশ শিশু যা দেশের জন্য অশুভ সংবাদ। দেশে পাঁচ বছরের কম বয়সে শিশুমৃত্যু হার যেন ক্রনশই বাড়ছে। বাংলাদেশে শিশুমৃত্যুর হারের প্রায় অর্ধেক শিশু মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যেই। অপরিণত জন্ম, কম ওজন, জন্মগত বিভিন্ন ত্রুটি নবজাতকের মৃত্যুর প্রধান কারণ।

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, নবজাতকের মৃত্যুর হার বাংলাদেশে হাজারে ১৭ জনের যেখানে শ্রীলঙ্কায় ৭ জন ও মালদ্বীপে ১১ জন। ভুটানে ও আলজেরিয়াতে এই হার ১৬ জন। পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হারও বাংলাদেশেই বেশি। প্রতি হাজারে ৩১ জন শিশু মারা যায় সেখানে ভুটান, শ্রীলংকা ও মরক্কোতে মারা যায় পরস্পর ২৯, ১১, এবং ১৮ জন। এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে প্রতিদিন ৩৭ জন শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশের প্রায় অনেক গ্রামগঞ্জে এখনও কুসংস্কার ও পুরোনো সামাজিক প্রথা অনুসরণ করে সন্তানাদি প্রসব হয়। কিংবা অজ্ঞ স্বাস্থ্যকর্মীর সহায়তায় নবজাতক এই শিশুটি মৃত্যু ঝুঁকি নিয়ে জন্ম নেয়। ইদানিং সিজারের প্রকোপটা বেশ বেড়েই চলছে। অনেক সময় সিজারে মৃত্যুর ঘটনাও ঘটে। শিশুদের মধ্যে যেখানে ২০১৭ সালে মায়ের দুধ পান করানো হতো ৬৫ শতাংশ সেখানে বর্তমানে তা কমে হয়েছে ৫০ শতাংশ। প্রত্যেক শিশুকে মায়ের বুকে দুধ পান করানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশের সব মৃত্যুবরণ করা নবজাতকের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মারা যায় প্রসব শুরু হওয়ার পর এবং বাকি অর্ধেক মারা যায় ২৮ সপ্তাহ থেকে প্রসবক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত।

আমরা জাতি হিসেবে কবে সচেতন হবো? এজন্য গ্রামের দরিদ্র লোকজনের সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবা বাড়াতে জোর দেয়া অতি আবশ্যক। নবজাতকের মৃত্যুহার কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে দেশের প্রায় সব জেলার হাসপাতাল এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতি সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। গণসচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এক্ষেত্রে গ্রাম কিংবা শহরে সভা ও সেমিনার আয়োজন করার মাধ্যমে আত্ম উন্নয়নমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে। ফলে সচেতন নাগরিক হিসেবে আমরা মাতৃত্বকালীন শিশুমৃত্যু অনেকাংশেই হ্রাস করতে পারবো।

[লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়]

আগুনের ছাইয়ে কলমের আলো

বিগ বাউন্স শেষে বিগ ক্রাঞ্চের পথে ব্রহ্মাণ্ড

সংস্কৃতি চর্চা: শিকড়, সংকট ও আগ্রাসন

শোষণ ও বৈষম্যমুক্ত কারাব্যবস্থার প্রত্যাশা

ছবি

প্রসঙ্গ: ডিজিটাল প্রবেশগম্যতা

ছবি

খালেদা জিয়া, কাছে ও দূর থেকে দেখা

মানবসভ্যতা ও প্রাণিকল্যাণ

বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা

ছবি

ইরানের ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চ্যালেঞ্জের মুখোমুখী

ফুল ও মৌমাছির গণিতে কৃষির প্রতিচ্ছবি

দুর্নীতির ঐকিক নিয়ম

‘বিয়ার রাতেই বিড়াল মারো...’

তেল-উত্তর আরব: অর্থনৈতিক বৈচিত্র্য ও রাজনৈতিক রূপান্তর

ভোটের মনস্তত্ত্ব: বাংলাদেশে রাজনৈতিক সামাজিকীকরণ ও ভোটার মানস

প্রতিবেশী যদি বাড়িতে যাওয়ার রাস্তা না দেন

চাপে অর্থনীতি, সন্ধিক্ষণে রাষ্ট্র

মনোনয়নপত্র বাতিলের পরে বৈধতা পাওয়া

চিকিৎসাসেবায় ভেন্টিলেটর ও লাইফ সাপোর্ট

রেশম: এক ঐতিহ্য, এক সম্ভাবনার অবসান

প্রযুক্তিযুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ

যেভাবে বদলেছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

ছবি

খোলা হাওয়া, তেজি বৃষ্টি এবং ঝকঝকে রোদ

কৃষি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

তেলের বিনিময়ে সার্বভৌমত্ব

নির্বাচনী ইশতেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

মহাকাশে বিস্ময়কর মহাকাশ

টেংরাটিলা ট্র্যাজেডি : ক্ষতিপূরণহীন এক বিপর্যয়

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ -এর নমুনা

শীতের নীরব আঘাত

ভোটে ইসলামী জোট

আইনের শাসন কি উপেক্ষিতই থাকবে?

মাঠের মাইক নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই নির্ধারিত হচ্ছে নেতৃত্ব

ভূমিকম্প ঝুঁকি, নিরাপত্তা ও আমাদের করণীয়

“ফিজ-না-ফিজ...”

বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা

এলপিজি সংকট

tab

মতামত » উপ-সম্পাদকীয়

শিশুমৃত্যু রোধে করণীয় কী

প্রশান্ত কুমার বর্মন

বুধবার, ২৪ জুলাই ২০২৪

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু পরবর্তী প্রজন্মের এই কর্ণধারের প্রতি আমরা কতটুকু সচেতন? কিংবা আমরা এই বিষয়ে আদৌও সজাগ কিনা? কিন্তু দেশের শিশুমৃত্যুর হার তা আমাদেরকে স্পষ্টভাবে ভয়ানক পরিস্থিতির অভিব্যক্তি দেয়। নবজাতকের মৃত্যু যেন কোনো ভাবেই থামছে না। আর এর যথাযথ কারণ হিসেবে আমরা উপলব্দি করতে পারি যে বাল্যবিবাহ শিশুমৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। কারণ অপরিণত বয়সে কোনো মেয়ের বিয়ে হলে আবার অপ্রাপ্ত বয়সেই সন্তান সন্তানাদি প্রসব করে যা গর্ভের শিশু ও মায়ের জন্য অত্যধিক ঝুঁকিপূর্ণ। পিতা- মাতার অজ্ঞতা-অবহেলা, সামাজিক কুসংস্কার কিংবা ভুল চিকিৎসা ব্যবস্থার জন্য নবজাতকের মৃতু্যুর অনেক ঘটনা ঘটছে। তাই শিশুমৃত্যুর জন্য মূলত বাল্যবিবাহ এবং পরিবারের অসচেতনতা দায়ী।

কোনো মেয়ের গর্ভধারণের সময় থেকে সন্তান প্রসব করার পর পর্যন্ত ধাপকে মাতৃত্বকালীন সময় বলে। এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ গর্ভধারণের এই সময়ে মায়ের অসাবধানতা এবং প্রসূতি বিষয়ে অজ্ঞতা মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। গর্ভের সন্তানের নিরাপত্তার দায়দায়িত্ব এবং মায়ের স্বাস্থ্যসেবা, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণসহ আরও অনেক কার্যাবলীতে প্রত্যেক প্রসূতি মায়ের খেয়াল রাখা উচিত। এই ধাপে কোনো মায়ের গুরুতর সমস্যা অর্থ হলো তার গর্ভের সন্তানের জন্যও তা ঝুঁকিপূর্ণ।

শিশুর উত্তম স্বাস্থ্য নিশ্চিত করার জন্য মায়ের গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা আবশ্যক। কিন্তু অনেক সময় পরিবারের অন্যান্য সদস্যরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় না কিংবা অর্থসংকটে তা এড়িয়ে যায়। ফলে জন্ম নেয়া শিশুটি নিরাপদ খাদ্যের অভাবে মৃত্যুঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করেন। অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে মায়ের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। পুষ্টিহীনতা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে। অনেক সময় মায়ের অপুষ্টি কিংবা প্রতিবন্ধী হওয়ার ফলে শিশুর স্বাস্থ্য ঝুঁকিটা বেশি হয়ে থাকে। মায়ের দুধ খাওয়ানোর সঙ্গেও শিশু মৃত্যুর সম্পর্ক রয়েছে। কাজেই তাদেরকে বিশেষ নজরে রাখতে হবে। শিশু স্বাস্থ্যের প্রতি অবহেলাই শিশু মৃত্যুর কারণ। এক বিশেষ জরীপে দেখা গিয়েছে বাংলাদেশে প্রতি দশজন শিশুর মধ্যে সাতজন শিশু উপযুক্ত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকে। তাই শিশুর গর্ভধারণের শুরু থেকে ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত নিরাপদ খাদ্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশের শিশুমৃত্যুর পরিসংখ্যান মতে- প্রায় ২৪ শতাংশ শিশুর মৃত্যু ঘটে নিউমোনিয়ায়, অপরিণত বয়স ও স্বল্প ওজনের হওয়ায় মৃত্যু হয় ২২ শতাংশ শিশুর এবং জন্মের সময় শ্বাস কষ্ট হয়ে মারা যায় ১৮ শতাংশ শিশু। এছাড়াও আঘাত, পানিতে ডুবে ও ডায়রিয়ায় মারা যায় প্রায় ৩৬ শতাংশ শিশু যা দেশের জন্য অশুভ সংবাদ। দেশে পাঁচ বছরের কম বয়সে শিশুমৃত্যু হার যেন ক্রনশই বাড়ছে। বাংলাদেশে শিশুমৃত্যুর হারের প্রায় অর্ধেক শিশু মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যেই। অপরিণত জন্ম, কম ওজন, জন্মগত বিভিন্ন ত্রুটি নবজাতকের মৃত্যুর প্রধান কারণ।

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, নবজাতকের মৃত্যুর হার বাংলাদেশে হাজারে ১৭ জনের যেখানে শ্রীলঙ্কায় ৭ জন ও মালদ্বীপে ১১ জন। ভুটানে ও আলজেরিয়াতে এই হার ১৬ জন। পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হারও বাংলাদেশেই বেশি। প্রতি হাজারে ৩১ জন শিশু মারা যায় সেখানে ভুটান, শ্রীলংকা ও মরক্কোতে মারা যায় পরস্পর ২৯, ১১, এবং ১৮ জন। এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে প্রতিদিন ৩৭ জন শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশের প্রায় অনেক গ্রামগঞ্জে এখনও কুসংস্কার ও পুরোনো সামাজিক প্রথা অনুসরণ করে সন্তানাদি প্রসব হয়। কিংবা অজ্ঞ স্বাস্থ্যকর্মীর সহায়তায় নবজাতক এই শিশুটি মৃত্যু ঝুঁকি নিয়ে জন্ম নেয়। ইদানিং সিজারের প্রকোপটা বেশ বেড়েই চলছে। অনেক সময় সিজারে মৃত্যুর ঘটনাও ঘটে। শিশুদের মধ্যে যেখানে ২০১৭ সালে মায়ের দুধ পান করানো হতো ৬৫ শতাংশ সেখানে বর্তমানে তা কমে হয়েছে ৫০ শতাংশ। প্রত্যেক শিশুকে মায়ের বুকে দুধ পান করানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশের সব মৃত্যুবরণ করা নবজাতকের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মারা যায় প্রসব শুরু হওয়ার পর এবং বাকি অর্ধেক মারা যায় ২৮ সপ্তাহ থেকে প্রসবক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত।

আমরা জাতি হিসেবে কবে সচেতন হবো? এজন্য গ্রামের দরিদ্র লোকজনের সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবা বাড়াতে জোর দেয়া অতি আবশ্যক। নবজাতকের মৃত্যুহার কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে দেশের প্রায় সব জেলার হাসপাতাল এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতি সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। গণসচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এক্ষেত্রে গ্রাম কিংবা শহরে সভা ও সেমিনার আয়োজন করার মাধ্যমে আত্ম উন্নয়নমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে। ফলে সচেতন নাগরিক হিসেবে আমরা মাতৃত্বকালীন শিশুমৃত্যু অনেকাংশেই হ্রাস করতে পারবো।

[লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়]

back to top