নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট দ্রুততম সময়ে দুই হাজার ছব্বিশে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা জরুরি। নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি দিয়ে তেমুহানী বাজার পর্যন্ত, ছাতারপাইয়া বাজার থেকে বসন্তপুর বাজার হয়ে বিরাহিমপুর বাজার, চিলাদি কমিউনিটি ক্লিনিক হাসপাতাল (মুন্সিবাড়ি মোড়) থেকে পাঁচতুফা পর্যন্ত, ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারি স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া মুন্সিবাড়ি মোড় (কমিউনিটি ক্লিনিক হাসপাতাল) হয়ে চিলাদি প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা।
ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহানী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর মানিকমুড়া রাস্তাটি জরাজীর্ণ অবস্থা। এ রাস্তার পাশে তিনটি ইটের ভাটা থাকায় মাটিবোঝাই ট্রাক ও ইটবোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন রাস্তাটি ছাতারপাইয়া উত্তরাঞ্চলবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোন কোন অংশ গর্তে পরিণত হচ্ছে এবং এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীরা। পাশাপাশি রয়েছে ছাতারপাইয়া বাজার টু ছিলাদি-তেমুহনী বাজার (মুক্তিযোদ্ধা শহীদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক সড়রের সরু ব্রিজগুলো সংস্কার জরুরি প্রয়োজন)। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর রাস্তাটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে-রাস্তায় ধুলোবালিতে পুরো গ্রামের বাড়িঘর ছেয়ে যায় এবং বর্ষায় মৌসুমে-রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়।
ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারি স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া বাড়ি মুন্সি মোড় হয়ে চিলাদি প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কটি ছাতারপাইয়ার নুরু হক চেয়ারম্যানবাড়ি সংলগ্ন, চিলাদি-দক্ষিণপাড়ার মুন্সীবাড়ি-বেপারীবাড়ি মোল্লাবাড়ি সংলগ্ন। (মধ্য ছাতারপাইয়া মজুমদারপাড়া, চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন, আলীর ‘স’ মিল/ ছাতারপাইয়া বাজার বড় জামে মসজিদ) সংলগ্নসহ বর্তমানে রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি খুবই সমস্যা সৃষ্টি করে, এছাড়া রাস্তাটি আরো বড় করা প্রয়োজন। এই সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল- কলেজ-মাদ্রাসা, বিভিন্ন অফিস-আদালত, জেলা সদর, থানা-উপজেলা সদর, ইউনিয়ন সদর, ইউনিয়ন ভূমি অফিস, কোর্ট-কাছারি ও চিলাদি, উত্তর মাহাতাবপুর, ছাতারপাইয়া মজুমদারপাড়া, তেমুহানী বাজার, পাঁচতুপা, কাবিলপুর, বসন্তপুর, ছাতারপাইয়া দিঘিরপাড়ার চলাচল করে।
সুতরাং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট দ্রুততম সময়ে দুই হাজার ছব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট সংস্কারের কাজ যথাশীঘ্রই শুরু করে এলাকাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন কর্তৃপক্ষ।
গিয়াস উদ্দিন হৃদয়
নোয়াখালী
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট দ্রুততম সময়ে দুই হাজার ছব্বিশে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা জরুরি। নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি দিয়ে তেমুহানী বাজার পর্যন্ত, ছাতারপাইয়া বাজার থেকে বসন্তপুর বাজার হয়ে বিরাহিমপুর বাজার, চিলাদি কমিউনিটি ক্লিনিক হাসপাতাল (মুন্সিবাড়ি মোড়) থেকে পাঁচতুফা পর্যন্ত, ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারি স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া মুন্সিবাড়ি মোড় (কমিউনিটি ক্লিনিক হাসপাতাল) হয়ে চিলাদি প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা।
ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহানী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর মানিকমুড়া রাস্তাটি জরাজীর্ণ অবস্থা। এ রাস্তার পাশে তিনটি ইটের ভাটা থাকায় মাটিবোঝাই ট্রাক ও ইটবোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন রাস্তাটি ছাতারপাইয়া উত্তরাঞ্চলবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোন কোন অংশ গর্তে পরিণত হচ্ছে এবং এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীরা। পাশাপাশি রয়েছে ছাতারপাইয়া বাজার টু ছিলাদি-তেমুহনী বাজার (মুক্তিযোদ্ধা শহীদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক সড়রের সরু ব্রিজগুলো সংস্কার জরুরি প্রয়োজন)। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর রাস্তাটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে-রাস্তায় ধুলোবালিতে পুরো গ্রামের বাড়িঘর ছেয়ে যায় এবং বর্ষায় মৌসুমে-রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়।
ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারি স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া বাড়ি মুন্সি মোড় হয়ে চিলাদি প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কটি ছাতারপাইয়ার নুরু হক চেয়ারম্যানবাড়ি সংলগ্ন, চিলাদি-দক্ষিণপাড়ার মুন্সীবাড়ি-বেপারীবাড়ি মোল্লাবাড়ি সংলগ্ন। (মধ্য ছাতারপাইয়া মজুমদারপাড়া, চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন, আলীর ‘স’ মিল/ ছাতারপাইয়া বাজার বড় জামে মসজিদ) সংলগ্নসহ বর্তমানে রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি খুবই সমস্যা সৃষ্টি করে, এছাড়া রাস্তাটি আরো বড় করা প্রয়োজন। এই সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল- কলেজ-মাদ্রাসা, বিভিন্ন অফিস-আদালত, জেলা সদর, থানা-উপজেলা সদর, ইউনিয়ন সদর, ইউনিয়ন ভূমি অফিস, কোর্ট-কাছারি ও চিলাদি, উত্তর মাহাতাবপুর, ছাতারপাইয়া মজুমদারপাড়া, তেমুহানী বাজার, পাঁচতুপা, কাবিলপুর, বসন্তপুর, ছাতারপাইয়া দিঘিরপাড়ার চলাচল করে।
সুতরাং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট দ্রুততম সময়ে দুই হাজার ছব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট সংস্কারের কাজ যথাশীঘ্রই শুরু করে এলাকাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন কর্তৃপক্ষ।
গিয়াস উদ্দিন হৃদয়
নোয়াখালী