বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সময়ের মধ্যে স্বল্পকালীন একটিসহ তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
এরশাদের সামরিক অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর ১৯৮২ সালে স্বামী জিয়াউর রহমানের তৈরি করা রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বভার গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮০’র দশকের সিংহভাগজুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের ফলাফল হিসেবে ১৯৯১ সালে যে জাতীয় নির্বাচন হয়, তাতে তার দল সর্বাধিক আসন পেয়ে সরকার গঠন করলে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনের প্রত্যেকটিতে পাঁচটি করে আসনে লড়ে একমাত্র অপরাজিত রাজনীতিক তিনি, যেটি তার একটি অনন্য অর্জন হিসেবে উদযাপিত তার সমর্থকদের মধ্যে। ১৯৯৪ সালে খালেদা জিয়া মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত করেন।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে। তৎকালীন বাংলা প্রদেশের অবিভক্ত দিনাজপুরে। তার জন্মস্থান এখন জলপাইগুড়িতে পড়েছে। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন চা-ব্যবসায়ী, বাড়ি নোয়াখালীতে। আর মা তৈয়বা মজুমদারের বাড়ি বর্তমান উত্তর দিনাজপুর জেলায়। খালেদা জিয়ার পরিবার ১৯৪৭-এর দেশভাগের পর বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত দিনাজপুরে চলে আসেন। ১৯৬০ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।
বুধবার, ১০ মার্চ ২০২১
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সময়ের মধ্যে স্বল্পকালীন একটিসহ তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
এরশাদের সামরিক অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর ১৯৮২ সালে স্বামী জিয়াউর রহমানের তৈরি করা রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বভার গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮০’র দশকের সিংহভাগজুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের ফলাফল হিসেবে ১৯৯১ সালে যে জাতীয় নির্বাচন হয়, তাতে তার দল সর্বাধিক আসন পেয়ে সরকার গঠন করলে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনের প্রত্যেকটিতে পাঁচটি করে আসনে লড়ে একমাত্র অপরাজিত রাজনীতিক তিনি, যেটি তার একটি অনন্য অর্জন হিসেবে উদযাপিত তার সমর্থকদের মধ্যে। ১৯৯৪ সালে খালেদা জিয়া মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত করেন।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে। তৎকালীন বাংলা প্রদেশের অবিভক্ত দিনাজপুরে। তার জন্মস্থান এখন জলপাইগুড়িতে পড়েছে। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন চা-ব্যবসায়ী, বাড়ি নোয়াখালীতে। আর মা তৈয়বা মজুমদারের বাড়ি বর্তমান উত্তর দিনাজপুর জেলায়। খালেদা জিয়ার পরিবার ১৯৪৭-এর দেশভাগের পর বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত দিনাজপুরে চলে আসেন। ১৯৬০ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।