আজ ঈদের দিন রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানীর পশু জবাই করা এবং পশুর চামড়া ছাড়াতে গিয়ে প্রায় ৫০ আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা চিকিৎসককে জানিয়েছেন অসাবধানতাবশত চাকু ও ছুড়ির আঘাতে তারা আহত হন।
৫০জনের মধ্যে ৫জনের আঘাত গুরুতর ছিল। তারা হলেন পুরনো ঢাকার তাইজুল (৩২),গোলাপবাগের মিজান ( ২৫),রামপুরার রাশেদ(২৪), এইসলামবাগের জুম্মন(২২) ও এলিফ্যান্ট রোডের নূর মোহাম্মদ(৩২)।
হাসপাতালে দায়িত্বপালনকারী পুলিশ সদস্য এস আই খান সংবাদকে এসব তথ্য জানান। চিকিৎসা নিতে আসা ৫০জনের মধ্যে ৪৫জনই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। ৫জন ৫/৬ ঘন্টা চিকিৎসাধীন ছিলেন।
বুধবার, ২১ জুলাই ২০২১
আজ ঈদের দিন রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানীর পশু জবাই করা এবং পশুর চামড়া ছাড়াতে গিয়ে প্রায় ৫০ আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা চিকিৎসককে জানিয়েছেন অসাবধানতাবশত চাকু ও ছুড়ির আঘাতে তারা আহত হন।
৫০জনের মধ্যে ৫জনের আঘাত গুরুতর ছিল। তারা হলেন পুরনো ঢাকার তাইজুল (৩২),গোলাপবাগের মিজান ( ২৫),রামপুরার রাশেদ(২৪), এইসলামবাগের জুম্মন(২২) ও এলিফ্যান্ট রোডের নূর মোহাম্মদ(৩২)।
হাসপাতালে দায়িত্বপালনকারী পুলিশ সদস্য এস আই খান সংবাদকে এসব তথ্য জানান। চিকিৎসা নিতে আসা ৫০জনের মধ্যে ৪৫জনই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। ৫জন ৫/৬ ঘন্টা চিকিৎসাধীন ছিলেন।