ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবারের এই অভিযান সামরিক হেলিকপ্টারের সহায়তায় পরিচালিত হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘বড় ধরনের ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযান’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন আক্রমণ শুরুর অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, "আমরা পদ্ধতিগতভাবে ও অটলভাবে ইরানি অক্ষের বিরুদ্ধে কাজ করছি; গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং জুডিয়া ও সামারিয়া—যেখানেই তারা তাদের হাত বিস্তৃত করেছে, সেখানেই।" ইসরায়েল ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দ ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরকে বোঝায়।
এই হামলার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলার জন্য অভিযুক্ত চরমপন্থি ইসরায়েলিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, "সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো মিলে জেনিনে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।"
এর আগে পশ্চিম তীরের ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জেনিন সংলগ্ন শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অভিযান চালায়। এই শরণার্থী শিবিরটি হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
হামাসের প্রতিক্রিয়া হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, এই অভিযানে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
এক সপ্তাহ আগেও জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও ইসরায়েলে বিভিন্ন হামলা ও পাল্টা হামলায় কয়েকশ ফিলিস্তিনি ও কয়েক ডজন ইসরায়েলি নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে পশ্চিম তীর থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করে আটক রেখেছে।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবারের এই অভিযান সামরিক হেলিকপ্টারের সহায়তায় পরিচালিত হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘বড় ধরনের ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযান’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন আক্রমণ শুরুর অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, "আমরা পদ্ধতিগতভাবে ও অটলভাবে ইরানি অক্ষের বিরুদ্ধে কাজ করছি; গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং জুডিয়া ও সামারিয়া—যেখানেই তারা তাদের হাত বিস্তৃত করেছে, সেখানেই।" ইসরায়েল ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দ ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরকে বোঝায়।
এই হামলার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলার জন্য অভিযুক্ত চরমপন্থি ইসরায়েলিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, "সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো মিলে জেনিনে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।"
এর আগে পশ্চিম তীরের ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জেনিন সংলগ্ন শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অভিযান চালায়। এই শরণার্থী শিবিরটি হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
হামাসের প্রতিক্রিয়া হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, এই অভিযানে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
এক সপ্তাহ আগেও জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও ইসরায়েলে বিভিন্ন হামলা ও পাল্টা হামলায় কয়েকশ ফিলিস্তিনি ও কয়েক ডজন ইসরায়েলি নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে পশ্চিম তীর থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করে আটক রেখেছে।