যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিতে নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাতের দিকে ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রে জানা যায়, নিহতরা একজন পুরুষ ও একজন নারী। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও রয়েছে।
ঘটনার পরপরই একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিতে নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাতের দিকে ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রে জানা যায়, নিহতরা একজন পুরুষ ও একজন নারী। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও রয়েছে।
ঘটনার পরপরই একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।