কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আজ শনিবার রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাত আটটার দিকে ধর্মতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকেরা।
এর আগে, বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় বিবেচনা করে গতকাল কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন, দাবি মানা না হলে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। অবশেষে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায়, ৬ জন চিকিৎসক অনশন শুরু করেছেন এবং সিসিটিভি স্থাপন করে অবস্থান মঞ্চের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। তাঁদের দাবি, অনশন চলাকালে কেউ অসুস্থ হলে তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে।
এদিকে, আর জি কর হাসপাতালের কর্তৃপক্ষ হুমকি সংস্কৃতির অভিযোগের ভিত্তিতে ১০ চিকিৎসককে বহিষ্কার করেছে এবং ৭২ ঘণ্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এই প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে।
রোববার, ০৬ অক্টোবর ২০২৪
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আজ শনিবার রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাত আটটার দিকে ধর্মতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকেরা।
এর আগে, বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় বিবেচনা করে গতকাল কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন, দাবি মানা না হলে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। অবশেষে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায়, ৬ জন চিকিৎসক অনশন শুরু করেছেন এবং সিসিটিভি স্থাপন করে অবস্থান মঞ্চের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। তাঁদের দাবি, অনশন চলাকালে কেউ অসুস্থ হলে তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে।
এদিকে, আর জি কর হাসপাতালের কর্তৃপক্ষ হুমকি সংস্কৃতির অভিযোগের ভিত্তিতে ১০ চিকিৎসককে বহিষ্কার করেছে এবং ৭২ ঘণ্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এই প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে।