সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫। এবারের সিইএস প্রদর্শনীতে আসুস উন্মোচন করেছে রিপাবলিক অফ গেমারস (আরওজি) ল্যাপটপ। পাশাপাশি ছিল আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপের বেশ কিছু ল্যাপটপ। গেমিং জগতে আরওজি ল্যাপটপ এবং প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স শীর্ষে।
গেমিং ল্যাপটপগুলোর মধ্যে আছে আরওজি স্ট্রিক্স স্কার ১৬, স্ট্রিক্স স্কার ১৮, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮। আরও আছে আরওজি ফ্লো জি১৩, আরওজি জেফাইরাস জি ১৪ এবং জেফাইরাস জি ১৬। অন্যদিকে, আসুসের পিসি ক্যাটাগরিতে আছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, েেজনবুক এ১৪ এবং জেনবুক ডুও।
আরওজি সিরিজ ল্যাপটপ: নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস, এবং ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এনভিডিয়া-এর ব্ল্যাকওয়েল আর্কিটেকচাওে এটি তৈরি করা হয়েছে। আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং ১৮ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং এএমডি রাইজেন ৯.৯৯৫৫ এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপগুলো সহজে বহনযোগ্য। ল্যাপটপগুলোতে রয়েছে ৬৪ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৪ টেরাবাইট পিসিআইই জেন ৪ স্টোরেজ।
সিইএস আয়োজনে পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে আরওজি ফ্লোজেড ১৩ ল্যাপটপ প্রদর্শন করেছে আসুস। এই ল্যাপটপটি ডেস্কটপের মত পারফরম্যান্স দিতে সক্ষম হলেও ট্যাবলেটের মতো ল্যাপটপটি বহন করা যাবে। এতে এএমডি রাইজেন এআই ম্যাক্স প্লাস ৩৯৫ প্রসেসর এবং আরডিএনএ ৩.৫ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এতে আছে ১৮০ হার্জ রিফ্রেশরেটের ২.৫কে রেজোলিউশনের আরওজি নেবুলা ডিসপ্লে।
গেমিংয়ের পাশাপাশি যারা ক্রিয়েটিভ কাজের জন্য পাতলা ও হালকা ক্যাটাগরির ল্যাপটপ খুজছেন তাদের জন্য রয়েছে জেফাইরাস জি ১৪ এবং জি ১৬। এই ল্যাপটপ দুটিতে আছে এএমডি রাইজেন এআই ৯ এএক্স ৩৭০ এবং ইন্টেল কোর আল্ট্রা ৯.২৮৫ এইচ প্রসেসরের পাশাপাশি এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিও।
ভিভোবুক এবং জেনবুক সিরিজ ল্যাপটপ: আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস ১৪/এস ১৬, জেনবুক এ ১৪ এবং জেনবুক ডুও। এআই চালিত ফিচার, স্ন্যাপড্রাগন এক্স-সিরিজ প্রসেসর রয়েছে এই ল্যাপটপগুলোতে। এছাড়া, স্টোরিকিউব এবং লাইভ ক্যাপশনের মতো টুলস এই ল্যাপটপগুলোতে প্রফেশনাল কাজকে আরও সহজ করবে। আসুসের ভিভোবুক ১৪/১৬ মডেলটি পূর্ববর্তী প্রজন্মেও তুলনায় ৪৪ শতাংশ বেশি শক্তিশালী এবং ব্যাটারি লাইফ দ্বিগুণ। অন্যদিকে ভিভোবুক এস১৪/এস১৬ স্টাইল এবং পারফরম্যান্স উভয় দিক থেকে উন্নত। আল্ট্রা-পোর্টেবল ডিজাইনে এর ওজন ১.৩৯ কেজি এবং ব্যাটারি লাইফ থাকে ২৪ ঘন্টা। এর ডিসপ্লেটি হলো এফএইচডি ও লেড স্ক্রিন এবং ২.৫কে আইপিএস।
জেনবুক এ ১৪ মডেলটির ওজন ৯৫০ গ্রাম। এর ব্যাটারি লাইফ ৩২ ঘন্টা। পেশাদারদের জন্য এটি একটি উপযোগী ল্যাপটপ। অন্যদিকে জেনবুক ডুও মডেলটিতে আছে ইনটেল কোর আল্ট্রা ৯ প্রসেসর। এটি ওজনে যেমন হালকা তেমনি মাল্টিটাস্কিংয়ের জন্যও ভালো।
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫। এবারের সিইএস প্রদর্শনীতে আসুস উন্মোচন করেছে রিপাবলিক অফ গেমারস (আরওজি) ল্যাপটপ। পাশাপাশি ছিল আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপের বেশ কিছু ল্যাপটপ। গেমিং জগতে আরওজি ল্যাপটপ এবং প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স শীর্ষে।
গেমিং ল্যাপটপগুলোর মধ্যে আছে আরওজি স্ট্রিক্স স্কার ১৬, স্ট্রিক্স স্কার ১৮, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮। আরও আছে আরওজি ফ্লো জি১৩, আরওজি জেফাইরাস জি ১৪ এবং জেফাইরাস জি ১৬। অন্যদিকে, আসুসের পিসি ক্যাটাগরিতে আছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, েেজনবুক এ১৪ এবং জেনবুক ডুও।
আরওজি সিরিজ ল্যাপটপ: নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস, এবং ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এনভিডিয়া-এর ব্ল্যাকওয়েল আর্কিটেকচাওে এটি তৈরি করা হয়েছে। আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং ১৮ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং এএমডি রাইজেন ৯.৯৯৫৫ এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপগুলো সহজে বহনযোগ্য। ল্যাপটপগুলোতে রয়েছে ৬৪ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৪ টেরাবাইট পিসিআইই জেন ৪ স্টোরেজ।
সিইএস আয়োজনে পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে আরওজি ফ্লোজেড ১৩ ল্যাপটপ প্রদর্শন করেছে আসুস। এই ল্যাপটপটি ডেস্কটপের মত পারফরম্যান্স দিতে সক্ষম হলেও ট্যাবলেটের মতো ল্যাপটপটি বহন করা যাবে। এতে এএমডি রাইজেন এআই ম্যাক্স প্লাস ৩৯৫ প্রসেসর এবং আরডিএনএ ৩.৫ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এতে আছে ১৮০ হার্জ রিফ্রেশরেটের ২.৫কে রেজোলিউশনের আরওজি নেবুলা ডিসপ্লে।
গেমিংয়ের পাশাপাশি যারা ক্রিয়েটিভ কাজের জন্য পাতলা ও হালকা ক্যাটাগরির ল্যাপটপ খুজছেন তাদের জন্য রয়েছে জেফাইরাস জি ১৪ এবং জি ১৬। এই ল্যাপটপ দুটিতে আছে এএমডি রাইজেন এআই ৯ এএক্স ৩৭০ এবং ইন্টেল কোর আল্ট্রা ৯.২৮৫ এইচ প্রসেসরের পাশাপাশি এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিও।
ভিভোবুক এবং জেনবুক সিরিজ ল্যাপটপ: আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস ১৪/এস ১৬, জেনবুক এ ১৪ এবং জেনবুক ডুও। এআই চালিত ফিচার, স্ন্যাপড্রাগন এক্স-সিরিজ প্রসেসর রয়েছে এই ল্যাপটপগুলোতে। এছাড়া, স্টোরিকিউব এবং লাইভ ক্যাপশনের মতো টুলস এই ল্যাপটপগুলোতে প্রফেশনাল কাজকে আরও সহজ করবে। আসুসের ভিভোবুক ১৪/১৬ মডেলটি পূর্ববর্তী প্রজন্মেও তুলনায় ৪৪ শতাংশ বেশি শক্তিশালী এবং ব্যাটারি লাইফ দ্বিগুণ। অন্যদিকে ভিভোবুক এস১৪/এস১৬ স্টাইল এবং পারফরম্যান্স উভয় দিক থেকে উন্নত। আল্ট্রা-পোর্টেবল ডিজাইনে এর ওজন ১.৩৯ কেজি এবং ব্যাটারি লাইফ থাকে ২৪ ঘন্টা। এর ডিসপ্লেটি হলো এফএইচডি ও লেড স্ক্রিন এবং ২.৫কে আইপিএস।
জেনবুক এ ১৪ মডেলটির ওজন ৯৫০ গ্রাম। এর ব্যাটারি লাইফ ৩২ ঘন্টা। পেশাদারদের জন্য এটি একটি উপযোগী ল্যাপটপ। অন্যদিকে জেনবুক ডুও মডেলটিতে আছে ইনটেল কোর আল্ট্রা ৯ প্রসেসর। এটি ওজনে যেমন হালকা তেমনি মাল্টিটাস্কিংয়ের জন্যও ভালো।