চট্টগ্রাম মহানগরে বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে তলিয়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।শনিবার, (১৯ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খালে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করেন। মৃত ছয় মাস বয়সী শিশু সেহরিশ নগরভর আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে লাশটি নগরীর লামারবাজার এক নম্বর চামড়ার গুদাম এলাকায় চাক্তাই খালে ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয়রা সেটি উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। শিশুটির মা ও নানিকে উদ্ধার হলেও শিশুটিকে তখন পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে রাতেই নালায় তল্লাশি অভিযান করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে নালার সঙ্গে সংযুক্ত হিজরা খালে তল্লাশি শুরু করে নৌবাহিনীর ছয় সদস্যের একটি টিম।এর মধ্যেই চাক্তাই খালে ভেসে ওঠে শিশুটির লাশ। উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামে বৃষ্টিপাতের মধ্যে নালা-খালে পড়ে আরও অন্তঃত সাতজনের প্রাণহানি হয়েছে।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম মহানগরে বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে তলিয়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।শনিবার, (১৯ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খালে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করেন। মৃত ছয় মাস বয়সী শিশু সেহরিশ নগরভর আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে লাশটি নগরীর লামারবাজার এক নম্বর চামড়ার গুদাম এলাকায় চাক্তাই খালে ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয়রা সেটি উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। শিশুটির মা ও নানিকে উদ্ধার হলেও শিশুটিকে তখন পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে রাতেই নালায় তল্লাশি অভিযান করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে নালার সঙ্গে সংযুক্ত হিজরা খালে তল্লাশি শুরু করে নৌবাহিনীর ছয় সদস্যের একটি টিম।এর মধ্যেই চাক্তাই খালে ভেসে ওঠে শিশুটির লাশ। উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামে বৃষ্টিপাতের মধ্যে নালা-খালে পড়ে আরও অন্তঃত সাতজনের প্রাণহানি হয়েছে।