জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সাথে দলের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া দূরত্বের আলোচনাকে ‘গুজব’ হিসেবে নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপির সাথে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে এবং একসাথে ‘ফ্যাসিস্টবিরোধী’ আন্দোলনে কাজ করেছেন।
শুক্রবার মেহেরপুরের শামসুজ্জোহা পার্কে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, তারা সংস্কার চাইলেও সরকারকে অতিরিক্ত সময় দিতে চান না। তবে সময়সীমা নির্ধারণে নমনীয়তা প্রকাশ করেছেন, বলেন “খুব বেশি সময় নয়, আবার দুই তিন মাসও নয়।”
আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পরওয়ার বলেন, “তারা নির্বাচনে আসতে পারবে কিনা, সেটা নির্ভর করবে জনআকাঙ্ক্ষার উপর।”
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামায়াতের নেতাদের মধ্যে কিছু উত্তেজনা দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে সমালোচনা করা হলে, জামায়াতের আমির শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া জানান এবং বলেন, “নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ।”
পরওয়ার বলেন, জামায়াত জাতীয় নির্বাচনের জন্য ইসলামী দলগুলোর সাথে জোট করার প্রস্তুতি নিচ্ছে। তবে গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের সাথে কাজ করবে দলটি।
জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্র ও প্রশাসনের সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করার দাবিতে জোর দেওয়া হয়েছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পরওয়ার।
এ কর্মিসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খাঁন, দলের জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সাথে দলের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া দূরত্বের আলোচনাকে ‘গুজব’ হিসেবে নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপির সাথে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে এবং একসাথে ‘ফ্যাসিস্টবিরোধী’ আন্দোলনে কাজ করেছেন।
শুক্রবার মেহেরপুরের শামসুজ্জোহা পার্কে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, তারা সংস্কার চাইলেও সরকারকে অতিরিক্ত সময় দিতে চান না। তবে সময়সীমা নির্ধারণে নমনীয়তা প্রকাশ করেছেন, বলেন “খুব বেশি সময় নয়, আবার দুই তিন মাসও নয়।”
আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পরওয়ার বলেন, “তারা নির্বাচনে আসতে পারবে কিনা, সেটা নির্ভর করবে জনআকাঙ্ক্ষার উপর।”
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামায়াতের নেতাদের মধ্যে কিছু উত্তেজনা দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে জামায়াতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে সমালোচনা করা হলে, জামায়াতের আমির শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া জানান এবং বলেন, “নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ।”
পরওয়ার বলেন, জামায়াত জাতীয় নির্বাচনের জন্য ইসলামী দলগুলোর সাথে জোট করার প্রস্তুতি নিচ্ছে। তবে গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের সাথে কাজ করবে দলটি।
জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্র ও প্রশাসনের সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করার দাবিতে জোর দেওয়া হয়েছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পরওয়ার।
এ কর্মিসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খাঁন, দলের জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।