দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির অন্তত আট নেতার পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, শুক্রবার রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
উল্লাপাড়া উপজেলায় যাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে তারা হলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোক্রী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, এবং বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাবু।
এছাড়া, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কমিটিকে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকারের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
শনিবার, ০৩ মে ২০২৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির অন্তত আট নেতার পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, শুক্রবার রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
উল্লাপাড়া উপজেলায় যাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে তারা হলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোক্রী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, এবং বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাবু।
এছাড়া, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কমিটিকে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকারের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।