হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে বিএনপির দুই সহযোগী সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাসান জানান, বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে মন্তব্য করা নিয়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ ও আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে বিএনপির দুই সহযোগী সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাসান জানান, বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে মন্তব্য করা নিয়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ ও আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।