নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন, এর মধ্যে এনসিপির দাবি অনুযায়ী, তাদের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে, যেখানে এনসিপির নেতাকর্মীরা পথসভা করছিলেন। এনসিপির দাবি, বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে তাদের পথসভায় ঢুকে হামলা চালায়, যার ফলে তারা আহত হন। হান্নান মাসউদ সংবাদমাধ্যমকে জানান, হামলার পর তিনি নিজে এবং তার অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিএনপি তাদের বক্তব্যে দাবি করেছে যে, সংঘর্ষের সূত্রপাত তাদের নেতা অব্দুর রবকে পিটিয়ে আহত করার পর। তার বিরুদ্ধে প্রতিবাদে বিএনপি এক প্রতিবাদ মিছিল বের করলে এনসিপির নেতাকর্মীরা হামলা চালায়। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, “এনসিপির হামলায় অন্তত ৩০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।”
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরও রাতভর উত্তেজনা বিরাজ করে। বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা বাজারের দু’পাশে অবস্থান নেয়। এনসিপির নেতাকর্মীরা বাজারের পূর্ব পাশে এবং বিএনপির নেতাকর্মীরা পশ্চিম পাশে অবস্থান নেন, মাঝে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে, হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন এবং উভয় পক্ষকে শান্ত করতে কাজ করছেন।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন, এর মধ্যে এনসিপির দাবি অনুযায়ী, তাদের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে, যেখানে এনসিপির নেতাকর্মীরা পথসভা করছিলেন। এনসিপির দাবি, বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে তাদের পথসভায় ঢুকে হামলা চালায়, যার ফলে তারা আহত হন। হান্নান মাসউদ সংবাদমাধ্যমকে জানান, হামলার পর তিনি নিজে এবং তার অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিএনপি তাদের বক্তব্যে দাবি করেছে যে, সংঘর্ষের সূত্রপাত তাদের নেতা অব্দুর রবকে পিটিয়ে আহত করার পর। তার বিরুদ্ধে প্রতিবাদে বিএনপি এক প্রতিবাদ মিছিল বের করলে এনসিপির নেতাকর্মীরা হামলা চালায়। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, “এনসিপির হামলায় অন্তত ৩০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।”
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরও রাতভর উত্তেজনা বিরাজ করে। বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা বাজারের দু’পাশে অবস্থান নেয়। এনসিপির নেতাকর্মীরা বাজারের পূর্ব পাশে এবং বিএনপির নেতাকর্মীরা পশ্চিম পাশে অবস্থান নেন, মাঝে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে, হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন এবং উভয় পক্ষকে শান্ত করতে কাজ করছেন।