ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে গোলবন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করলো লিভারপুল। রবিবার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে দারুণ এক রাতে টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হলো আর্না স্লটের দল।
মাঠে বল গড়ানোর আগেই অ্যানফিল্ডের বাইরে সমর্থকদের ঢল। শিরোপার হাতছানিতে উচ্ছ্বাসের কমতি ছিল না। যদিও ম্যাচের শুরুতে দমিনিক সোলাঙ্কির গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে ঘুরে দাঁড়িয়ে লুইস দিয়াস, আলেক্সিস মাক আলিস্তের, কোডি হাকপো এবং মোহামেদ সালাহর গোলে ম্যাচ নিজেদের করে নেয় অলরেডরা।
এই জয়ে প্রিমিয়ার লিগে ২৫ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের সংগ্রহ দাঁড়ালো ৮২ পয়েন্টে। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল।
১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম ধারণের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো লিভারপুল। সব মিলিয়ে ইংলিশ শীর্ষ লিগে এটি তাদের ২০তম শিরোপা, যা রেকর্ড গড়া ম্যানচেস্টার ইউনাইটেডের সমান।
ম্যাচের শুরুতে প্রথম ১০ মিনিটেই কয়েকটি আক্রমণ শাণায় লিভারপুল, তবে গোলের দেখা মেলে দ্বাদশ মিনিটে টটেনহ্যামের। কর্নার থেকে হেডে গোল করেন সোলাঙ্কি। তবে দ্রুতই সমতায় ফেরে লিভারপুল। দোমিনিক সোবোসলাইয়ের পাসে গোলমুখে বল পেয়ে গোল করেন লুইস দিয়াস। শুরুতে অফসাইড ধরা পড়লেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলায়।
২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের। এরপর ৩৪তম মিনিটে হাকপোর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলের আধিপত্য অব্যাহত থাকে। ৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে সালাহ গোল করে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি সালাহর ২৮তম গোল।
৬৯তম মিনিটে টটেনহ্যামের ডিফেন্ডার ডেস্টিনি উডোগির আত্মঘাতী গোলে আরও বড় হয় ব্যবধান। এরপর আর কোনও গোল হয়নি, তবে লিভারপুলের শিরোপা উৎসব থামেনি। ম্যাচ শেষে মাঠেই শুরু হয় উদ্দাম নাচ-গান আর আনন্দ।
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নেওয়া ডাচ কোচ আর্না স্লট নিজের প্রথম মৌসুমেই এনে দিলেন লিভারপুলকে বহু কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা। খেলোয়াড়দের সঙ্গে তার আবেগঘন উদযাপন ছিল চোখে পড়ার মতো।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে গোলবন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করলো লিভারপুল। রবিবার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে দারুণ এক রাতে টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হলো আর্না স্লটের দল।
মাঠে বল গড়ানোর আগেই অ্যানফিল্ডের বাইরে সমর্থকদের ঢল। শিরোপার হাতছানিতে উচ্ছ্বাসের কমতি ছিল না। যদিও ম্যাচের শুরুতে দমিনিক সোলাঙ্কির গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে ঘুরে দাঁড়িয়ে লুইস দিয়াস, আলেক্সিস মাক আলিস্তের, কোডি হাকপো এবং মোহামেদ সালাহর গোলে ম্যাচ নিজেদের করে নেয় অলরেডরা।
এই জয়ে প্রিমিয়ার লিগে ২৫ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের সংগ্রহ দাঁড়ালো ৮২ পয়েন্টে। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল।
১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম ধারণের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো লিভারপুল। সব মিলিয়ে ইংলিশ শীর্ষ লিগে এটি তাদের ২০তম শিরোপা, যা রেকর্ড গড়া ম্যানচেস্টার ইউনাইটেডের সমান।
ম্যাচের শুরুতে প্রথম ১০ মিনিটেই কয়েকটি আক্রমণ শাণায় লিভারপুল, তবে গোলের দেখা মেলে দ্বাদশ মিনিটে টটেনহ্যামের। কর্নার থেকে হেডে গোল করেন সোলাঙ্কি। তবে দ্রুতই সমতায় ফেরে লিভারপুল। দোমিনিক সোবোসলাইয়ের পাসে গোলমুখে বল পেয়ে গোল করেন লুইস দিয়াস। শুরুতে অফসাইড ধরা পড়লেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলায়।
২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের। এরপর ৩৪তম মিনিটে হাকপোর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলের আধিপত্য অব্যাহত থাকে। ৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে সালাহ গোল করে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি সালাহর ২৮তম গোল।
৬৯তম মিনিটে টটেনহ্যামের ডিফেন্ডার ডেস্টিনি উডোগির আত্মঘাতী গোলে আরও বড় হয় ব্যবধান। এরপর আর কোনও গোল হয়নি, তবে লিভারপুলের শিরোপা উৎসব থামেনি। ম্যাচ শেষে মাঠেই শুরু হয় উদ্দাম নাচ-গান আর আনন্দ।
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নেওয়া ডাচ কোচ আর্না স্লট নিজের প্রথম মৌসুমেই এনে দিলেন লিভারপুলকে বহু কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা। খেলোয়াড়দের সঙ্গে তার আবেগঘন উদযাপন ছিল চোখে পড়ার মতো।