ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
জয়সূচক গোলের পর লিভারপুলের খেলোয়াড় আর্নল্ড
ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরি টাইমের গোলে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের মাঠে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে। শনিবার তারা ২-১ গোলে পরাজিত করেছে অ্যাস্টন ভিলাকে। চলতি মৌসুমে নিজেদের মাঠে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছিল লিভারপুল। অ্যাস্টন ভিলাকে হারিয়ে তারা অনেক দিন পর দেখলো নিজেদের মাঠে জয়ের মুখ। এ জয়টা তাদের খুব দরকার ছিল। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া লিভারপুলের শীর্ষ চার এ থাকতে হলে বাকি ম্যাচগুলোতে ভাল করতেই হবে। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় তারা আছে বেশ চাপের মুখে। এ জয় তাদেরকে ফিরতি লেগে ভাল খেলতে অনুপ্রানিত করবে। আর্নল্ডের জন্যও সময়টা যাচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে। ভাল খেলতে না পারায় তিনি বাদ পড়েন ইংল্যান্ড দল থেকে। আর্সেনালের বিপক্ষে ভাল খেলে দলকে জয়ী হতে সাহায্য করার পর রিয়ালের বিপক্ষে একটি গোলের জন্য দায়ী করা হয় তাকে। তার হেড থেকেই বল পেয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন মার্কো অ্যাসেননিও।
এ দিন অ্যাস্টন ভিলার সাথে ম্যাচটি শেষ হতে যাচ্ছিল ১-১ গোলে। কিন্তু ইনজুরি টাইমে আর্নল্ড দারুন এক গোল করে দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট। এই ভিলার কাছেই প্রথম লেগে ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। এ বড় পরাজয়কে পেছনে ফেলে জিততে পারায় রিয়ালের বিপক্ষেও জয়ী হওয়ার আশা করছেন কোচ ইয়োর্গেন ক্লপ। ১৬ ডিসেম্বর টটেনহ্যামকে হারানোর পর নিজেদের মাঠে আর কোন জয় ছিল না লিভারপুলের। এদিন তারা পেল সেই কাঙ্খিত জয়। এ ম্যাচে বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের গোলে লিড নিয়েছিল ভিলা। এর পর পরই সমতা ফিরিয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু ভিএআর দেখে রেফারি সেটি বাতিল করেন অফসাইডের কারণে। তবে মোহামেদ সালাহ দারুন এক গোল করে দলটি লড়াইয়ে ফেরান বিরতির পর। নিজেদের মাঠে আগের ছয়টি ম্যাচে হেরেছিল লিভারপুল। ফুলহ্যাম, চেলসি, এভারটন, ম্যানচেস্টার সিটি, ব্রাইটন এবং বার্নলের কাছে হেরেছিল তারা।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
জয়সূচক গোলের পর লিভারপুলের খেলোয়াড় আর্নল্ড
রোববার, ১১ এপ্রিল ২০২১
ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরি টাইমের গোলে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের মাঠে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে। শনিবার তারা ২-১ গোলে পরাজিত করেছে অ্যাস্টন ভিলাকে। চলতি মৌসুমে নিজেদের মাঠে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছিল লিভারপুল। অ্যাস্টন ভিলাকে হারিয়ে তারা অনেক দিন পর দেখলো নিজেদের মাঠে জয়ের মুখ। এ জয়টা তাদের খুব দরকার ছিল। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া লিভারপুলের শীর্ষ চার এ থাকতে হলে বাকি ম্যাচগুলোতে ভাল করতেই হবে। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় তারা আছে বেশ চাপের মুখে। এ জয় তাদেরকে ফিরতি লেগে ভাল খেলতে অনুপ্রানিত করবে। আর্নল্ডের জন্যও সময়টা যাচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে। ভাল খেলতে না পারায় তিনি বাদ পড়েন ইংল্যান্ড দল থেকে। আর্সেনালের বিপক্ষে ভাল খেলে দলকে জয়ী হতে সাহায্য করার পর রিয়ালের বিপক্ষে একটি গোলের জন্য দায়ী করা হয় তাকে। তার হেড থেকেই বল পেয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন মার্কো অ্যাসেননিও।
এ দিন অ্যাস্টন ভিলার সাথে ম্যাচটি শেষ হতে যাচ্ছিল ১-১ গোলে। কিন্তু ইনজুরি টাইমে আর্নল্ড দারুন এক গোল করে দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট। এই ভিলার কাছেই প্রথম লেগে ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। এ বড় পরাজয়কে পেছনে ফেলে জিততে পারায় রিয়ালের বিপক্ষেও জয়ী হওয়ার আশা করছেন কোচ ইয়োর্গেন ক্লপ। ১৬ ডিসেম্বর টটেনহ্যামকে হারানোর পর নিজেদের মাঠে আর কোন জয় ছিল না লিভারপুলের। এদিন তারা পেল সেই কাঙ্খিত জয়। এ ম্যাচে বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের গোলে লিড নিয়েছিল ভিলা। এর পর পরই সমতা ফিরিয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু ভিএআর দেখে রেফারি সেটি বাতিল করেন অফসাইডের কারণে। তবে মোহামেদ সালাহ দারুন এক গোল করে দলটি লড়াইয়ে ফেরান বিরতির পর। নিজেদের মাঠে আগের ছয়টি ম্যাচে হেরেছিল লিভারপুল। ফুলহ্যাম, চেলসি, এভারটন, ম্যানচেস্টার সিটি, ব্রাইটন এবং বার্নলের কাছে হেরেছিল তারা।