alt

উপ-সম্পাদকীয়

টিকা বিভ্রান্তি ও রাজনীতি

ইকবাল কবীর জাহিদ

: রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১
image

গণটিকা কার্যক্রমের কারণে এক দিনে ২৭ লাখ মানুষ টিকা নিয়েছেন

এই প্রথম পাঠকদের অনুরোধে কিছু লিখছি। অনেকেই টিকা নেয়ার আগ্রহ আছে এবং কোনটি নেবে সেটা নিয়ে চিন্তিত বেশি। নিজেই আবাক হয়ে লক্ষ্য করছি বাংলাদেশের মানুষ মাস্ক পরার জন্য সচেতন না হলেও অনেক উন্নত দেশের তুলনায় টিকা নিতে অনেক আগ্রহী। শিরোনামে রাজনীতি শব্দটি লেখার কারণ হলো পাঠক যাতে পড়ার আগ্রহ পায়।

টিকা পাওয়া ও না-পাওয়ার রাজনীতি

আমরা ভাবতেও পারি না টিকা রাজনীতি কতটা প্রখর। সামান্য গণমাধ্যমে কিছু সংবাদ দেখে এটুকু ধারণা হয়েছে মানুষের যে চাইলেও টিকা সব সময় পাওয়া যায় না বা সব ধরনের টিকা সব দেশে অনুমোদন নেই। সব দেশে একইভাবে টিকা দেয়াও যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে যখন অনেক দেশ টিকা পাচ্ছে না তখন আমরা টিকার জোয়ারে ভাসছি। উন্নত দেশগুলো ৬০-৭০ ভাগ টিকা দিতে পারলেও নিম্ন আয়ের দেশে এখন পর্যন্ত মাত্র ১ ভাগ টিকা দেয়া হয়েছে। কিন্তু গড়ে সারাবিশ্বে প্রায় দেখায় ২৬ ভাগ, এটি আমার কথা নয় একটি বিশেষ ওয়েবসাইট যার নাম হলো “কোভিড-১৯ ভ্যাকসিন ট্র্যাকার”। ফলে বুঝতেই পারছি এই টিকা নিয়ে বিশ্বে কি অবস্থা। সেখানে আবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ পাবেন এজন্য যে গণটিকা কার্যক্রমের কারণে এক দিনে ২৭ লাখ মানুষ টিকা গ্রহণ করেছে। গত ২৬ জুলাই “আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা” তথ্যমতে, দুই ডোজ টিকা নিয়েছিল মাত্র ২.৬ শতাংশ মানুষ কিন্তু এক ডোজ টিকা নিয়েছিল ৩.৬ শতাংশ, যা বেড়ে দাঁড়াল ৬.২। তবে আরও ভালো হতো যদি এই দেশে আমরা উৎপাদন করতে পারতাম। আমাদের সামনে সেদিকেই ভাবতে হবে। কারণ এমন হতে পারে সামনে প্রতি বছর কিছু মানুষকে টিকা দেয়া লাগতে পারে।

করোনার কত ধরনের টিকা আছে?

পাঠকরা অবাক হবেন কত ধরনের এবং কত সংখ্যক করোনার টিকা আছে এটি জানলে। “কোভিড-১৯ ভ্যাকসিন ট্রাকার” তথ্যমতে, ৯ আগস্ট পর্যন্ত ৪০৪টি টিকার ট্রায়াল চলছে। আমার মনে হয় না আর কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য এত ভ্যাকসিন ট্রায়াল হয়েছে। কিছুটা বলি, ট্রায়াল কি? সাধারণত তিনটা বা কখনও চারটি ধাপ পার হতে হয়। প্রথম ধাপে মাত্র একশত মানুষ বা তার কম নিয়ে করা যায় যেখানে সবাই সুস্থ। সেখানে দেখা হয় কোন বিরূপ প্রতিক্রিয়া হয় কি না। সময় নেয়া হয় অল্প কিছু মাস। পরের ধাপে একশ’ থেকে কয়েকশ’ মানুষকে সেখানে আবার টিকা না দেয়া মানুষ থাকে। এখানেও ১ বছর থেকে ৪ বছর সময় দিতে হয়। পরের ধাপে কয়েক হাজার মানুষকে নেয়া হয়। এখানেও সময় দিতে হয় বেশি। শুধু মহামারীর কারণে সময় কম দেয়া হয়েছে করোনার টিকার ক্ষেত্রে। এতগুলো টিকার মধ্যে মাত্র ৩৬টি প্রথম ধাপ, ৫৬টি দ্বিতীয় ধাপ এবং ৪১টি তৃতীয় ধাপ পার হয়েছে। মাত্র ২১ তা অনুমোদন পেয়েছে।

টিকার অনুমোদন রাজনীতি

টিকার অনুমোদন যে কোন দেশের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও টিকার অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ওপর ভিত্তি করে হয়। যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই কাজটি করে থাকে। বাংলাদেশে করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারাবিশ্বে সবচেয়ে বেশি অনুমোদিত টিকা হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা পৃথিবীর ১১৯টি দেশে অনুমোদন পেয়েছে। ফাইজারের টিকার অনুমোদন পেয়েছে ৯৬টি দেশে সেখানে মডার্নার টিকা মাত্র ৬৩ দেশে। রাশিয়ার স্পুতনিক-৫ এর অনুমোদন দেয়া হয়েছে ৭০টি দেশে। তাহলে চিন্তা করা উচিত কীভাবে অনুমোদন রাজনীতি বিদ্যমান। চীনার টিকা সিনোভ্যাকের অনুমোদন মাত্র ৩৯ দেশে। বাংলাদেশে অনুমোদিত ৭টি টিকা হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক, জনসন, স্পুতনিক ৫, সিনোফার্ম ও সিনোভ্যাক। যুক্তরাষ্ট্রে শুধু ফাইজার-বায়োএনটেক, মডার্না, ও জনসন ছাড়া কাউকে অনুমোদন দেয়া হয়নি। আবার তাহলে কি বেশি অনুমোদিত টিকা বেশি ভালো? নাকি পুরাটাই একটি রাজনীতি? এ ভাবনা পাঠকের।

টিকা সরবরাহ রাজনীতি

বেশিরভাগ নিম্ন আয়ের দেশে টিকার চরম সংকট আছে। সাম্প্রতিককালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধনি দেশগুলোকে গরিব দেশে টিকা প্রদানের আহ্বান জানান হলেও সম্প্রতি ফ্রান্স ও জার্মানি বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকা মহাদেশজুড়ে মাত্র ৪ কোটি টিকা সরবরাহ করতে পেরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছর সারাবিশ্বে সমানভাবে যাতে সবাই টিকা পায় এজন্যে কোভ্যাক্স গঠন করা হয়। কিন্তু ২০২১ সালের মধ্যে ২০০ কোটি টিকা দেয়ার কথা থাকলেও সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

টিকা কার্যকারিতা বিভ্রান্তি ও রাজনীতি

টিকার কার্যকারিতা নিয়ে নিজেই বিভ্রান্তিতে আছি। যদি বিজ্ঞান বিশ্বাস করি তাহলে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান সাময়িকী অনুসারে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা বেশি কার্যকরী যেহেতু বলেছে প্রায় ৯৪ ভাগ কার্যকরী। তারপরে আসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কথা। কিন্তু যদি ২০ বছরের অণুজীববিজ্ঞানের জ্ঞানের কথা বলি তাহলে আসে চায়না যেগুলো পুরো ভাইরাস ব্যবহার করে বানানো হয়েছে। কারণ এই ক্ষেত্রে পুরো ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি হওয়ার কথা। অন্যদের সেখানে শুধু স্পাইকের বিরুদ্ধে হবে। এছাড়া সাধারণ মানুষের একটি কথাও ভালো লেগেছে। ভাইরাস যার বানানো, টিকাও তার ভালো হওয়া উচিত। এছাড়াও আমরা যদি দেখি টিকা নেয়ার পর সংক্রমণ হার তাহলেও দেখা যাবে চায়নাতে কিন্তু সবচেয়ে কম। এছাড়াও সাম্প্রতিককালে চীনারা দাবি করছেন, সিনোফার্ম ও সিনোভ্যাক ডেল্টা ধরনে কার্যকরী। কিন্তু বাস্তবতা কি বলে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন যেহেতু আমরা সব ধরনের টিকাই কিছু না কিছু নিচ্ছি। তাই যারা ফাইজার-বায়োএনটেক ও মডার্না নিয়ে অহঙ্কার করছেন তারা আরও কিছুদিন অপেক্ষা করেন দেখি কে ভালো?

কেন সবাইকে সমানহারে টিকা দিতে হবে?

বিভিন্ন ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুযাযী, করোনার টিকার শতকরা ৮৫ ভাগ রয়েছে উন্নত দেশগুলোর কাছে। তাই “আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা” তথ্যমতে, ৫০ ভাগের বেশি টিকা গ্রহণকারী দেশ হলো কানাডা, স্পেন, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মান, ও যুক্তরাষ্ট্র। কিন্তু শুধু উন্নত দেশগুলো টিকা গ্রহণ করে ভালো থাকবে এটা আশা করা ঠিক না কারণ হলো চূড়ান্তভাবে করোনা দূর করতে হলে কোন দেশের ৬০-৭০ ভাগ মানুষ ইমিউনিটি থাকতে হবে। যদি শুধু উন্নত দেশগুলো এটি অর্জন করে তবে কম টিকা গ্রহণকারী দেশ নতুন নতুন ধরন তৈরি করে সমস্যা বজায় রাখবে। সাম্প্রতিক আমরা যশোরের ওপর গবেষণায় দেখেছি ৩৫ ভাগ মানুষ প্রাকৃতিকভাবে জেনে বা না জেনে ইমিউনিটি তৈরি করে ফেলেছে। তবে এই ইমিউনিটি কতদিন থাকবে সেটিও প্রশ্ন। তাই এদেশের মানুষকে ৬০-৭০ ভাগ টিকা গ্রহণ করে মহামারী থেকে বাঁচতে হবে।

[লেখক : অধ্যাপক ও চেয়ারম্যান, অণুজীববিজ্ঞান বিভাগ; সহযোগী পরিচালক, জিনোম সেন্টার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

tab

উপ-সম্পাদকীয়

টিকা বিভ্রান্তি ও রাজনীতি

ইকবাল কবীর জাহিদ

image

গণটিকা কার্যক্রমের কারণে এক দিনে ২৭ লাখ মানুষ টিকা নিয়েছেন

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১

এই প্রথম পাঠকদের অনুরোধে কিছু লিখছি। অনেকেই টিকা নেয়ার আগ্রহ আছে এবং কোনটি নেবে সেটা নিয়ে চিন্তিত বেশি। নিজেই আবাক হয়ে লক্ষ্য করছি বাংলাদেশের মানুষ মাস্ক পরার জন্য সচেতন না হলেও অনেক উন্নত দেশের তুলনায় টিকা নিতে অনেক আগ্রহী। শিরোনামে রাজনীতি শব্দটি লেখার কারণ হলো পাঠক যাতে পড়ার আগ্রহ পায়।

টিকা পাওয়া ও না-পাওয়ার রাজনীতি

আমরা ভাবতেও পারি না টিকা রাজনীতি কতটা প্রখর। সামান্য গণমাধ্যমে কিছু সংবাদ দেখে এটুকু ধারণা হয়েছে মানুষের যে চাইলেও টিকা সব সময় পাওয়া যায় না বা সব ধরনের টিকা সব দেশে অনুমোদন নেই। সব দেশে একইভাবে টিকা দেয়াও যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে যখন অনেক দেশ টিকা পাচ্ছে না তখন আমরা টিকার জোয়ারে ভাসছি। উন্নত দেশগুলো ৬০-৭০ ভাগ টিকা দিতে পারলেও নিম্ন আয়ের দেশে এখন পর্যন্ত মাত্র ১ ভাগ টিকা দেয়া হয়েছে। কিন্তু গড়ে সারাবিশ্বে প্রায় দেখায় ২৬ ভাগ, এটি আমার কথা নয় একটি বিশেষ ওয়েবসাইট যার নাম হলো “কোভিড-১৯ ভ্যাকসিন ট্র্যাকার”। ফলে বুঝতেই পারছি এই টিকা নিয়ে বিশ্বে কি অবস্থা। সেখানে আবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ পাবেন এজন্য যে গণটিকা কার্যক্রমের কারণে এক দিনে ২৭ লাখ মানুষ টিকা গ্রহণ করেছে। গত ২৬ জুলাই “আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা” তথ্যমতে, দুই ডোজ টিকা নিয়েছিল মাত্র ২.৬ শতাংশ মানুষ কিন্তু এক ডোজ টিকা নিয়েছিল ৩.৬ শতাংশ, যা বেড়ে দাঁড়াল ৬.২। তবে আরও ভালো হতো যদি এই দেশে আমরা উৎপাদন করতে পারতাম। আমাদের সামনে সেদিকেই ভাবতে হবে। কারণ এমন হতে পারে সামনে প্রতি বছর কিছু মানুষকে টিকা দেয়া লাগতে পারে।

করোনার কত ধরনের টিকা আছে?

পাঠকরা অবাক হবেন কত ধরনের এবং কত সংখ্যক করোনার টিকা আছে এটি জানলে। “কোভিড-১৯ ভ্যাকসিন ট্রাকার” তথ্যমতে, ৯ আগস্ট পর্যন্ত ৪০৪টি টিকার ট্রায়াল চলছে। আমার মনে হয় না আর কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য এত ভ্যাকসিন ট্রায়াল হয়েছে। কিছুটা বলি, ট্রায়াল কি? সাধারণত তিনটা বা কখনও চারটি ধাপ পার হতে হয়। প্রথম ধাপে মাত্র একশত মানুষ বা তার কম নিয়ে করা যায় যেখানে সবাই সুস্থ। সেখানে দেখা হয় কোন বিরূপ প্রতিক্রিয়া হয় কি না। সময় নেয়া হয় অল্প কিছু মাস। পরের ধাপে একশ’ থেকে কয়েকশ’ মানুষকে সেখানে আবার টিকা না দেয়া মানুষ থাকে। এখানেও ১ বছর থেকে ৪ বছর সময় দিতে হয়। পরের ধাপে কয়েক হাজার মানুষকে নেয়া হয়। এখানেও সময় দিতে হয় বেশি। শুধু মহামারীর কারণে সময় কম দেয়া হয়েছে করোনার টিকার ক্ষেত্রে। এতগুলো টিকার মধ্যে মাত্র ৩৬টি প্রথম ধাপ, ৫৬টি দ্বিতীয় ধাপ এবং ৪১টি তৃতীয় ধাপ পার হয়েছে। মাত্র ২১ তা অনুমোদন পেয়েছে।

টিকার অনুমোদন রাজনীতি

টিকার অনুমোদন যে কোন দেশের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও টিকার অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ওপর ভিত্তি করে হয়। যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই কাজটি করে থাকে। বাংলাদেশে করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারাবিশ্বে সবচেয়ে বেশি অনুমোদিত টিকা হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা পৃথিবীর ১১৯টি দেশে অনুমোদন পেয়েছে। ফাইজারের টিকার অনুমোদন পেয়েছে ৯৬টি দেশে সেখানে মডার্নার টিকা মাত্র ৬৩ দেশে। রাশিয়ার স্পুতনিক-৫ এর অনুমোদন দেয়া হয়েছে ৭০টি দেশে। তাহলে চিন্তা করা উচিত কীভাবে অনুমোদন রাজনীতি বিদ্যমান। চীনার টিকা সিনোভ্যাকের অনুমোদন মাত্র ৩৯ দেশে। বাংলাদেশে অনুমোদিত ৭টি টিকা হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক, জনসন, স্পুতনিক ৫, সিনোফার্ম ও সিনোভ্যাক। যুক্তরাষ্ট্রে শুধু ফাইজার-বায়োএনটেক, মডার্না, ও জনসন ছাড়া কাউকে অনুমোদন দেয়া হয়নি। আবার তাহলে কি বেশি অনুমোদিত টিকা বেশি ভালো? নাকি পুরাটাই একটি রাজনীতি? এ ভাবনা পাঠকের।

টিকা সরবরাহ রাজনীতি

বেশিরভাগ নিম্ন আয়ের দেশে টিকার চরম সংকট আছে। সাম্প্রতিককালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধনি দেশগুলোকে গরিব দেশে টিকা প্রদানের আহ্বান জানান হলেও সম্প্রতি ফ্রান্স ও জার্মানি বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকা মহাদেশজুড়ে মাত্র ৪ কোটি টিকা সরবরাহ করতে পেরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছর সারাবিশ্বে সমানভাবে যাতে সবাই টিকা পায় এজন্যে কোভ্যাক্স গঠন করা হয়। কিন্তু ২০২১ সালের মধ্যে ২০০ কোটি টিকা দেয়ার কথা থাকলেও সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

টিকা কার্যকারিতা বিভ্রান্তি ও রাজনীতি

টিকার কার্যকারিতা নিয়ে নিজেই বিভ্রান্তিতে আছি। যদি বিজ্ঞান বিশ্বাস করি তাহলে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান সাময়িকী অনুসারে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা বেশি কার্যকরী যেহেতু বলেছে প্রায় ৯৪ ভাগ কার্যকরী। তারপরে আসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কথা। কিন্তু যদি ২০ বছরের অণুজীববিজ্ঞানের জ্ঞানের কথা বলি তাহলে আসে চায়না যেগুলো পুরো ভাইরাস ব্যবহার করে বানানো হয়েছে। কারণ এই ক্ষেত্রে পুরো ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি হওয়ার কথা। অন্যদের সেখানে শুধু স্পাইকের বিরুদ্ধে হবে। এছাড়া সাধারণ মানুষের একটি কথাও ভালো লেগেছে। ভাইরাস যার বানানো, টিকাও তার ভালো হওয়া উচিত। এছাড়াও আমরা যদি দেখি টিকা নেয়ার পর সংক্রমণ হার তাহলেও দেখা যাবে চায়নাতে কিন্তু সবচেয়ে কম। এছাড়াও সাম্প্রতিককালে চীনারা দাবি করছেন, সিনোফার্ম ও সিনোভ্যাক ডেল্টা ধরনে কার্যকরী। কিন্তু বাস্তবতা কি বলে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন যেহেতু আমরা সব ধরনের টিকাই কিছু না কিছু নিচ্ছি। তাই যারা ফাইজার-বায়োএনটেক ও মডার্না নিয়ে অহঙ্কার করছেন তারা আরও কিছুদিন অপেক্ষা করেন দেখি কে ভালো?

কেন সবাইকে সমানহারে টিকা দিতে হবে?

বিভিন্ন ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুযাযী, করোনার টিকার শতকরা ৮৫ ভাগ রয়েছে উন্নত দেশগুলোর কাছে। তাই “আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা” তথ্যমতে, ৫০ ভাগের বেশি টিকা গ্রহণকারী দেশ হলো কানাডা, স্পেন, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মান, ও যুক্তরাষ্ট্র। কিন্তু শুধু উন্নত দেশগুলো টিকা গ্রহণ করে ভালো থাকবে এটা আশা করা ঠিক না কারণ হলো চূড়ান্তভাবে করোনা দূর করতে হলে কোন দেশের ৬০-৭০ ভাগ মানুষ ইমিউনিটি থাকতে হবে। যদি শুধু উন্নত দেশগুলো এটি অর্জন করে তবে কম টিকা গ্রহণকারী দেশ নতুন নতুন ধরন তৈরি করে সমস্যা বজায় রাখবে। সাম্প্রতিক আমরা যশোরের ওপর গবেষণায় দেখেছি ৩৫ ভাগ মানুষ প্রাকৃতিকভাবে জেনে বা না জেনে ইমিউনিটি তৈরি করে ফেলেছে। তবে এই ইমিউনিটি কতদিন থাকবে সেটিও প্রশ্ন। তাই এদেশের মানুষকে ৬০-৭০ ভাগ টিকা গ্রহণ করে মহামারী থেকে বাঁচতে হবে।

[লেখক : অধ্যাপক ও চেয়ারম্যান, অণুজীববিজ্ঞান বিভাগ; সহযোগী পরিচালক, জিনোম সেন্টার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]

back to top