alt

সাময়িকী

সাময়িকী কবিতা

: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বাজপাখিদের কথা

হাফিজুর রহমান

পাখা থাকলেও বাজপাখি কখনোই পাখি নয় কোনো

বরং বলতে পারি হিংস্র কোনো উড়–ক্কু সন্ত্রাস

পাখিদের নরম রোদের মতো স্নিগ্ধ অবয়ব, কিংবা

সহজাত মায়াবী শরীর নেই তার, নেই হৃদয়-ঐশ্বর্য;

কী ভীষণ সংহারক দৃষ্টির কাঠিন্য ফুটে থাকে সমস্ত অস্তিত্বে

পাখিদের দেহের ভুগোলে যতোখানি কোমলতা ফুটে থাকে

প্রাকৃতিক দেহের অস্তিত্বে পাখপাখালির শোভন সৌন্দর্যে

বাজপাখি সর্বদাই সেই স্বর্গীয় আনন্দ থেকে বঞ্চিত-প্রাণ এক,

তবুও তো পাখি, যদিও ক্রুরতা নৃশংসতা শব্দ দুটি সমার্থক তার।

পাখির শরীর নিয়ে সে কেবল কোমলতাহীন দেহের ভূগোল

মায়াহীন কায়ার পতাকা আর হিংস্রতার মর্মান্তিক পতাকা বিশেষ।

পাখিদের মায়াবী রোদের গতরে যেন হিং¯্রতার নিন্দিত ভূষণ

তাই পাখিদের কোমল শরীরে যে ঢেউ নাচে প্রকৃতির কোলে

পাখি নামে পৃথিবীতে উড়ে উড়ে সে কেবল তার বিপরীত দাহ।

অমানবিক জুলুমবাজ মানুষ যেমন কলঙ্কিত প্রাণীর শরীর শুধু!

মৃদু হাসে তরঙ্গিনী

শেখ মাসুম কামাল

আমি তারে বলি

এসো, ছৌ নাচ দেখি, রক্তনীলে

ময়ূরভঞ্জ ছৌ

মৃদু হাসে তরঙ্গিনী

পেছনে ভরাট আলো

কাঁপা কাঁপা ঢেউ মৃদঙ্গে।

এরপর

আমি তারে বলি

এসো, ছৌ নাচ দেখি প্রবুদ্ধ চোখে

মনিপুরী ছৌ

মৃদু হাসে তরঙ্গিনী।

বিচ্ছিন্ন দু’ধার, দীর্ঘ ব্যবধান

অবশেষে

আমি তারে বলি

ছৌ নাচ থাক, এসো ফুল তুলি,

এসো মালা গাঁথি

মৃদু হাসে তরঙ্গিনী।

রাত দখল

ফরিদা রানু

আমি একটি রাত দখল করতে চাই

তবে বাংলাদেশ

বা বহির্বিশ্বে নারীরা যেভাবে দখল করে

ঠিক সেভাবে নয়-

পুরুষ কি শুধু পশু?

নয় কারও আশ্রয়?

বঞ্চিতের পাশে দাঁড়ায়

আহ্লাদকে দেয় প্রশ্রয়!

আমিও রাত দখল করতে চাই

একটি নয়, দু’টি নয়

শত হাজার রাত দখল করতে চাই;

তবে পিতৃতন্ত্রের তুলোধুনা করে নয়

বরং মাতৃতন্ত্রের সম্মানে, আবেগে

সমুজ্জ্বল; স্ব-মহিমায়!

পুরুষ ও মেয়ে

তরুন ইউসুফ

পুরুষগুলো হাপিত্যেশ করতে থাকে

একেকটা মেয়ের জন্য

একেকটা মেয়ে হাপিত্যেশ করে

মুক্তি চায়

পুরুষগুলো কারাগারের দেয়ালে

লিখে রাখে মুক্তির গান

মেয়েগুলো গানের টানে

কারাগারে যায়

পুরুষগুলো মেয়ে চায়

মেয়েগুলো মুক্তি

আহা, কেউ কাউকে পায় না!

আগামীকাল রাতে তুমিও এসো

তড়িৎ চক্রবর্তী

সমস্ত শোষণ

আর হত্যার প্রতিবাদে।

বিশ্বব্যাপী মানুষ মারা যুদ্ধের-বিরুদ্ধে।

আমি এনে দেবো,

বিপ্লবের জলোচ্ছ্বাস।

সব প্রিয় মানুষের নতুন ঘর গড়ার কাজ হোক

আমার অস্থি দিয়ে।

সে জল্লাদের বিরুদ্ধে আওয়াজ করেছিল।

যুদ্ধে ছিঁড়ে তার উৎপত্তিস্থান।

হায়না বলেছিল।

শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে!

সে হারাইনি- জিতেছে লক্ষ মন।

সে লক্ষ কোটির মা বোন বা মেয়ে।

তোমাকে রক্ষার দায়িত্ব আমার হোক।

তাই।

আজ তারা দখল নেবে রাতের অর্ধেক আকাশ।

কাল পুরো দুনিয়াটা।

বসন্তবৃষ্টি

আকেল হায়দার

এতকাল আমার কাছে

বসন্ত বলে কিছু ছিল না

আমি ছিলাম টালমাটাল

এক রুদ্ধদ্বার নদী!

তুমি এসে বৃষ্টি নামালে-

মৃত গাঙে ঢেউ জাগালে

রুক্ষ ডালে কুঁড়ি ফোটালে

শীতার্ত বনে রোদ ছড়ালে...

আমাকে ফাগুন হাওয়ায়

তোমার আকাশে ওড়ালে

ইচ্ছেগুলো পাখি বানালে

স্বপ্নগুলোর ঘুম ভাঙালে!

সেই থেকে কেবল

উড়ছি আর উড়ছি-

আর তোমার মেঘে মেঘে

বসন্তের বৃষ্টি হয়ে ঝরছি...

ছবি

অস্থির পৃথিবীর মায়াবী কবি

ছবি

সম্প্রীতির সাধক মরমী বাউল উকিল মুন্সী

ছবি

‘দিবারাত্রির কাব্য’ এবং ‘দ্য আউটসাইডার’ এক নিবিড় সাযুজ্য

ছবি

চুক্তি লিখন

ছবি

লিওপল্ড সেদর সেঙ্ঘর-এর কবিতা

ছবি

হিমু ও হুমায়ূন আহমেদ

শরতের পদাবলি

সাময়িকী কবিতা

মার্কিন চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র লস এঞ্জেলেস

ছবি

যুদ্ধের জানালায় দাঁড়িয়ে

ছবি

শব্দঘর : বিপ্লব, দ্রোহ ও গুচ্ছ কবিতা সংখ্যা

ছবি

সাহিত্যের দর্শনানুসন্ধান

ছবি

সালভাতর কোয়াসিমোদোর কবিতা

ছবি

টুটু

ছবি

অর্ধেক জীবন

ছবি

ক্যান্ডি, শ্রীলঙ্কায় বেড়ানোর আদর্শ জায়গা

সাময়িকী কবিতা

ছবি

‘দূরের কার্নিশ’

ছবি

কবিতায় উড়ন্ত সারস

ছবি

সাহিত্যের দর্শনানুসন্ধান

ছবি

রবীন্দ্রসংগীত চর্চা, বাংলাদেশে-

শক্তিমান কবির কলমে গল্প

ছবি

শহীদুল হকের জীবন ও আমাদের রাজনৈতিক বাস্তবতা

ছবি

জলবন্দী স্বপ্ন

ছবি

কমল চক্রবর্তী, আদি ও অকৃত্রিম রিংমাস্টার

ছবি

নূরুল হক : আধুনিক মরমি কবি

ছবি

ও. হেনরি : ছোটগল্পের কালজয়ী অগ্রদূত

ছবি

নজরুল : বিশ্বতোরণে বৈজয়ন্তী মানব-বিজয়-কেতন

ছবি

নিছক সাজুর গল্প

সাময়িকী কবিতা

ছবি

কবিতায় বিশ্বস্ত স্বর

ছবি

স্মৃতির আয়নাজুড়ে শহীদ ভাই

ছবি

ব্যক্তিগত শহীদ

ছবি

দূরের তারাটিকে

ছবি

একটি দুর্বিনীত নাশকতার অন্তিম চিৎকার

ছবি

যেদিন সুবিমল মিশ্র চলে গেলেন

tab

সাময়িকী

সাময়িকী কবিতা

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বাজপাখিদের কথা

হাফিজুর রহমান

পাখা থাকলেও বাজপাখি কখনোই পাখি নয় কোনো

বরং বলতে পারি হিংস্র কোনো উড়–ক্কু সন্ত্রাস

পাখিদের নরম রোদের মতো স্নিগ্ধ অবয়ব, কিংবা

সহজাত মায়াবী শরীর নেই তার, নেই হৃদয়-ঐশ্বর্য;

কী ভীষণ সংহারক দৃষ্টির কাঠিন্য ফুটে থাকে সমস্ত অস্তিত্বে

পাখিদের দেহের ভুগোলে যতোখানি কোমলতা ফুটে থাকে

প্রাকৃতিক দেহের অস্তিত্বে পাখপাখালির শোভন সৌন্দর্যে

বাজপাখি সর্বদাই সেই স্বর্গীয় আনন্দ থেকে বঞ্চিত-প্রাণ এক,

তবুও তো পাখি, যদিও ক্রুরতা নৃশংসতা শব্দ দুটি সমার্থক তার।

পাখির শরীর নিয়ে সে কেবল কোমলতাহীন দেহের ভূগোল

মায়াহীন কায়ার পতাকা আর হিংস্রতার মর্মান্তিক পতাকা বিশেষ।

পাখিদের মায়াবী রোদের গতরে যেন হিং¯্রতার নিন্দিত ভূষণ

তাই পাখিদের কোমল শরীরে যে ঢেউ নাচে প্রকৃতির কোলে

পাখি নামে পৃথিবীতে উড়ে উড়ে সে কেবল তার বিপরীত দাহ।

অমানবিক জুলুমবাজ মানুষ যেমন কলঙ্কিত প্রাণীর শরীর শুধু!

মৃদু হাসে তরঙ্গিনী

শেখ মাসুম কামাল

আমি তারে বলি

এসো, ছৌ নাচ দেখি, রক্তনীলে

ময়ূরভঞ্জ ছৌ

মৃদু হাসে তরঙ্গিনী

পেছনে ভরাট আলো

কাঁপা কাঁপা ঢেউ মৃদঙ্গে।

এরপর

আমি তারে বলি

এসো, ছৌ নাচ দেখি প্রবুদ্ধ চোখে

মনিপুরী ছৌ

মৃদু হাসে তরঙ্গিনী।

বিচ্ছিন্ন দু’ধার, দীর্ঘ ব্যবধান

অবশেষে

আমি তারে বলি

ছৌ নাচ থাক, এসো ফুল তুলি,

এসো মালা গাঁথি

মৃদু হাসে তরঙ্গিনী।

রাত দখল

ফরিদা রানু

আমি একটি রাত দখল করতে চাই

তবে বাংলাদেশ

বা বহির্বিশ্বে নারীরা যেভাবে দখল করে

ঠিক সেভাবে নয়-

পুরুষ কি শুধু পশু?

নয় কারও আশ্রয়?

বঞ্চিতের পাশে দাঁড়ায়

আহ্লাদকে দেয় প্রশ্রয়!

আমিও রাত দখল করতে চাই

একটি নয়, দু’টি নয়

শত হাজার রাত দখল করতে চাই;

তবে পিতৃতন্ত্রের তুলোধুনা করে নয়

বরং মাতৃতন্ত্রের সম্মানে, আবেগে

সমুজ্জ্বল; স্ব-মহিমায়!

পুরুষ ও মেয়ে

তরুন ইউসুফ

পুরুষগুলো হাপিত্যেশ করতে থাকে

একেকটা মেয়ের জন্য

একেকটা মেয়ে হাপিত্যেশ করে

মুক্তি চায়

পুরুষগুলো কারাগারের দেয়ালে

লিখে রাখে মুক্তির গান

মেয়েগুলো গানের টানে

কারাগারে যায়

পুরুষগুলো মেয়ে চায়

মেয়েগুলো মুক্তি

আহা, কেউ কাউকে পায় না!

আগামীকাল রাতে তুমিও এসো

তড়িৎ চক্রবর্তী

সমস্ত শোষণ

আর হত্যার প্রতিবাদে।

বিশ্বব্যাপী মানুষ মারা যুদ্ধের-বিরুদ্ধে।

আমি এনে দেবো,

বিপ্লবের জলোচ্ছ্বাস।

সব প্রিয় মানুষের নতুন ঘর গড়ার কাজ হোক

আমার অস্থি দিয়ে।

সে জল্লাদের বিরুদ্ধে আওয়াজ করেছিল।

যুদ্ধে ছিঁড়ে তার উৎপত্তিস্থান।

হায়না বলেছিল।

শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে!

সে হারাইনি- জিতেছে লক্ষ মন।

সে লক্ষ কোটির মা বোন বা মেয়ে।

তোমাকে রক্ষার দায়িত্ব আমার হোক।

তাই।

আজ তারা দখল নেবে রাতের অর্ধেক আকাশ।

কাল পুরো দুনিয়াটা।

বসন্তবৃষ্টি

আকেল হায়দার

এতকাল আমার কাছে

বসন্ত বলে কিছু ছিল না

আমি ছিলাম টালমাটাল

এক রুদ্ধদ্বার নদী!

তুমি এসে বৃষ্টি নামালে-

মৃত গাঙে ঢেউ জাগালে

রুক্ষ ডালে কুঁড়ি ফোটালে

শীতার্ত বনে রোদ ছড়ালে...

আমাকে ফাগুন হাওয়ায়

তোমার আকাশে ওড়ালে

ইচ্ছেগুলো পাখি বানালে

স্বপ্নগুলোর ঘুম ভাঙালে!

সেই থেকে কেবল

উড়ছি আর উড়ছি-

আর তোমার মেঘে মেঘে

বসন্তের বৃষ্টি হয়ে ঝরছি...

back to top