alt

সাময়িকী

শব্দঘর : বিপ্লব, দ্রোহ ও গুচ্ছ কবিতা সংখ্যা

সাময়িকী ডেস্ক : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক মোহিত কামাল সম্পাদিত শিল্প-সাহিত্যের মাসিক পত্রিকা ‘শব্দঘর’ প্রকাশিত হয়েছে একাদশ বর্ষ, নবম-দশম সংখ্যাটি। বর্তমান সংখ্যাটি আগস্ট-সেপ্টেম্বর ২০২৪ মিলে একত্রে প্রকাশিত হয়েছে।

গত এগারোটি বছর ধরে আমাদের সাহিত্যাঙ্গনে খুব দাপটের সঙ্গেই নিজের অবস্থানকে জানান দিয়েছে শুদ্ধ শব্দের নান্দনিক গৃহ ‘শব্দঘর’। সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ ও স্বখ্যাত অগ্রজ লেখকদের লেখায় সমৃদ্ধ ‘শব্দঘর’। পত্রিকাটি সম্পূর্ণ অরাজনৈতিক, সত্য ও শিল্পের স্বাধীনতায় বিশ^াসী একটি অনন্য প্রকাশনা। বিশুদ্ধ সাহিত্যের প্রতি কমিটমেন্ট ব্যতীত এর অন্য কোনো উদ্দেশ্য নেই। এটি মূলত শিল্প ও সাহিত্যের বিকাশে নিরন্তর একটি সাহিত্যানুশীলনের কাগজ। প্রতিটি সংখ্যার কনটেন্ট ও লেখকসূচিতে তার প্রমাণ রয়েছে।

এ সংখ্যাটির বিশেষত্ব, এটি একটি প্রতিবাদী সংখ্যা। মূল ফোকাস : গুচ্ছ কবিতা। সম্পাদকীয় শিরোনাম “সময়ের স্বর : বিপ্লব-দ্রোহের শব্দস্বর”। কবিতা ও গল্পে প্রকাশিত হয়েছে এই বিপ্লব ও দ্রোহ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এবারের সংখ্যাটি মূলত কবিতা, গল্প ও নজরুলের ‘বিদ্রোহী’ ও ‘ভাঙার গান’ কবিতার বিপ্লবী সত্তাকে কেন্দ্রে রেখে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে সম্পাদক মোহিত কামাল তাঁর সম্পাদকীয় ভাষ্যে বলেছেন: “শব্দঘর এ সংখ্যায় আমরা ধরে রাখার চেষ্টা করেছি সময়ের স্বরটা। এ সময়ের কবি-সাহিত্যিকদের সৃজনপ্রভায় শব্দ-দলিল হিসেবে কবিতা-গল্পে ধরা থাকল অবিশ^াস্য আন্দোলনের জয়ধ্বনি, আত্মত্যাগী বীরদের নিয়ে অমর গাথা।

প্রাসঙ্গিকভাবেই আলোচনা করা হয়েছে ‘বিদ্রোহী কবিতার মর্মকথা, এর মনস্তাত্ত্বিক আবেদন এবং ‘ভাঙার গান’-এর ভিন্নরকম বিশ্লেষণ। নজরুলের বিদ্রোহী সত্তার অমূল্য সম্পদও শ্রদ্ধা-মমতা-ভালোবাসায় তুলে রাখা হলো ভবিষ্যতের পাঠকদের জন্য।”

এ ‘সংখ্যার প্রচ্ছদ রচনা : সময়ের শব্দস্বর’-এ বিদ্রোহী কবিতা ও ভাঙার গান নিয়ে লিখেছেন: আহমেদ মাওলা, মাহবুবুল হক, আবিদ আনোয়ার ও মোহিত কামাল। সময়ের গল্পের স্বরে গল্প লিখেছেন: দীপু মাহমুদ, মঈন শেখ, ফজলুল কবিরী, আসাদুল্লাহ্ মামুন, সাব্বির জাদিদ, হুসাইন হানিফ ও মাহবুব ময়ূখ রিশাদ।

২৯ জন কবির গুচ্ছ কবিতা সংকলিত হয়েছে সংখ্যাটিতে। এ সম্পর্কে সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে: “আন্দোলনের শুরুর আগে থেকেই গুচ্ছ কবিতা সংখ্যা প্রকাশের পরিকল্পনা করেছিলাম আমরা। উৎকণ্ঠাও বেড়ে গিয়েছিল। বুঝিবা কাক্সিক্ষত কবিতাগুচ্ছ দিয়ে সাজানো সম্ভব হবে না ‘শব্দঘর’ বিশেষ সংখ্যাটি। ভেবেছিলাম কবিতার দেহ ও আত্মার খোঁজ পাব না; প্রাণের সন্ধানও আবিষ্কার করা সম্ভব হবে না। অথচ সঠিক সময়ে প্রাপ্ত অধিকাংশ কবিতায় আমরা দেখার সুযোগ পেলাম অনন্য, উজ্জ্বল চিত্রকল্প। এসবের ভেতর থেকে কবিতার আত্মার স্বর, কবিদের প্রাণের গহনতলের প্রাণ শব্দতুলিতে ভর করে উঠে এসেছে শব্দঘরের পাতায় পাতায়। অক্ষর দিয়ে আঁকা ঊনত্রিশজন কবির নির্মাণ অসাধারণ সব কবিতা। নবীন প্রবীণের এই মিলনমেলা থেকে প্রবলভাবে উৎকীর্ণ হয়েছে বহুমাত্রিক বোধ, সৃষ্টিশীল রূপান্তর, প্রণোদনা- ক্রিয়েটিভ ইমাজিনেশন।”

নতুন নতুন চিত্রকল্প আর উপমা-মেটাফরে উজ্জ্বল গুচ্ছ কবিতা লিখেছেন- শিহাব সরকার, হাসান হাফিজ, দিলারা হাফিজ, জাহিদ হায়দার, গোলাম কিবরিয়া পিনু, শামস আল মমীন, সরকার মাসুদ, হারিসুল হক, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, জুয়েল মাজহার, মারুফুল ইসলাম, খালেদ হোসাইন, বদরুজ্জামান আলমগীর, সাজজাদ আরেফিন, সৈকত হাবিব, মতিন রায়হান, ভাগ্যধন বড়–য়া, ফারহানা রহমনা, ওবায়েদ আকাশ, জুনান নাশিত, মুশাররাত, অতনু তিয়াস, তুষার কবির, সাকিরা পারভীন, আহমদ সায়েম, ডালিয়া চৌধুরী, আফরোজা সোমা ও হাসনাত শোয়েব।

এই গুচ্ছ কবিতার বাইরে ‘কবিতার স্বর’ শিরোনামে প্রকাশিত হয়েছে আরও ১৭ কবির একক কবিতা। লিখেছেন: মোহন রায়হান, মাহমুদ কামাল, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, সৌমিত বসু, মোস্তাক রহমান, কাজী জহিরুল ইসলাম, কামরুজ্জামান, টোকন ঠাকুর, আদিত্য নজরুল, শরাফাত হোসেন, আবু সাঈদ, আকিব শিকদার, ইমরান মাহফুজ, আজিজুল হক, আইনাল হক ও মনসুর আহমেদ। সবশেষে জাকারিয়া সিরাজী ও সায়ীদ আবুবকরের ইংরেজি অনুবাদে প্রকাশিত হয়েছে শামসুর রাহমান ও আল মাহমুদের কবিতা।

এছাড়া সদ্য প্রয়াত সাহিত্যিক মনিরুজ্জামানের সাক্ষাৎকার প্রকাশ বর্তমান সংখ্যাটিকে আরও বিশিষ্টতা দিয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন এহসানুল কবির। অসাধারণ নান্দনিক অলঙ্করণে সব সময় প্রকাশিত হয় শব্দঘর। স্পর্শ থাকে একাধিক শিল্পীর। এ সংখ্যার অসামান্য সব অলঙ্করণ করেছেন- ধ্রুব এষ, আলপ্তগীন তুষার, নাজিব তারেক, রজত ও শতাব্দী জাহিদ। এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

পত্রিকার প্রকাশনা থেকে লেখকসূচি ও লেখার মান বিচারে আমাদের শিল্প-সাহিত্যাঙ্গনে বর্তমান সংখ্যাটি একটি অনন্য সংযোজন সন্দেহ নেই।

এভাবে সময়কে ধারণ করে এমন একটি অসামান্য সংখ্যা উপহার দেয়ার জন্য সম্পাদক মোহিত কামাল নিঃসন্দেহে ধন্যবাদ ও অভিনন্দন পাবার যোগ্য, এতে সন্দেহ নেই।

ছবি

আবদুল মান্নান সৈয়দের ‘ভাঙানৌকা’

ছবি

সাময়িকী কবিতা

ছবি

বায়োস্কোপ

ছবি

জরিনা আখতারের কবিতা আত্ম-আবিষ্কার ও মুক্তি

ছবি

শহীদ সাবেরের সাহিত্য চিন্তা ও জীবনের সমন্বয়

ছবি

বাংলা ছোটগল্পের অনন্য রূপকার নরেন্দ্রনাথ মিত্র

ছবি

প্রেম, দর্শন ও অখণ্ডতা

ছবি

প্রতিবাদী চেতনার উর্বর ময়দান

ছবি

রবীন্দ্রনাথের আদি পুরুষের শেকড়

ছবি

ভেঙে পড়ে অন্তর্গহনের প্রগাঢ় অনুভূতি

সাময়িকী কবিতা

ছবি

রহস্যময় পাহাড়ী মানব

ছবি

ফ্রিদা কাহলো : আত্মপ্রকাশের রঙিন ক্যানভাস

ছবি

জ্যাজ সংঙ্গীতের তাৎক্ষণিক সৃষ্টিশীলতা

সাময়িকী কবিতা

ছবি

নক্ষত্রের ধ্রুবতারা অধ্যাপক শুভাগত চৌধুরী

ছবি

নজরুল ও তাঁর সুন্দর

ছবি

নতুন বইয়ের খবর

ছবি

‘আমার চোখ যখন আমাকেই দেখে’- প্রেম ও প্রকৃতির সেতুবন্ধ

ছবি

পূষন ও বৃষ্টির গল্প

ছবি

নিরামিষ চর্চার বিরল আখ্যান

ছবি

‘আমি বাংলায় দেখি স্বপ্ন’

সাময়িকী কবিতা

ছবি

ভ্রম

ছবি

পালকের চিহ্নগুলো

ছবি

নতুন বইয়ের খবর

ছবি

রফিক আজাদের কবিতা

ছবি

ধূসর পাণ্ডুলিপি পরিবহন

ছবি

চৈত্রের কোনো এক মধ্যরাতে

ছবি

দেশভাগের বিপর্যয় ও ‘জলপাইহাটি’র জীবনানন্দ দাশ

ছবি

সামান্য ভুল

সাময়িকী কবিতা

ছবি

আধুনিক বাংলা কবিতার প্রথাভাঙা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত

ছবি

ধুলোময় জীবনের মেটাফর

ছবি

স্কুলটি ছোট্ট বটে

ছবি

নতুন বইয়ের খবর

tab

সাময়িকী

শব্দঘর : বিপ্লব, দ্রোহ ও গুচ্ছ কবিতা সংখ্যা

সাময়িকী ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক মোহিত কামাল সম্পাদিত শিল্প-সাহিত্যের মাসিক পত্রিকা ‘শব্দঘর’ প্রকাশিত হয়েছে একাদশ বর্ষ, নবম-দশম সংখ্যাটি। বর্তমান সংখ্যাটি আগস্ট-সেপ্টেম্বর ২০২৪ মিলে একত্রে প্রকাশিত হয়েছে।

গত এগারোটি বছর ধরে আমাদের সাহিত্যাঙ্গনে খুব দাপটের সঙ্গেই নিজের অবস্থানকে জানান দিয়েছে শুদ্ধ শব্দের নান্দনিক গৃহ ‘শব্দঘর’। সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ ও স্বখ্যাত অগ্রজ লেখকদের লেখায় সমৃদ্ধ ‘শব্দঘর’। পত্রিকাটি সম্পূর্ণ অরাজনৈতিক, সত্য ও শিল্পের স্বাধীনতায় বিশ^াসী একটি অনন্য প্রকাশনা। বিশুদ্ধ সাহিত্যের প্রতি কমিটমেন্ট ব্যতীত এর অন্য কোনো উদ্দেশ্য নেই। এটি মূলত শিল্প ও সাহিত্যের বিকাশে নিরন্তর একটি সাহিত্যানুশীলনের কাগজ। প্রতিটি সংখ্যার কনটেন্ট ও লেখকসূচিতে তার প্রমাণ রয়েছে।

এ সংখ্যাটির বিশেষত্ব, এটি একটি প্রতিবাদী সংখ্যা। মূল ফোকাস : গুচ্ছ কবিতা। সম্পাদকীয় শিরোনাম “সময়ের স্বর : বিপ্লব-দ্রোহের শব্দস্বর”। কবিতা ও গল্পে প্রকাশিত হয়েছে এই বিপ্লব ও দ্রোহ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এবারের সংখ্যাটি মূলত কবিতা, গল্প ও নজরুলের ‘বিদ্রোহী’ ও ‘ভাঙার গান’ কবিতার বিপ্লবী সত্তাকে কেন্দ্রে রেখে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে সম্পাদক মোহিত কামাল তাঁর সম্পাদকীয় ভাষ্যে বলেছেন: “শব্দঘর এ সংখ্যায় আমরা ধরে রাখার চেষ্টা করেছি সময়ের স্বরটা। এ সময়ের কবি-সাহিত্যিকদের সৃজনপ্রভায় শব্দ-দলিল হিসেবে কবিতা-গল্পে ধরা থাকল অবিশ^াস্য আন্দোলনের জয়ধ্বনি, আত্মত্যাগী বীরদের নিয়ে অমর গাথা।

প্রাসঙ্গিকভাবেই আলোচনা করা হয়েছে ‘বিদ্রোহী কবিতার মর্মকথা, এর মনস্তাত্ত্বিক আবেদন এবং ‘ভাঙার গান’-এর ভিন্নরকম বিশ্লেষণ। নজরুলের বিদ্রোহী সত্তার অমূল্য সম্পদও শ্রদ্ধা-মমতা-ভালোবাসায় তুলে রাখা হলো ভবিষ্যতের পাঠকদের জন্য।”

এ ‘সংখ্যার প্রচ্ছদ রচনা : সময়ের শব্দস্বর’-এ বিদ্রোহী কবিতা ও ভাঙার গান নিয়ে লিখেছেন: আহমেদ মাওলা, মাহবুবুল হক, আবিদ আনোয়ার ও মোহিত কামাল। সময়ের গল্পের স্বরে গল্প লিখেছেন: দীপু মাহমুদ, মঈন শেখ, ফজলুল কবিরী, আসাদুল্লাহ্ মামুন, সাব্বির জাদিদ, হুসাইন হানিফ ও মাহবুব ময়ূখ রিশাদ।

২৯ জন কবির গুচ্ছ কবিতা সংকলিত হয়েছে সংখ্যাটিতে। এ সম্পর্কে সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে: “আন্দোলনের শুরুর আগে থেকেই গুচ্ছ কবিতা সংখ্যা প্রকাশের পরিকল্পনা করেছিলাম আমরা। উৎকণ্ঠাও বেড়ে গিয়েছিল। বুঝিবা কাক্সিক্ষত কবিতাগুচ্ছ দিয়ে সাজানো সম্ভব হবে না ‘শব্দঘর’ বিশেষ সংখ্যাটি। ভেবেছিলাম কবিতার দেহ ও আত্মার খোঁজ পাব না; প্রাণের সন্ধানও আবিষ্কার করা সম্ভব হবে না। অথচ সঠিক সময়ে প্রাপ্ত অধিকাংশ কবিতায় আমরা দেখার সুযোগ পেলাম অনন্য, উজ্জ্বল চিত্রকল্প। এসবের ভেতর থেকে কবিতার আত্মার স্বর, কবিদের প্রাণের গহনতলের প্রাণ শব্দতুলিতে ভর করে উঠে এসেছে শব্দঘরের পাতায় পাতায়। অক্ষর দিয়ে আঁকা ঊনত্রিশজন কবির নির্মাণ অসাধারণ সব কবিতা। নবীন প্রবীণের এই মিলনমেলা থেকে প্রবলভাবে উৎকীর্ণ হয়েছে বহুমাত্রিক বোধ, সৃষ্টিশীল রূপান্তর, প্রণোদনা- ক্রিয়েটিভ ইমাজিনেশন।”

নতুন নতুন চিত্রকল্প আর উপমা-মেটাফরে উজ্জ্বল গুচ্ছ কবিতা লিখেছেন- শিহাব সরকার, হাসান হাফিজ, দিলারা হাফিজ, জাহিদ হায়দার, গোলাম কিবরিয়া পিনু, শামস আল মমীন, সরকার মাসুদ, হারিসুল হক, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, জুয়েল মাজহার, মারুফুল ইসলাম, খালেদ হোসাইন, বদরুজ্জামান আলমগীর, সাজজাদ আরেফিন, সৈকত হাবিব, মতিন রায়হান, ভাগ্যধন বড়–য়া, ফারহানা রহমনা, ওবায়েদ আকাশ, জুনান নাশিত, মুশাররাত, অতনু তিয়াস, তুষার কবির, সাকিরা পারভীন, আহমদ সায়েম, ডালিয়া চৌধুরী, আফরোজা সোমা ও হাসনাত শোয়েব।

এই গুচ্ছ কবিতার বাইরে ‘কবিতার স্বর’ শিরোনামে প্রকাশিত হয়েছে আরও ১৭ কবির একক কবিতা। লিখেছেন: মোহন রায়হান, মাহমুদ কামাল, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, সৌমিত বসু, মোস্তাক রহমান, কাজী জহিরুল ইসলাম, কামরুজ্জামান, টোকন ঠাকুর, আদিত্য নজরুল, শরাফাত হোসেন, আবু সাঈদ, আকিব শিকদার, ইমরান মাহফুজ, আজিজুল হক, আইনাল হক ও মনসুর আহমেদ। সবশেষে জাকারিয়া সিরাজী ও সায়ীদ আবুবকরের ইংরেজি অনুবাদে প্রকাশিত হয়েছে শামসুর রাহমান ও আল মাহমুদের কবিতা।

এছাড়া সদ্য প্রয়াত সাহিত্যিক মনিরুজ্জামানের সাক্ষাৎকার প্রকাশ বর্তমান সংখ্যাটিকে আরও বিশিষ্টতা দিয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন এহসানুল কবির। অসাধারণ নান্দনিক অলঙ্করণে সব সময় প্রকাশিত হয় শব্দঘর। স্পর্শ থাকে একাধিক শিল্পীর। এ সংখ্যার অসামান্য সব অলঙ্করণ করেছেন- ধ্রুব এষ, আলপ্তগীন তুষার, নাজিব তারেক, রজত ও শতাব্দী জাহিদ। এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

পত্রিকার প্রকাশনা থেকে লেখকসূচি ও লেখার মান বিচারে আমাদের শিল্প-সাহিত্যাঙ্গনে বর্তমান সংখ্যাটি একটি অনন্য সংযোজন সন্দেহ নেই।

এভাবে সময়কে ধারণ করে এমন একটি অসামান্য সংখ্যা উপহার দেয়ার জন্য সম্পাদক মোহিত কামাল নিঃসন্দেহে ধন্যবাদ ও অভিনন্দন পাবার যোগ্য, এতে সন্দেহ নেই।

back to top