গত ২৮ মে ২০২৪ ‘সংবাদ সাময়িকী’তে প্রকাশিত হয় সাহিত্য ও চিন্তার কাগজ “অগ্রবীজ”-এর সম্প্রতি প্রকাশিত ‘অনুবাদ সাহিত্য’ সংখ্যা নিয়ে একটি নাতিদীর্ঘ আলোচনা। কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে: এর পূর্বের সংখ্যাটি ছিল “বাঙালির নাট্যচিন্তা” সংখ্যা। তথ্যটি সঠিক ছিল না। প্রকৃত সত্য হলো ‘অুনবাদ সাহিত্য’ সংখ্যার পূর্বের সংখ্যাটির বিষয় ছিল “কবিতা পড়া, কবিতা লেখা”। অগ্রবীজের সম্পাদকম-লীতে আছেনÑ কবি সুব্রত অগাস্টিন গোমেজ, কবি সৌম্য দাশগুপ্ত, কবি তাপস গায়েন, প্রাবন্ধিক চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ এবং প্রাবন্ধিক সুবিমল চক্রবর্তী। এই সম্পাদক প্যানেল থেকে প্রতিটি সংখ্যার জন্য আলাদা আলাদাভাবে একজন করে সম্পাদক নির্বাচিত হন। সেই সূত্রে ‘কবিতা পড়া, কবিতা লেখা’ সংখ্যাটির সম্পাদক সৌম্য দাশগুপ্ত।
এ সংখ্যার লেখক তালিকায় আছেনÑ আহ্বান পাত্র, অনির্বাণ মুখোপাধ্যায়, জয় গোস্বামী, রণজিৎ দাশ, গৌতম চৌধুরী, গৌতম বসু, সাজ্জাদ শরিফ, তাপস গায়েন, তপোমন ঘোষ প্রমুখ। আনওয়ার ফারুকের করা একই প্রচ্ছদের রঙ পরিবর্তন করে প্রকাশিত হয়েছে এ সংখ্যাটিও। সংখ্যাটি প্রকাশিত হয়েছে মে ২০২২ মাসে।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
গত ২৮ মে ২০২৪ ‘সংবাদ সাময়িকী’তে প্রকাশিত হয় সাহিত্য ও চিন্তার কাগজ “অগ্রবীজ”-এর সম্প্রতি প্রকাশিত ‘অনুবাদ সাহিত্য’ সংখ্যা নিয়ে একটি নাতিদীর্ঘ আলোচনা। কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে: এর পূর্বের সংখ্যাটি ছিল “বাঙালির নাট্যচিন্তা” সংখ্যা। তথ্যটি সঠিক ছিল না। প্রকৃত সত্য হলো ‘অুনবাদ সাহিত্য’ সংখ্যার পূর্বের সংখ্যাটির বিষয় ছিল “কবিতা পড়া, কবিতা লেখা”। অগ্রবীজের সম্পাদকম-লীতে আছেনÑ কবি সুব্রত অগাস্টিন গোমেজ, কবি সৌম্য দাশগুপ্ত, কবি তাপস গায়েন, প্রাবন্ধিক চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ এবং প্রাবন্ধিক সুবিমল চক্রবর্তী। এই সম্পাদক প্যানেল থেকে প্রতিটি সংখ্যার জন্য আলাদা আলাদাভাবে একজন করে সম্পাদক নির্বাচিত হন। সেই সূত্রে ‘কবিতা পড়া, কবিতা লেখা’ সংখ্যাটির সম্পাদক সৌম্য দাশগুপ্ত।
এ সংখ্যার লেখক তালিকায় আছেনÑ আহ্বান পাত্র, অনির্বাণ মুখোপাধ্যায়, জয় গোস্বামী, রণজিৎ দাশ, গৌতম চৌধুরী, গৌতম বসু, সাজ্জাদ শরিফ, তাপস গায়েন, তপোমন ঘোষ প্রমুখ। আনওয়ার ফারুকের করা একই প্রচ্ছদের রঙ পরিবর্তন করে প্রকাশিত হয়েছে এ সংখ্যাটিও। সংখ্যাটি প্রকাশিত হয়েছে মে ২০২২ মাসে।