খুলনা মহানগরীর বড় বাজারের বার্মাশীল রোড এলাকায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড সংলগ্ন আহসান উল্লাহ ট্রেডার্স নামে একটি পাটের বস্তার গুদামে ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশের জে কে ট্রেডার্স, জান এন্টারপ্রাইজ ও আলহামদুলিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে।
খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, আগুন লাগার সময় সব দোকান বন্ধ ছিল। তারা জানতে পেরেছেন, মালবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে আহসান উল্লাহ ট্রেডার্সের চালের ওপর পড়ে। ওই গুদামের টিনের চালের ওপর পড়ার সঙ্গে সঙ্গে গুদামে আগুন লেগে যায়। পরে তা পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
খুলনা মহানগরীর বড় বাজারের বার্মাশীল রোড এলাকায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড সংলগ্ন আহসান উল্লাহ ট্রেডার্স নামে একটি পাটের বস্তার গুদামে ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশের জে কে ট্রেডার্স, জান এন্টারপ্রাইজ ও আলহামদুলিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে।
খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, আগুন লাগার সময় সব দোকান বন্ধ ছিল। তারা জানতে পেরেছেন, মালবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে আহসান উল্লাহ ট্রেডার্সের চালের ওপর পড়ে। ওই গুদামের টিনের চালের ওপর পড়ার সঙ্গে সঙ্গে গুদামে আগুন লেগে যায়। পরে তা পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।