মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণস্থল থেকে ১০ টন রড ডাকাতি হয়েছে। শনিবার রাতে পুকুরিয়া এলাকায় সংঘটিত এই ঘটনায় ডাকাতেরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে রডগুলো নিয়ে যায়।
পুলিশ, নিরাপত্তাকর্মী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সূত্রে জানা যায়, পিজিসিবি মানিকগঞ্জ শহর থেকে শিবালয় উপজেলার সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য সঞ্চালন লাইন নির্মাণ করছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণ কাজের জন্য ব্যবহৃত লোহার রডগুলো পুকুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সংরক্ষণ করা হয়েছিল। সেখানে টিনের বেড়াবেষ্টিত স্থানে অন্যান্য নির্মাণসামগ্রীসহ রডগুলো রাখা ছিল।
রোববার সকালে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মী আবদুল আলীম জানান, সাত-আটজন মুখোশ পরিহিত ডাকাত ভেতরে ঢুকে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে। এরপর অপর নিরাপত্তাকর্মী উত্তমকে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতেরা একটি ট্রাকে রডগুলো লোড করে নিয়ে যায়। তাঁর ধারণা, বাইরে আরও বেশ কয়েকজন ডাকাত অপেক্ষা করছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ জানান, ভোরে ঘটনাটি পুলিশকে জানানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
রোববার, ২৪ নভেম্বর ২০২৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণস্থল থেকে ১০ টন রড ডাকাতি হয়েছে। শনিবার রাতে পুকুরিয়া এলাকায় সংঘটিত এই ঘটনায় ডাকাতেরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে রডগুলো নিয়ে যায়।
পুলিশ, নিরাপত্তাকর্মী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সূত্রে জানা যায়, পিজিসিবি মানিকগঞ্জ শহর থেকে শিবালয় উপজেলার সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য সঞ্চালন লাইন নির্মাণ করছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণ কাজের জন্য ব্যবহৃত লোহার রডগুলো পুকুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সংরক্ষণ করা হয়েছিল। সেখানে টিনের বেড়াবেষ্টিত স্থানে অন্যান্য নির্মাণসামগ্রীসহ রডগুলো রাখা ছিল।
রোববার সকালে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মী আবদুল আলীম জানান, সাত-আটজন মুখোশ পরিহিত ডাকাত ভেতরে ঢুকে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে। এরপর অপর নিরাপত্তাকর্মী উত্তমকে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতেরা একটি ট্রাকে রডগুলো লোড করে নিয়ে যায়। তাঁর ধারণা, বাইরে আরও বেশ কয়েকজন ডাকাত অপেক্ষা করছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ জানান, ভোরে ঘটনাটি পুলিশকে জানানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে।