গত সপ্তাহে টানা ৬ দিন আন্দোলন শেষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ ছাড়লেও গতকাল সন্ধ্যা থেকে আবার আন্দোলনে নেমেছে তারা।
শিল্প পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় চার ঘন্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও আজ সকাল ৯টা থেকে পুনরায় চন্দ্রা -নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেছে শ্রমিকরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। এখনো যারা বেতন পাননি তারা ফের সড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানিয়ে এ অবরোধ করেছেন।
শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ ইন্সপেক্টর রাজীব হোসেন সংবাদকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল থেকেই তাদের বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এখন দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ১০টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি ছিল। বেতনের দাবিতে গত ১৬ নভেম্বর শনিবার থেকে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওইদিন সন্ধ্যা পৌনে ৮ টার দিকে শ্রমিকরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকরা সড়ে গেলে চন্দ্রা-নবীনগর সড়কদিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক থাকলেও ফের সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
এতে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ওই পথে গমনাগমনকারীরা ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
গত সপ্তাহে টানা ৬ দিন আন্দোলন শেষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ ছাড়লেও গতকাল সন্ধ্যা থেকে আবার আন্দোলনে নেমেছে তারা।
শিল্প পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় চার ঘন্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও আজ সকাল ৯টা থেকে পুনরায় চন্দ্রা -নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেছে শ্রমিকরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। এখনো যারা বেতন পাননি তারা ফের সড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানিয়ে এ অবরোধ করেছেন।
শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ ইন্সপেক্টর রাজীব হোসেন সংবাদকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল থেকেই তাদের বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এখন দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ১০টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি ছিল। বেতনের দাবিতে গত ১৬ নভেম্বর শনিবার থেকে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওইদিন সন্ধ্যা পৌনে ৮ টার দিকে শ্রমিকরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকরা সড়ে গেলে চন্দ্রা-নবীনগর সড়কদিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক থাকলেও ফের সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
এতে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ওই পথে গমনাগমনকারীরা ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।