হবিগঞ্জ শহরে ২০০ বছরের পুরোনো একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগে চার ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। নোটিশে সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের পুকুর ভরাটের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘন করে পরিবেশদূষণ ও প্রতিবেশব্যবস্থার ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। একইসাথে, পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপরিচালক আখতারুজ্জামান টুকু এই চিঠি স্বাক্ষর করেছেন।
গত শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, হবিগঞ্জ শহরের গোপীনাথপুর এলাকায় ১ একর ৫৩ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের মালিকানাধীন। সম্প্রতি কিছু বাসিন্দা পুকুরের একাংশ দখল করে মাটি ফেলে ভরাট করছেন। এ ঘটনায় এলাকাবাসীরা বাধা দিলেও রাতের আঁধারে মাটি ফেলা অব্যাহত থাকে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
হবিগঞ্জ শহরে ২০০ বছরের পুরোনো একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগে চার ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। নোটিশে সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের পুকুর ভরাটের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘন করে পরিবেশদূষণ ও প্রতিবেশব্যবস্থার ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। একইসাথে, পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপরিচালক আখতারুজ্জামান টুকু এই চিঠি স্বাক্ষর করেছেন।
গত শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, হবিগঞ্জ শহরের গোপীনাথপুর এলাকায় ১ একর ৫৩ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের মালিকানাধীন। সম্প্রতি কিছু বাসিন্দা পুকুরের একাংশ দখল করে মাটি ফেলে ভরাট করছেন। এ ঘটনায় এলাকাবাসীরা বাধা দিলেও রাতের আঁধারে মাটি ফেলা অব্যাহত থাকে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন।