গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকসহ গ্রেফতার হওয়া এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া মো. সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২০২টি ইয়াবাসহ তাকে আটক করে।
সোমবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহানের পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের নেতাদের সোহানের সঙ্গে সাংগঠনিক কোনো কার্যক্রমে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, “মাদকের সঙ্গে জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই। সংগঠনবিরোধী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ কারণেই সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এর আগে সোমবার ভোরে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোহানকে আটক করা হয়। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকসহ গ্রেফতার হওয়া এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া মো. সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২০২টি ইয়াবাসহ তাকে আটক করে।
সোমবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহানের পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের নেতাদের সোহানের সঙ্গে সাংগঠনিক কোনো কার্যক্রমে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, “মাদকের সঙ্গে জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই। সংগঠনবিরোধী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ কারণেই সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এর আগে সোমবার ভোরে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোহানকে আটক করা হয়। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।