বগুড়ার শেরপুরে বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান লেখার অভিযোগে জনি (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক জনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজরোড এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা বলেন, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুণ্যতলা, বনমরিচা বটতলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা’ এসব স্লোগান লেখা দেখতে পাওয়া। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার সকালে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে গেলে আটক জনি মোবাইল ফোনে জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। পরে তাকে বনমরিচা থেকে আটক করলে সে লেখার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। আটককৃত জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
বগুড়ার শেরপুরে বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান লেখার অভিযোগে জনি (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক জনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজরোড এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা বলেন, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুণ্যতলা, বনমরিচা বটতলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা’ এসব স্লোগান লেখা দেখতে পাওয়া। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার সকালে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে গেলে আটক জনি মোবাইল ফোনে জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। পরে তাকে বনমরিচা থেকে আটক করলে সে লেখার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। আটককৃত জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।