খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, অর্ণব তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন। তখন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা নগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, অর্ণব তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন। তখন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা নগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।