alt

সারাদেশ

রাবিতে বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তার শঙ্কা

প্রতিনিধি, রাবি : রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

রাবি : সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি -সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। গত তিন মাসে মোট চুরির সংখ্যা প্রায় পঁচিশটি। চুরি যাওয়া সাইকেলের একটিও ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত তিন মাসের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, চুরি যাওয়া সাইকেলগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্তাগারের সামনে থেকে ৪টি, ড.মুহাম্মাদ শহিদুল্লাহ একাডেমিক ভবন থেকে ৩টি, কাজলা গেইট সংলগ্ন মসজিদের সামনে থেকে ৩টি, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন থেকে ৩টি, মতিহার হল থেকে ২টি, সোহরাওয়ার্দী হল থেকে ২টি, মাদার বখশ হল থেকে ১টি, শাহ মাখদুম হল থেকে ২টি, কেন্দ্রীয় মসজিদ থেকে ১, শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে থেকে ১টি, বঙ্গবন্ধু হলের সামনে থেকে ১টি, মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন থেকে ২টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

ক্যাম্পাসে একটি সাইকেল অনেক শিক্ষার্থীর কাছেই বেশ গুরুত্বপূর্ণ। টিউশনি, ক্লাস কিংবা অন্যান্য কাজগুলোতে ব্যবহারের জন্য অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন হয়ে ওঠে নিজের কষ্টার্জিত টাকায় কেনা অত্যন্ত প্রয়োজনীয় এই বাহনটি। তবে সাইকেল চুরির ঘটনায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। চুরি যাওয়া সাইকেলগুলো ফেরত না পাওয়ায় প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ক্ষোভও প্রকাশ করছেন অনেকেই।

যোগাযোগের একমাত্র বাহনটি হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী আল-আমিন বলেন, ক্যাম্পাসের সাইকেল চুরির মূল কারণ প্রশাসনের গাফিলতি ও বহিরাগতদের অবাধ প্রবেশ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি নেই বা সিসিটিভি থাকলেও বেশিরভাগই অচল বা হার্ডডিস্ক নষ্ট। গ্যারেজের সংখ্যা কম এবং গ্যারেজে থাকে না পর্যাপ্ত টোকেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর হতে হবে। বহিরাগতদের ক্লাস পিরিয়ডে প্রবেশ নিষিদ্ধ, সিসিটিভি স্থাপন ও গ্যারেজ-টোকেন ব্যবস্থা উন্নত করা জরুরি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী আরমানুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সাইকেল চুরি, ছিনতাই প্রভৃতি অপরাধ বৃদ্ধির মূল কারণ বহিরাগতদের অবাধ বিচরণ ও পর্যাপ্ত নিরাপত্তার অভাব। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্রতিটি হল, একাডেমিক ভবন, কাজলা ও সেন্ট্রাল মসজিদে সার্বক্ষণিক সিসিটিভি স্থাপন এবং গেটগুলোতে কড়া চেকিং ব্যবস্থা চালু করা জরুরি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। পুলিশ ও প্রশাসনের কার্যকারিতা কমে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে গার্ড ও নিরাপত্তা কর্মীর সংকটের কারণে গেট, একাডেমিক ভবন ও হলে যে সাইকেল গেরেজ আছে তা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়া, ওই সময়ে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম ভাঙচুর হওয়ায় নজরদারি ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে।

বহিরাগতদের ক্যাম্পাসে আসা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন এক ভৌগোলিক অবস্থানে অবস্থিত, যেখানে বহিরাগতদের চলাচল সম্পূর্ণ বন্ধ করা অত্যন্ত কঠিন। পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে অধিকাংশ গ্রামের বাসিন্দাদের আসা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোও ক্যাম্পাসের মধ্য দিয়ে গেছে। এমন পর্যায়ে বহিরাগত বন্ধ করা খুবই কঠিন এতে করে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাতৃত্বপূর্ণ সম্পর্কেও বিরূপ প্রভাব পরতে পারে। তবে, ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি রোধে আমরা সর্বোচ্ছ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত এ বিষয়ে আলোচনা করছি।

ভুক্তভোগীদের সাহায্য করার বিষয় জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগীদের প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সহায়তা করছি এবং তাদেরকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিচ্ছি যাতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারে। এর মাধ্যমে কিছু চুরি হওয়া সাইকেল উদ্ধার করা গেলেও, মোট চুরির সংখ্যার তুলনায় তা এখনও অনেক কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সিসিটিভি ক্যামেরাগুলো পুনরায় স্থাপন করা হচ্ছে এবং নিরাপত্তা কর্মীদের সতর্ক করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদেরও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।

ছবি

পুলিশি হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

নদীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সিংগাইরে জুয়েলারি ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ময়মনসিংহ মেডিকেল কলেজে শিবির-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ মোতায়েন

রূপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ ককটেল উদ্ধার

শরীয়তপুরে বোনজামাইকে হত্যার অভিযোগ মাদকাসক্ত শ্যালকের বিরুদ্ধে

সিলেটে ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ পুলিশের জালে যুবক

ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বেরিয়েছিলো যুবক:মিলল আবাসিক হোটেলে ঝুলন্ত মরদেহ

সিলেটজুড়ে ট্রাফিক পুলিশের তৎপরতা

বনশ্রীতে সাড়ে তিন বছরের মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

গাজীপুররে শ্রীপুরে গভীর রাতে দরজা ভঙে ঘরে ঢুকে বাড়রি মালকিকে হাত-পা বেঁধে ডাকাতরি ঘটনা ঘটছে।

শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে হাত-পা বেঁধে ডাকাতি

ছবি

খাট্রামাধবপাড়া ইউনিয়নে হয়ে গেল পিঠা উৎসব

ছবি

পটুয়াখালীতে ২৪২টি আয়রন ব্রিজ জরাজীর্ণ, জনদুর্ভোগ চরমে

বেলাবোতে পিঠা উৎসব

ছবি

সোনারগাঁয়ে ছুটির দিনে কারুশিল্প মেলা জমজমাট

ছবি

কৃত্রিম পায়ে হাঁটছেন পুলিশের গুলিতে পা হারানো ইনামুল

যশোরে ব্রাদার টিটোস হোমে বাহারি শিল্পকর্মে রকমারি পিঠা উৎসব

ছবি

ঘোড়াঘাটে লক্ষ্যমাত্রা ছাপিয়ে ভুট্টা ও রবি ফসলের চাষ

ছবি

দিনভর অনুষ্ঠানের মধ্যদিয়ে নবাবগঞ্জ উপজেলার ৪ স্কুলের ৯১-এর এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নিখোঁজ ২ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার ২ ট্রলারসহ আটক ৩

ভোলায় জলদস্যুদের গুলিতে নিহত ১, আহত ২

মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

শেরপুরে চোরাই অটোরিকশা, ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি

রাজশাহীতে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ, হিমাগারের ভাড়া কমানোর দাবি

ঝালকাঠির ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

লালপুরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে বালু ব্যবসা নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে গুলি বিনিময়

ছবি

সিরাজগঞ্জে তিন’শ বছরের ঐতিহ্যবাহী দই মেলা শুরু

ছবি

সান্তাহারে রেলওয়ের ১০৬ বিঘা জমি অবৈধ দখলে, গড়ে উঠেছে বস্তি ও বিভিন্ন স্থাপনা

ছবি

রায়পুরে পানি সংকটে বোরো আবাদ ব্যাহত

ছবি

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথ : প্রথম দিনে আয় ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকা

ছবি

ময়মনসিংহ মেডিকেলে ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের হাতাহাতি

ছবি

গোবিন্দগঞ্জে কাজ না করেই অর্থ লোপাট

মাদারীপুরকে ‘দরিদ্র জেলা’ মানতে পারছেন না বাসিন্দারা, নতুন করে জরিপের দাবি

tab

সারাদেশ

রাবিতে বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তার শঙ্কা

প্রতিনিধি, রাবি

রাবি : সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি -সংবাদ

রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। গত তিন মাসে মোট চুরির সংখ্যা প্রায় পঁচিশটি। চুরি যাওয়া সাইকেলের একটিও ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত তিন মাসের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, চুরি যাওয়া সাইকেলগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্তাগারের সামনে থেকে ৪টি, ড.মুহাম্মাদ শহিদুল্লাহ একাডেমিক ভবন থেকে ৩টি, কাজলা গেইট সংলগ্ন মসজিদের সামনে থেকে ৩টি, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন থেকে ৩টি, মতিহার হল থেকে ২টি, সোহরাওয়ার্দী হল থেকে ২টি, মাদার বখশ হল থেকে ১টি, শাহ মাখদুম হল থেকে ২টি, কেন্দ্রীয় মসজিদ থেকে ১, শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে থেকে ১টি, বঙ্গবন্ধু হলের সামনে থেকে ১টি, মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন থেকে ২টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

ক্যাম্পাসে একটি সাইকেল অনেক শিক্ষার্থীর কাছেই বেশ গুরুত্বপূর্ণ। টিউশনি, ক্লাস কিংবা অন্যান্য কাজগুলোতে ব্যবহারের জন্য অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন হয়ে ওঠে নিজের কষ্টার্জিত টাকায় কেনা অত্যন্ত প্রয়োজনীয় এই বাহনটি। তবে সাইকেল চুরির ঘটনায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। চুরি যাওয়া সাইকেলগুলো ফেরত না পাওয়ায় প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ক্ষোভও প্রকাশ করছেন অনেকেই।

যোগাযোগের একমাত্র বাহনটি হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী আল-আমিন বলেন, ক্যাম্পাসের সাইকেল চুরির মূল কারণ প্রশাসনের গাফিলতি ও বহিরাগতদের অবাধ প্রবেশ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি নেই বা সিসিটিভি থাকলেও বেশিরভাগই অচল বা হার্ডডিস্ক নষ্ট। গ্যারেজের সংখ্যা কম এবং গ্যারেজে থাকে না পর্যাপ্ত টোকেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর হতে হবে। বহিরাগতদের ক্লাস পিরিয়ডে প্রবেশ নিষিদ্ধ, সিসিটিভি স্থাপন ও গ্যারেজ-টোকেন ব্যবস্থা উন্নত করা জরুরি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী আরমানুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সাইকেল চুরি, ছিনতাই প্রভৃতি অপরাধ বৃদ্ধির মূল কারণ বহিরাগতদের অবাধ বিচরণ ও পর্যাপ্ত নিরাপত্তার অভাব। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্রতিটি হল, একাডেমিক ভবন, কাজলা ও সেন্ট্রাল মসজিদে সার্বক্ষণিক সিসিটিভি স্থাপন এবং গেটগুলোতে কড়া চেকিং ব্যবস্থা চালু করা জরুরি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। পুলিশ ও প্রশাসনের কার্যকারিতা কমে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে গার্ড ও নিরাপত্তা কর্মীর সংকটের কারণে গেট, একাডেমিক ভবন ও হলে যে সাইকেল গেরেজ আছে তা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়া, ওই সময়ে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম ভাঙচুর হওয়ায় নজরদারি ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে।

বহিরাগতদের ক্যাম্পাসে আসা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন এক ভৌগোলিক অবস্থানে অবস্থিত, যেখানে বহিরাগতদের চলাচল সম্পূর্ণ বন্ধ করা অত্যন্ত কঠিন। পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে অধিকাংশ গ্রামের বাসিন্দাদের আসা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোও ক্যাম্পাসের মধ্য দিয়ে গেছে। এমন পর্যায়ে বহিরাগত বন্ধ করা খুবই কঠিন এতে করে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাতৃত্বপূর্ণ সম্পর্কেও বিরূপ প্রভাব পরতে পারে। তবে, ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি রোধে আমরা সর্বোচ্ছ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত এ বিষয়ে আলোচনা করছি।

ভুক্তভোগীদের সাহায্য করার বিষয় জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগীদের প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সহায়তা করছি এবং তাদেরকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিচ্ছি যাতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারে। এর মাধ্যমে কিছু চুরি হওয়া সাইকেল উদ্ধার করা গেলেও, মোট চুরির সংখ্যার তুলনায় তা এখনও অনেক কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সিসিটিভি ক্যামেরাগুলো পুনরায় স্থাপন করা হচ্ছে এবং নিরাপত্তা কর্মীদের সতর্ক করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদেরও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।

back to top