নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শুক্রবার রাতে একটি আবাসন কোম্পানীর ভিতরে কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০টি ককটেলসহ ৩টি ধারালো ছোড়া ও কাটার উদ্ধার করেছে পুলিশ। পরে রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেল গুলো নিস্ত্রিয় করা হয়।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কোম্পানীর ভিতর কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো লাল স্কচটেপ মোড়ানো অনেকগুলো ককটেল সাদৃশ বস্তু দেখে সরকারি পরিসেবা ৯৯৯ এর কল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ বস্তুসহ ৩টি ধারালের ছোড়া, একটি তালা কাটার কাঠার মেশিন, ২টি রড উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে সেখান থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো ২০টি ককটেল নিস্ক্রিয় করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা কাশবনের মধ্যে এসব ককটেল, ছোড়া, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শুক্রবার রাতে একটি আবাসন কোম্পানীর ভিতরে কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০টি ককটেলসহ ৩টি ধারালো ছোড়া ও কাটার উদ্ধার করেছে পুলিশ। পরে রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেল গুলো নিস্ত্রিয় করা হয়।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কোম্পানীর ভিতর কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো লাল স্কচটেপ মোড়ানো অনেকগুলো ককটেল সাদৃশ বস্তু দেখে সরকারি পরিসেবা ৯৯৯ এর কল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ বস্তুসহ ৩টি ধারালের ছোড়া, একটি তালা কাটার কাঠার মেশিন, ২টি রড উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে সেখান থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো ২০টি ককটেল নিস্ক্রিয় করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা কাশবনের মধ্যে এসব ককটেল, ছোড়া, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।