মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তৈরিতে জালিয়াতির আশ্রয় নেয়ায় শামসুল হক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরজন উদ্যোক্তা সুমন আহমেদকে তার কার্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে। জানা গেছে ,ওই ইউনিয়নের ফাহাদ হোসেন নামে এক ব্যক্তির জন্মনিবন্ধনে বয়স ১৭ থেকে বাড়িয়ে ২২ বছর করে সনদ দেয়ার দায়িত্ব নেন শামসুল হক। তিনি এটি তৈরি করার জন্য জমা দেন ওই ইউনিয়ন পরিষদে কর্মরত উদ্যোক্তা সুমন আহমদের কাছে। পরবর্তীতে ভুয়া শিক্ষাগত সনদ ও ইউপি মেম্বার মো. আবুল বাশারের স্বাক্ষর জাল করা আবেদনটি সায়েস্তা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জন্ম-মৃত্যু নিবন্ধক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের কাছে নিয়ে যান। তিনি যাচাই-বাছাই করতে গেলে এ জালিয়াতি ধরা পড়ে। শিক্ষাগত যোগ্যতার সনদটিও সংশ্লিষ্ট বিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে ভুয়া প্রমাণিত হয়। সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে কৌশলে ধরা হয়েছে। জড়িত শামসুল হককে ৫০ হাজার টাকা জরিমানা এবং এই কাজে সহযোগিতা করার জন্য উদ্যোক্তা সুমন আহমেদকে তার কার্যক্রম থেকে বাদ রাখা হয়েছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তৈরিতে জালিয়াতির আশ্রয় নেয়ায় শামসুল হক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরজন উদ্যোক্তা সুমন আহমেদকে তার কার্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে। জানা গেছে ,ওই ইউনিয়নের ফাহাদ হোসেন নামে এক ব্যক্তির জন্মনিবন্ধনে বয়স ১৭ থেকে বাড়িয়ে ২২ বছর করে সনদ দেয়ার দায়িত্ব নেন শামসুল হক। তিনি এটি তৈরি করার জন্য জমা দেন ওই ইউনিয়ন পরিষদে কর্মরত উদ্যোক্তা সুমন আহমদের কাছে। পরবর্তীতে ভুয়া শিক্ষাগত সনদ ও ইউপি মেম্বার মো. আবুল বাশারের স্বাক্ষর জাল করা আবেদনটি সায়েস্তা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জন্ম-মৃত্যু নিবন্ধক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের কাছে নিয়ে যান। তিনি যাচাই-বাছাই করতে গেলে এ জালিয়াতি ধরা পড়ে। শিক্ষাগত যোগ্যতার সনদটিও সংশ্লিষ্ট বিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে ভুয়া প্রমাণিত হয়। সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে কৌশলে ধরা হয়েছে। জড়িত শামসুল হককে ৫০ হাজার টাকা জরিমানা এবং এই কাজে সহযোগিতা করার জন্য উদ্যোক্তা সুমন আহমেদকে তার কার্যক্রম থেকে বাদ রাখা হয়েছে।