নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অপরদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেলে উপজেলার পূর্বাচলের গোয়ালপাড়া এলাকায় ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, রোববার বিকেল সোয়া ৪টায় গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়িতে গোলাম কিবরিয়ার মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে মজুদ থাকা বিপুলসংখ্যক গ্যাসভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়েছে বলে কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম দাবি করেন। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে তিনটি পরিবারের বসতঘর। রোববার দুপুর ১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুরেরকুল টিলাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দিনমজুর জাহাঙ্গীর, সরওয়ার এবং রাশেদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও পাশের আরেকটি ঘর অগ্নিকা- থেকে রক্ষা করে তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুহাম্মদ রাশেদ বলেন, রোববার দুপুর ১২টায় ঘরের ডানদিকে হঠাৎ কারেন্টের তার থেকে আগুন লাগে। আমি আগুন নিভিয়ে কাজে চলে গেলে, পরে আমাকে ফোন করে জানানো হয় ঘরে আবার আগুন লেগেছে। তখন আমি এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অপরদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেলে উপজেলার পূর্বাচলের গোয়ালপাড়া এলাকায় ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, রোববার বিকেল সোয়া ৪টায় গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়িতে গোলাম কিবরিয়ার মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে মজুদ থাকা বিপুলসংখ্যক গ্যাসভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়েছে বলে কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম দাবি করেন। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে তিনটি পরিবারের বসতঘর। রোববার দুপুর ১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুরেরকুল টিলাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দিনমজুর জাহাঙ্গীর, সরওয়ার এবং রাশেদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও পাশের আরেকটি ঘর অগ্নিকা- থেকে রক্ষা করে তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুহাম্মদ রাশেদ বলেন, রোববার দুপুর ১২টায় ঘরের ডানদিকে হঠাৎ কারেন্টের তার থেকে আগুন লাগে। আমি আগুন নিভিয়ে কাজে চলে গেলে, পরে আমাকে ফোন করে জানানো হয় ঘরে আবার আগুন লেগেছে। তখন আমি এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।