কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেয়ার পরের দিন থেকে ফের চালু হওয়া ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনার দায়ে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমুখ। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে মোট দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেয়ার পরের দিন থেকে ফের চালু হওয়া ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনার দায়ে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমুখ। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে মোট দুই লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।