বিশ্বম্ভরপুরে কৃষকের ভাস্কর্য ভাঙচুর
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে নির্মিত কৃষাণ চত্বরের কৃষকের ভাস্কর্য ভেঙে ফেলেছে একদল দুর্বৃত্ত। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয়েছিল, যা গ্রামবাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে কৃষাণ চত্বরের কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেন দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাস্কর্য ভাঙার একটি ভিডিও দেখা গেছে। ভিডিওতে কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন এবং পেছন থেকে স্লোগান দিতে বলা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ভাস্কর্য কী দোষ করল বা এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, বুঝতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক।”
কৃষাণ চত্বরের ভাস্কর্যটি সুনামগঞ্জ জেলা শহর থেকে হাওর এলাকায় যাওয়ার পথে ছিল এবং স্থানীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করত।
বিশ্বম্ভরপুরে কৃষকের ভাস্কর্য ভাঙচুর
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে নির্মিত কৃষাণ চত্বরের কৃষকের ভাস্কর্য ভেঙে ফেলেছে একদল দুর্বৃত্ত। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয়েছিল, যা গ্রামবাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে কৃষাণ চত্বরের কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেন দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাস্কর্য ভাঙার একটি ভিডিও দেখা গেছে। ভিডিওতে কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন এবং পেছন থেকে স্লোগান দিতে বলা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ভাস্কর্য কী দোষ করল বা এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, বুঝতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক।”
কৃষাণ চত্বরের ভাস্কর্যটি সুনামগঞ্জ জেলা শহর থেকে হাওর এলাকায় যাওয়ার পথে ছিল এবং স্থানীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করত।