ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজার সিন্ডিকেট হোতা অ্যানসেথসিয়া ডা. ইমরান ও কনসালটেন্ট (গাইনি) ডা. রাশেদা আফরোজ পারভীনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় উপজেলার মার্কেটের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া সুভাষ ঘোষ, আ. জলিল মিয়া, জসিম উদ্দিন বলেন, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানসেথসিয়া ডা. ইমরান ১০ বছর ও কনসালটেন্ট (গাইনি) ডা. রাশেদা আফরোজ পারভীন ৮ বছর ধরে চাকরি করছেন। এ দুই ড়াক্তার গড়ে তোলে সিজার সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে নানা অনিয়মে অভিযোগ রয়েছে। অবিলম্বে এ দুই ডাক্তােেরর অপসারণ দাবি করছি। দুই ডাক্তারকে অপসারণ করার জন্য মানববন্ধনকারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজার সিন্ডিকেট হোতা অ্যানসেথসিয়া ডা. ইমরান ও কনসালটেন্ট (গাইনি) ডা. রাশেদা আফরোজ পারভীনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় উপজেলার মার্কেটের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া সুভাষ ঘোষ, আ. জলিল মিয়া, জসিম উদ্দিন বলেন, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানসেথসিয়া ডা. ইমরান ১০ বছর ও কনসালটেন্ট (গাইনি) ডা. রাশেদা আফরোজ পারভীন ৮ বছর ধরে চাকরি করছেন। এ দুই ড়াক্তার গড়ে তোলে সিজার সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে নানা অনিয়মে অভিযোগ রয়েছে। অবিলম্বে এ দুই ডাক্তােেরর অপসারণ দাবি করছি। দুই ডাক্তারকে অপসারণ করার জন্য মানববন্ধনকারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।