দেওয়ানগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণাধীন প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগেই। এদিকে গত ছয় মাস ধরে নির্মাণকাজ বন্ধ। কবে নাগাদ আবার নির্মাণকাজ শুরু হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ জানেন না।
দেওয়ানগঞ্জ পৌরসভার তথ্য অনুসারে, নির্মাণাধীন ডাম্পিং স্টেশনটি ‘নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)’-এর একটি প্রকল্প। যার দাতা সংস্থা ‘জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)’। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আওতায় ডাম্পিং স্টেশনটি নির্মাণ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে পৌরসভা কর্তৃপক্ষ তিন একর জমি অধিগ্রহণ করেছে। প্রকল্পটির নির্মাণ ব্যায় ৭ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৯ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে র্টান কন্সট্রাকশন। মালিক নাহিদ আল হাসান। কিন্তু সাব ঠিকাদার হিসাবে কাজ করছে মির্জা শিপন।
২০২২ সালের জুন মাসে ডাম্পিং স্টেশনটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির নির্মাণ মেয়াদ ছিল ৩৬০ দিন। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত দেড় বছরের অধিক সময় ব্যয় করেছে ঠিকাদার। এর মধ্যে আবার গত ৫ আগস্ট থেকে ছয় মাসের অধিক সময় ধরে নির্মাণকাজ বন্ধ। পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও উপজেলা জনস্বাস্থ্য অফিসে বারবার তাগিদ দিলেও কাজের কোন অগ্রগতি মেলেনি।
দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান সংবাদকে বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পে ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি।
অতিরিক্ত সময় বাড়িয়ে নিয়েছে। এখনও প্রকল্পটির সিভিল কাজের ৩০ শতাংশ বাকি এবং মেকানিক্যাল শতভাগই বাকি। ঠিকাদার আওয়ামী লীগ নেতা হওয়াই গত ৫ আগস্ট থেকে লাপাত্তা। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছেনা। তবে ঠিকাদারকে অফিসিয়ালি চিঠি ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্টেশনটির নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
দেওয়ানগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণাধীন প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগেই। এদিকে গত ছয় মাস ধরে নির্মাণকাজ বন্ধ। কবে নাগাদ আবার নির্মাণকাজ শুরু হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ জানেন না।
দেওয়ানগঞ্জ পৌরসভার তথ্য অনুসারে, নির্মাণাধীন ডাম্পিং স্টেশনটি ‘নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)’-এর একটি প্রকল্প। যার দাতা সংস্থা ‘জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)’। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আওতায় ডাম্পিং স্টেশনটি নির্মাণ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে পৌরসভা কর্তৃপক্ষ তিন একর জমি অধিগ্রহণ করেছে। প্রকল্পটির নির্মাণ ব্যায় ৭ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৯ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে র্টান কন্সট্রাকশন। মালিক নাহিদ আল হাসান। কিন্তু সাব ঠিকাদার হিসাবে কাজ করছে মির্জা শিপন।
২০২২ সালের জুন মাসে ডাম্পিং স্টেশনটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির নির্মাণ মেয়াদ ছিল ৩৬০ দিন। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত দেড় বছরের অধিক সময় ব্যয় করেছে ঠিকাদার। এর মধ্যে আবার গত ৫ আগস্ট থেকে ছয় মাসের অধিক সময় ধরে নির্মাণকাজ বন্ধ। পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও উপজেলা জনস্বাস্থ্য অফিসে বারবার তাগিদ দিলেও কাজের কোন অগ্রগতি মেলেনি।
দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান সংবাদকে বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পে ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি।
অতিরিক্ত সময় বাড়িয়ে নিয়েছে। এখনও প্রকল্পটির সিভিল কাজের ৩০ শতাংশ বাকি এবং মেকানিক্যাল শতভাগই বাকি। ঠিকাদার আওয়ামী লীগ নেতা হওয়াই গত ৫ আগস্ট থেকে লাপাত্তা। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছেনা। তবে ঠিকাদারকে অফিসিয়ালি চিঠি ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্টেশনটির নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।