চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪ জনের নাম এবং ১৫০ অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা করা হয়েছে। রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদঞ্জ আমলি আদালত) বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন। রাতে মামলার তথ্যের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, মামলাটি বিচারক আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪ জনের নাম এবং ১৫০ অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা করা হয়েছে। রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদঞ্জ আমলি আদালত) বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন। রাতে মামলার তথ্যের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, মামলাটি বিচারক আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।