বাঁশখালীতে অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত ৮ জনকে আটক করেছে। রোববার ছনুয়া, পুঁইছড়ী, বৈলছড়ী, বাহারছড়া ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের মৃত উলামিয়ার ছেলে মো. মানিক, বৈলছড়ী ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে আবদুল আলিম সিকদার পৌরসভার মৃত সতিষ চন্দ্র নমর ছেলে জিকু নম, বাহারছড়া ছাপাছড়ীর ছাদুর রশিদেও ছেলে মো. কায়সার হামিদ, ছনুয়া ইউপির মৃত মাহাবুবুর রহমানের ছেলে আবদুল গফুর, পুঁইছড়ী ইউপির মৃত কবির আহমদের ছেলে নাজিম উদ্দীন, বাহারছড়া চাপাছড়ির হারুন রশিদের ছেলে রুবেল ও একই এলাকার রতœপুরের মৃত আশরাফ মিয়ার ছেলে কোরবান আলী (৪২)।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
বাঁশখালীতে অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত ৮ জনকে আটক করেছে। রোববার ছনুয়া, পুঁইছড়ী, বৈলছড়ী, বাহারছড়া ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের মৃত উলামিয়ার ছেলে মো. মানিক, বৈলছড়ী ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে আবদুল আলিম সিকদার পৌরসভার মৃত সতিষ চন্দ্র নমর ছেলে জিকু নম, বাহারছড়া ছাপাছড়ীর ছাদুর রশিদেও ছেলে মো. কায়সার হামিদ, ছনুয়া ইউপির মৃত মাহাবুবুর রহমানের ছেলে আবদুল গফুর, পুঁইছড়ী ইউপির মৃত কবির আহমদের ছেলে নাজিম উদ্দীন, বাহারছড়া চাপাছড়ির হারুন রশিদের ছেলে রুবেল ও একই এলাকার রতœপুরের মৃত আশরাফ মিয়ার ছেলে কোরবান আলী (৪২)।