খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন আল আমিন।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন তার কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে ২টি মোটরসাইকেলে করে ৪ জন ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সোনাডাঙ্গা এলাকার ডেলটা টাওয়ারের সামনে তিনি মোটরসাইকেলে থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে, জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আল আমিনের
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন আল আমিন।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন তার কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে ২টি মোটরসাইকেলে করে ৪ জন ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সোনাডাঙ্গা এলাকার ডেলটা টাওয়ারের সামনে তিনি মোটরসাইকেলে থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে, জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আল আমিনের