alt

সারাদেশ

একুশের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালিত

সংবাদ জাতীয় ডেস্ক : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যে শুক্রবার দেশব্যাপী সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করে দিবসটি উদযাপিত হয়।

উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা পিআইও সবুজ আলী, অধ্যক্ষ রহমত আলী ও জামাল উদ্দিন।

পলাশ (নরসিংদী)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল আমি বিশ্বাস করি সেটা শুধু ভাষা আন্দোলন নয়, এটা মানুষের যে চিরন্তন অধিকার আদায়ের আন্দোলন, তারই প্রতিচ্ছবি ছিল ’৫২-এর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নরসিংদীর পলাশ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন।

ঈশ্বরদী (পাবনা)

দিবসটি উপলক্ষে ঈশ্বরদীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস সহকারী কমিশনার ভূমি থানার ওসি শহিদুল ইসলাম ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এরপর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত জাকারিয়া পিন্টু শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন।

ফরিদপুর

ফরিদপুরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো মানুষ। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারারা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলে। এরপর তারা একে একে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কক্সবাজার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়সহ সর্বস্তরের জনগণ।

এছাড়া অনেকে আসছেন পরিবার ও ছোট শিশুদের নিয়ে। অনেকের হাতে প্ল্যাকার্ড, মুখে ও হাতে লেখে রেখেছেন একুশের বিভিন্ন স্লোগান। যেখানে লেখা রয়েছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘বাংলা ভাষা অমর হোক’, ‘বাংলা আমার মায়ের ভাষা’ ইত্যাদি।

পোরশা (নওগাঁ)

দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে উপজেলা পরিষদে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও আরিফ আদনান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। পরে উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের নেতৃত্বে যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমীকদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহর থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলমাকান্দা উপজেলা শাখা, কমিউনিষ্ট পার্টি, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ফুলের তোড়া হাতে মৌন মিছিলে মিছিলে শহীদ মিনারে জড়ো হয়ে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও সহযোগী সংগঠন, বাংলাদেশ পুলিশ,সাংবাদিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানবসেবা সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ৫২’র ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে প্রভাত ফেরী,উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, স্কুল, কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

বদলগাছী ( নওগাঁ )

নওগাঁর বদলগাছীতে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

এরপর পুস্পমাল্য অর্পন করেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বদলগাছী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, বদলগাছী পল্লী বিদুৎ অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ, আনসার ও ভিডিপি কার্যালয়, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী কারিগরি কলেজ। হিলি, সংবাদদাতা

দিবস উপলক্ষে হিলিতে রাত ১২টা এক মিনিটে প্রথম পহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন।

পরে বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ, উপজেলা বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর থানা অফিসান সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ আনেকে ছিলেন।

ধনবাড়ী (টাঙ্গাইল)

একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে ধনবাড়ী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধনবাড়ী উপজেলা প্রশাসন, ধনবাড়ী পৌর প্রশাসন, ধননবাড়ী থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ, ধনবাড়ী প্রেসক্লাব, পল্লী বিদুৎ বিভাগ, জাতীয় নাগরিক ঐক্য কমিটি সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহিদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া ও কুমিল্লার চান্দিনায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন থানা, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টাস ইউনিট, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্টান, ইউনিয়ন পরিষদ পৃথক পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম. দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও চান্দিনার বড়ইয়া কৃষ্ণপুর আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া, মিলাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা।

ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, এরপর পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৃন্দ, পৌর প্রশাসক জসীম উদ্দিন,লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

ছবি

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: টাঙ্গাইলে চারজনকে গ্রেপ্তার

ছবি

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৫

ছবি

চট্টগ্রামে আবৃত্তি অনুষ্ঠানে বাধা, হেনস্তার অভিযোগ

ছবি

ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা

ছবি

ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সিলেট মেট্রো অঞ্চলের বন্দিরা

অবৈধভাবে চাল প্রক্রিয়াজাত ও বিক্রি, জরিমানা

মেয়েকে আগুনে পুড়িয়ে ও বৃদ্ধা মাকে হত্যা করলেন এক নারী

মহেশপুরে ১৭০ স্কুলে শহীদ মিনার ছাড়া একুশে পালন

কবরস্থান থেকে চারটি কংকাল চুরি

ছবি

দশমিনায় শহীদ মিনার নেই ১৮৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

সীমান্তে বর্গা চাষ নিয়ে উত্তেজনা বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ইয়াবা বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

সাভারে বিস্কুট কারখানা, ঝুটের গোডাউনে আগুন

বিয়ের বাজার করে ফেরার পথে বরসহ নিহত ২

শাহজাদপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাঁধের কিনারের মাটি কেটে বিক্রি, অর্থদণ্ড

ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

ফের রেলওয়ের তেল চুরি তদন্ত কমিটি গঠন

মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ছবি

পাঠক নেই ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগারে

ছবি

বরগুনার কুকুয়া খালের মাটি যাচ্ছে পটুয়াখালীর ইটভাটায়

ছবি

ঝুঁকিপূর্ণ সাঁকোতে পারাপার ডুমুরিয়ার ভাণ্ডারপাড়া আশ্রয়ণের বাসিন্দাদের

ছবি

কর্মকর্তাদের চোখের সামনেই লালমাটি দিয়ে করা হচ্ছে এলজিইডির রাস্তার কাজ

বিচারপ্রার্থীদের জন্য পানির ব্যবস্থা বিচারকের

শাহজাদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

ইউএনওর সিল ও স্বাক্ষর জালিয়াতি : শিক্ষকের বিরুদ্ধে মামলা

চান্দিনায় দালালের প্রতারণায় নিঃস্ব এক যুবক; অভিযোগ করায় প্রাণনাশের হুমকি

রাজবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ছবি

ভোজ্যতেলের আমদানি হ্রাসে আশার আলো ‘বিনাসরিষা-১১’

আলু খেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ

বিএনপির সম্মেলন নিয়ে সংঘর্ষে আহত এক বিএনপি নেতার মৃত্যু

ছবি

রাণীনগরে পুকুর খননের মাটি বহনের জন্য বেড়িবাঁধ কেটে রাস্তা তৈরির অভিযোগ

দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবি ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির

মহেশপুর সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

tab

সারাদেশ

একুশের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালিত

সংবাদ জাতীয় ডেস্ক

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যে শুক্রবার দেশব্যাপী সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করে দিবসটি উদযাপিত হয়।

উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা পিআইও সবুজ আলী, অধ্যক্ষ রহমত আলী ও জামাল উদ্দিন।

পলাশ (নরসিংদী)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল আমি বিশ্বাস করি সেটা শুধু ভাষা আন্দোলন নয়, এটা মানুষের যে চিরন্তন অধিকার আদায়ের আন্দোলন, তারই প্রতিচ্ছবি ছিল ’৫২-এর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নরসিংদীর পলাশ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন।

ঈশ্বরদী (পাবনা)

দিবসটি উপলক্ষে ঈশ্বরদীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস সহকারী কমিশনার ভূমি থানার ওসি শহিদুল ইসলাম ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এরপর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত জাকারিয়া পিন্টু শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন।

ফরিদপুর

ফরিদপুরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো মানুষ। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারারা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলে। এরপর তারা একে একে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কক্সবাজার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়সহ সর্বস্তরের জনগণ।

এছাড়া অনেকে আসছেন পরিবার ও ছোট শিশুদের নিয়ে। অনেকের হাতে প্ল্যাকার্ড, মুখে ও হাতে লেখে রেখেছেন একুশের বিভিন্ন স্লোগান। যেখানে লেখা রয়েছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘বাংলা ভাষা অমর হোক’, ‘বাংলা আমার মায়ের ভাষা’ ইত্যাদি।

পোরশা (নওগাঁ)

দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে উপজেলা পরিষদে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও আরিফ আদনান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। পরে উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের নেতৃত্বে যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমীকদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহর থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলমাকান্দা উপজেলা শাখা, কমিউনিষ্ট পার্টি, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ফুলের তোড়া হাতে মৌন মিছিলে মিছিলে শহীদ মিনারে জড়ো হয়ে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও সহযোগী সংগঠন, বাংলাদেশ পুলিশ,সাংবাদিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানবসেবা সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ৫২’র ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে প্রভাত ফেরী,উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, স্কুল, কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

বদলগাছী ( নওগাঁ )

নওগাঁর বদলগাছীতে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

এরপর পুস্পমাল্য অর্পন করেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বদলগাছী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, বদলগাছী পল্লী বিদুৎ অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ, আনসার ও ভিডিপি কার্যালয়, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী কারিগরি কলেজ। হিলি, সংবাদদাতা

দিবস উপলক্ষে হিলিতে রাত ১২টা এক মিনিটে প্রথম পহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন।

পরে বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ, উপজেলা বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর থানা অফিসান সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ আনেকে ছিলেন।

ধনবাড়ী (টাঙ্গাইল)

একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে ধনবাড়ী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধনবাড়ী উপজেলা প্রশাসন, ধনবাড়ী পৌর প্রশাসন, ধননবাড়ী থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ, ধনবাড়ী প্রেসক্লাব, পল্লী বিদুৎ বিভাগ, জাতীয় নাগরিক ঐক্য কমিটি সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহিদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া ও কুমিল্লার চান্দিনায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন থানা, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টাস ইউনিট, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্টান, ইউনিয়ন পরিষদ পৃথক পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম. দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও চান্দিনার বড়ইয়া কৃষ্ণপুর আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া, মিলাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা।

ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, এরপর পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৃন্দ, পৌর প্রশাসক জসীম উদ্দিন,লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

back to top