রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ চেকপোস্ট বসিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১শ পিস ও ইয়াবা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ৭ মামলার আসামি সজল (৩৭) নামে একজন কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
মঙ্গলবার দুপুরে এক এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। আটককৃত মাদক কারবারি সজল (৩৭) ঝিনাইদহ জেলার বিষয় খালি খন্দকার পাড়ার আওয়াল এর ছেলে।
জানা যায়, এসআই (নিঃ) সোহানুর রহমান সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সজলের কাছ থেকে ১০০ (একশ) পিস ইয়াবা ট্যাবলেট, সুমি জয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে থেকে স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ০৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, স্বর্ণের সর্বমোট পরিমান ৫.৪.৫.০ ভরি (পাঁচ ভরি চার আনা পাঁচ রতি) এবং রুপার আংটি ১টি পরিমান ০.৭.৪.৭ ভরি (শূন্য ভরি সাত আনা চার দশমিক সাত রতি), ১টি রেজিঃ বিহীন ব্লু কালারের মোটর সাইকেল, নগদ ৮,০০০/ (আট হাজার টাকা), ১টি পুরাতন এ্যানড্রোয়েড মোবাইল ফোন সহ আটক করা হয়
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আরো অস্ত্র চুরিসহ ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেন ।
বুধবার, ১২ মার্চ ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ চেকপোস্ট বসিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১শ পিস ও ইয়াবা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ৭ মামলার আসামি সজল (৩৭) নামে একজন কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
মঙ্গলবার দুপুরে এক এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। আটককৃত মাদক কারবারি সজল (৩৭) ঝিনাইদহ জেলার বিষয় খালি খন্দকার পাড়ার আওয়াল এর ছেলে।
জানা যায়, এসআই (নিঃ) সোহানুর রহমান সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সজলের কাছ থেকে ১০০ (একশ) পিস ইয়াবা ট্যাবলেট, সুমি জয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে থেকে স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ০৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, স্বর্ণের সর্বমোট পরিমান ৫.৪.৫.০ ভরি (পাঁচ ভরি চার আনা পাঁচ রতি) এবং রুপার আংটি ১টি পরিমান ০.৭.৪.৭ ভরি (শূন্য ভরি সাত আনা চার দশমিক সাত রতি), ১টি রেজিঃ বিহীন ব্লু কালারের মোটর সাইকেল, নগদ ৮,০০০/ (আট হাজার টাকা), ১টি পুরাতন এ্যানড্রোয়েড মোবাইল ফোন সহ আটক করা হয়
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আরো অস্ত্র চুরিসহ ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেন ।