২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এপিবিএন-২) অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান জানিয়েছেন, দেশের বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনলাইন আর্থিক প্রতারণায় সর্বমোট এক লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা উদ্ধার করেছেন তারা।
আধুনিক তথ্য প্রযুক্তি ও জিডির সূত্র ধরে এই সব মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
২-এপিবিএন অফিস থেকে জানিয়েছেন, সাতকানিয়া, বান্দরবান, খুলশী থানা, চন্দ্রনাইশ থানা , টঙ্গি পশ্চিম থানা, বায়েজিদ বোস্তামি থানা, ধোবাউড়া থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, বিয়ানীবাজার, খালিশপুর, সিদ্দিরগঞ্জ, ভাটারা, উখিয়া, মীরসরাই, রাজধানীর লালবাগ, গুলশান, তেজগাঁও, চৌদ্দগ্রাম, বনানী, মিরপুর, চকরিয়াসহ দেশের বিভিন্ন এলাকার থানার মোবাইল ছিনতাই সংক্রান্ত জিডিসহ অন্যান্য অভিযোগের সূত্র ধরে ও কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়াটার্সের এলআইসি শাখা, সিআইএ শাখা, ও ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বান্দরবানের মেঘলা সাইবার টিম কর্তৃক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোট ৫৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করছে।
এছাড়াও বিকাশ ও নগদে টাকা পাঠাতে ভুলে অন্য নম্বরে চলে যাওয়া ১৯,৯৯৫ টাকা, ৫৬ হাজার ১’শ টাকা, ২৫ হাজার টাকা, ২০ হাজার ৪’শ টাকা উদ্ধার করেছে। পরবর্তীতে সোমববার বিভিন্ন ব্যান্ডের ৫৭টি মোবাইল ফোন, অনলাইনে আর্থিক প্রতারণায় চলে যাওয়া ১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়।
ছিনতাই ও চুরি হওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করার জন্য এপিবিএন-২ ক্যাম্প ইনচার্জ ও সেপশাল মোবাইল ফোন উদ্ধার টিমের কর্মকর্তাদেরকে পুরুস্কৃত করা হয়েছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এপিবিএন-২) অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান জানিয়েছেন, দেশের বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনলাইন আর্থিক প্রতারণায় সর্বমোট এক লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা উদ্ধার করেছেন তারা।
আধুনিক তথ্য প্রযুক্তি ও জিডির সূত্র ধরে এই সব মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
২-এপিবিএন অফিস থেকে জানিয়েছেন, সাতকানিয়া, বান্দরবান, খুলশী থানা, চন্দ্রনাইশ থানা , টঙ্গি পশ্চিম থানা, বায়েজিদ বোস্তামি থানা, ধোবাউড়া থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, বিয়ানীবাজার, খালিশপুর, সিদ্দিরগঞ্জ, ভাটারা, উখিয়া, মীরসরাই, রাজধানীর লালবাগ, গুলশান, তেজগাঁও, চৌদ্দগ্রাম, বনানী, মিরপুর, চকরিয়াসহ দেশের বিভিন্ন এলাকার থানার মোবাইল ছিনতাই সংক্রান্ত জিডিসহ অন্যান্য অভিযোগের সূত্র ধরে ও কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়াটার্সের এলআইসি শাখা, সিআইএ শাখা, ও ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বান্দরবানের মেঘলা সাইবার টিম কর্তৃক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোট ৫৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করছে।
এছাড়াও বিকাশ ও নগদে টাকা পাঠাতে ভুলে অন্য নম্বরে চলে যাওয়া ১৯,৯৯৫ টাকা, ৫৬ হাজার ১’শ টাকা, ২৫ হাজার টাকা, ২০ হাজার ৪’শ টাকা উদ্ধার করেছে। পরবর্তীতে সোমববার বিভিন্ন ব্যান্ডের ৫৭টি মোবাইল ফোন, অনলাইনে আর্থিক প্রতারণায় চলে যাওয়া ১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়।
ছিনতাই ও চুরি হওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করার জন্য এপিবিএন-২ ক্যাম্প ইনচার্জ ও সেপশাল মোবাইল ফোন উদ্ধার টিমের কর্মকর্তাদেরকে পুরুস্কৃত করা হয়েছে।