চাঁদপুরের মতলব উত্তরে বসতঘরে আগুন লেগে সাইফুল ইসলাম মিয়াজী (২৭) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় এলাকায় মিয়াজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই বাড়ীর সিরাজুল ইসলাম মিয়াজীর ছেলে।
সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
লিডার মো. ইকবাল হোসেন বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ওই বাড়ির সিরাজুল ইসলামের একটি কাচা ঘরে আগুন লাগে। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরে থাকা সাইফুলের মৃত্যু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ওই বাড়ীর একজন মহিলা জানিয়েছে ঘরে শুকনো পাতা ছিল। সেখানে কোন কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার পরে সাইফুল ঘরের ভিতরেই ছিল। তবে সে মানসিক ভারসাম্যহীন। তার আত্মীয় স্বজন ঢাকায় থাকে। এখনও আসেনি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
চাঁদপুরের মতলব উত্তরে বসতঘরে আগুন লেগে সাইফুল ইসলাম মিয়াজী (২৭) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় এলাকায় মিয়াজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই বাড়ীর সিরাজুল ইসলাম মিয়াজীর ছেলে।
সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
লিডার মো. ইকবাল হোসেন বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ওই বাড়ির সিরাজুল ইসলামের একটি কাচা ঘরে আগুন লাগে। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরে থাকা সাইফুলের মৃত্যু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ওই বাড়ীর একজন মহিলা জানিয়েছে ঘরে শুকনো পাতা ছিল। সেখানে কোন কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার পরে সাইফুল ঘরের ভিতরেই ছিল। তবে সে মানসিক ভারসাম্যহীন। তার আত্মীয় স্বজন ঢাকায় থাকে। এখনও আসেনি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।