গোবিন্দগঞ্জের পল্লীতে চলতি বোরো মৌসুমে অগভীর নলকূপের (সেচ) লাইসেন্স বাতিল না করার দাবি জানিয়েছে ভুক্তভোগী। বুধবার (৫ মার্চ, ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নাকাই ইউপির পাটোয়া মৌজার অগভীর নলকূপ লাইসেন্স অ/৩৭৬৭ বাতিল না করার জন্য লিখিত আবেদন করেছেন পাটোয়া গ্রামের ভুক্তভোগী আ. হামিদ শেখ। জানা যায়, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি অগভীর নলকূপ লাইসেন্সের বিপরীতে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রায় ৪০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি মওসুমে একই গ্রামের প্রতিপক্ষ জাহিদ হাসান লিমন সেচ লাইসেন্সটি বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে। এর আগেও সেচ সংযোগটি নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে মামলা নম্বর ২১৪/২৩ দায়ের হয়; যা চলমান। ভুক্তভোগী আ. হামিদ শেখ জানান, চলতি মওসুমে প্রায় ৪০ বিঘা জমিতে সেচ নিয়ে কৃষকরা ইরি-বোরো ধান রোপণ করেছে। মৌসুমের মাঝামাঝিতে বিদ্যুৎ সেচ বন্ধ করা হলে কৃষকরা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। প্রতিহিংসাবশত কারো আবেদনের প্রেক্ষিতে এবং মামলা চলমানকালে আমার সেচ লাইসেন্সটি বাতিল না করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বুধবার, ১২ মার্চ ২০২৫
গোবিন্দগঞ্জের পল্লীতে চলতি বোরো মৌসুমে অগভীর নলকূপের (সেচ) লাইসেন্স বাতিল না করার দাবি জানিয়েছে ভুক্তভোগী। বুধবার (৫ মার্চ, ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নাকাই ইউপির পাটোয়া মৌজার অগভীর নলকূপ লাইসেন্স অ/৩৭৬৭ বাতিল না করার জন্য লিখিত আবেদন করেছেন পাটোয়া গ্রামের ভুক্তভোগী আ. হামিদ শেখ। জানা যায়, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি অগভীর নলকূপ লাইসেন্সের বিপরীতে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রায় ৪০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি মওসুমে একই গ্রামের প্রতিপক্ষ জাহিদ হাসান লিমন সেচ লাইসেন্সটি বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে। এর আগেও সেচ সংযোগটি নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে মামলা নম্বর ২১৪/২৩ দায়ের হয়; যা চলমান। ভুক্তভোগী আ. হামিদ শেখ জানান, চলতি মওসুমে প্রায় ৪০ বিঘা জমিতে সেচ নিয়ে কৃষকরা ইরি-বোরো ধান রোপণ করেছে। মৌসুমের মাঝামাঝিতে বিদ্যুৎ সেচ বন্ধ করা হলে কৃষকরা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। প্রতিহিংসাবশত কারো আবেদনের প্রেক্ষিতে এবং মামলা চলমানকালে আমার সেচ লাইসেন্সটি বাতিল না করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।